তৈছামা ঝর্ণা
তৈছামা ঝর্ণা(English: Twisama Jhorna) বাংলাদেশের খাগড়াছড়ি জেলার দীঘিনালার অবস্থিত। এটি খাগড়াছড়ি জেলার নতুন ঝর্ণাগুলোর মাঝে একটি, ঝর্ণাটি অনেক দুর্গম এলাকায় অবস্থিত।[১][২]
অবস্থান
সম্পাদনাএটি পার্বত্য খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বিষ্ণু কাবারি ত্রিপুরা পাড়ায় অবস্থিত।[৩]এই ঝর্ণায় পৌঁছানোর জন্য খাগড়াছড়ি সদর থেকে সিএনজি অথবা মাহেন্দ্রা করে দীঘিনালা বাজার নামতে হবে এবং দীঘিনালা বাজার থেকে মেরুং ইউনিয়নের বিষ্ণু কাবারিপাড়ায় যেতে হবে | তৈছামা ঝর্ণা পৌঁছাতে সময় লাগে প্রায় ১ ঘন্টা এবং এই ঝর্ণায় পৌঁছাতে পাড়ি দিতে হবে অনেক দুর্গম পথ। পাড়ি দেয়ার সময় ছোট বড় পাহাড়, জুম ক্ষেত এবং পাথরের রাস্তা পরবে। [৪][৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "খাগড়াছড়িতে দুই ঝর্ণার মোহনা দেখতে দর্শনার্থীদের ভিড়"। যুগান্তর। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০২৩।
- ↑ "দুই ঝরনার মিলন দেখবেন যেখানে"। জাগো নিউজ ২৪। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০২৩।
- ↑ "দুই ঝরনা মিলেছে যেখানে"। আজকের পত্রিকা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০২৩।
- ↑ "পর্যটনের নতুন সম্ভাবনা দুই ঝরনা তৈছামা"। সাম্প্রতিক দেশকাল। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০২৩।
- ↑ "দুই ঝর্ণার মোহনা দেখতে খাগড়াছড়িতে দর্শনার্থীদের ভিড়"। শেরপুর টাইমস। ২৫ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০২৩।