তেলেঙ্গানা আইনসভা
তেলেঙ্গানা আইনসভা হল ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজ্য আইনসভা। এটি ওয়েস্টমিনস্টার থেকে প্রাপ্ত একটি সংসদীয় ব্যবস্থা অনুসরণ করে। এটির উপাদানসমূহ হল-
- তেলেঙ্গানার রাজ্যপাল নিযুক্ত
- পরোক্ষভাবে নির্বাচিত তেলেঙ্গানা সাসানা মণ্ডলী
- প্রত্যক্ষভাবে নির্বাচিত তেলেঙ্গানা সাসানা সভা।
রাজ্যের রাজধানী হায়দ্রাবাদে অবস্থিত ট্রানজিট ভবনে আইনসভার বৈঠক অনুষ্ঠিত হয়। আইনসভা ভারতীয় সংবিধান থেকে তার কর্তৃত্ব প্রাপ্ত করে। রাজ্য তালিকায় নির্দিষ্ট ৬১টি বিষয়ে আইন প্রণয়নের একমাত্র কর্তৃত্ব সহ এবং ভারতের সংসদের সাথে ৫২টি সমসাময়িক বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা ভাগ করে নেয়। নিম্নকক্ষের সদস্যদের এফপিটিপি পদ্ধতি ব্যবহার করে আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত করা হয়। উচ্চকক্ষের সদস্যরা পরোক্ষভাবে বিশেষ নির্বাচনী এলাকা দ্বারা নির্বাচিত বা রাজ্যপাল কর্তৃক মনোনীত হন। রাজ্যপাল রাজ্যের প্রধান হিসেবে আইনসভার নেতৃত্ব দেন।
অবস্থান
সম্পাদনাবিধানসভার অধিবেশন হায়দরাবাদে অবস্থিত বিধানসভা ভবনে অনুষ্ঠিত হয়। এটি ১৯০৫ সালে ৬ষ্ঠ নিজাম মীর মাহবুব আলী খানের ৪০তম জন্মদিন উপলক্ষে নির্মিত হয়েছিল। হায়দ্রাবাদের স্থাপত্যের জাঁকজমকের এই সাদা রত্নটি বিশেষভাবে কমিশনপ্রাপ্ত স্থপতিদের দ্বারা ডিজাইন করা হয়েছিল। এটি মনোরম পাবলিক বাগানের সাথে সংলগ্ন যা বিখ্যাত ঝুলন্ত বাগান নামেও পরিচিত।
হায়দ্রাবাদে ঐতিহাসিক জুবিলি হলে বিধান পরিষদের বৈঠক হয়।[১]
বহিঃসংযোগ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "New state Legislative Assembly building allocated to Telangana"। Deccan Chronicle। ৩১ মে ২০১৪। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২০।