তুলশীগংগা ইউনিয়ন
তুলশীগংগা ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
তুলশীগংগা | |
---|---|
ইউনিয়ন | |
তুলশীগংগা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে তুলশীগংগা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°১′১৭″ উত্তর ৮৯°৭′৫৪″ পূর্ব / ২৫.০২১৩৯° উত্তর ৮৯.১৩১৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | জয়পুরহাট জেলা |
উপজেলা | ক্ষেতলাল উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ বজলুর রহমান খান |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাতুলশীগংগা ইউনিয়ন থেকে ক্ষেতলাল উপজেলার দুরত্ব ০.৫০কিঃমিঃ। এবং মুনঝার বাজার থেকে তুলশীগংগা ইউনিয়ন পরিষদের দুরত্ব-৩কিঃমিঃ।
ইতিহাস
সম্পাদনা২০১০ সালে উক্ত ইউনিয়ন পরিষদ ক্ষেতলাল সদর থেকে আলাদা হয়ে নিজস্ব ইউনিয়ন হিসেবে আত্মপ্রকাশ করে । ইউনিয়ন পরিষদের নামকরণ করেন আব্দুল মজিদ মোল্লা।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাতুলশীগংগা ইউনিয়নের ওয়ার্ড সংখ্যা ১২টি।
ধর্মীয় প্রতিষ্ঠান
সম্পাদনাক্রম নং. | শিরোনাম | প্রতিষ্ঠানের ধরণ |
---|---|---|
০১ | চন্ডিপুর ঈদগাহ মাঠ | ঈদগাহ |
০২ | আটি হিন্দু পাড়া মন্দির | মন্দির |
০৩ | ইকড়গাড়া হিন্দু পাড়া মন্দির | মন্দির |
০৪ | ঘুগইল দীঘি পাড়া বায়তননূর জামে মসজিদ | মসজিদ |
০৫ | তালশন নয়াপাড়া ওয়াক্তিয়া মসজিদ | মসজিদ |
০৬ | দাশড়া উত্তর পাড়া জামে মসজিদ | মসজিদ |
০৭ | দাশড়া খানপাড়া পাড়া জামে মসজিদ | মসজিদ |
০৮ | দাশড়া মনঝার ঈদগাহ | ঈদগাহ |
০৯ | দাশড়া মালীগাড়ী জামে মসজিদ | মসজিদ |
১০ | মনঝার এতিমখানা | এতিমখানা |
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান- মোঃ বজলুর রহমান খান।
সংগঠন
সম্পাদনা- ক্রীড়া সংগঠন
- ইকগাড়া একাদশ ক্লাব।
- তালশন একাদশ ক্লাব।
- সরদার একাদশ ক্লাব।
- জমিদারপাড়া একাদশ ক্লাব।
- মণ্ডলপাড়া একাদশ ক্লাব।
- ঠুন্ঠুনিয়া একাদশ ক্লাব।
- নলপুকুর একাদশ ক্লাব।
- গুচ্ছপাড়া একাদশ ক্লাব।
- সাংস্কৃতিক সংগঠন
- ব্যাকশিল্পী গোষ্ঠী।
এছাড়াও বিভিন্ন এনজিও সমূহ মাঝে মাঝে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে নাটিকা, সংগীতানুষ্ঠান ইত্যাদি প্রচার করে থাকে।
- পেশাজীবি সংগঠন
- নিজেরা করি ভূমিহীন সংগঠন।
- মনঝারজেলে সমবায় সমিতি।
- ইকগাড়াযুব উন্নয়ন সমিতি।
- উপজেলা কৃষক সমিতি।
অর্থনীতি
সম্পাদনাবেসরকারী প্রতিষ্ঠান
সম্পাদনা- এনজিও
- জি আর ডি এম–বেসরকারী সংস্থাটি তুলশীগংগা ইউনিয়নের জনগনকে আর্থিক ভাবে সহায়তা প্রদানের জন্য শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্র ঋণসহ বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে।
- বীমা
- ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ।
- পপুলার লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ।
- আল আরাফাহ ইসলামী ইন্সুরেন্স কোঃ অপারেটিভ লিঃ।
- আল বারাকা লাইফ ইন্সরেন্স লিঃ।
- ইসলামী ব্যাংক ইন্সুরেন্স শাখা।
- প্রগতি লাইফ ইন্সুরেন্স লিঃ।
- জীবন বীমা কর্পোরেশন।
- বায়রা লাইফ ইন্সুরেন্স লিঃ।
- আমেরিকান লাইফ ইন্সুরেন্স লিঃ।
- পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ।
এ সকল বীমা প্রতিষ্ঠান সমূহ ইউনিয়নে তাদের শাখা অফিস, এজেন্ট এবং বুথ দ্বারা তাদের কার্যক্রম পরিচালনা করছে।
- ব্যাংক
বর্তমানে সরকারি বা বেসরকারী কোন ব্যাংক তুলশীগংগা ইউনিয়নে কার্যক্রম নেই। বিদেশ থেকে রেমিটেন্স এর জন্য ডাচ বাংলা এবং ট্রাষ্ট ব্যাংক ইতিমধ্যেই কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "তুলশীগংগা ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২১ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২০।
- ↑ "ক্ষেতলাল উপজেলা"। বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ২১ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২০।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |