তুরস্ক সময়

(তুরস্কে সময় থেকে পুনর্নির্দেশিত)

তুরস্ক সময় ইউটিসি+০৩:০০ বছরব্যাপী পালন করা হয়ে থাকে। এই সময়টিকে তুরস্ক সময় (টিআরটি) বা তুর্কি সাতি লে (টিএসআই)-ও বলা হয়।[] এই সময়টি বর্তমানে আরব মান সময়, অধিকতর-পূর্ব ইউরোপীয় সময় এবং মস্কো সময় অঞ্চলের সময়ের সমান। তুরস্ক সময়কে ২০১৬ সালের ৮ই সেপ্টেম্বর তারিখে তুরস্ক সরকার গ্রহণ করেছিল।[] এটি ২০১৭ সালের অক্টোবর মাসে ইইটিতে ফিরে না আসা পর্যন্ত তুর্কি প্রজাতন্ত্রের উত্তর সাইপ্রাসে ব্যবহার করা হয়েছিল।[][]

ইউরোপের সময় অঞ্চল:
হালকা নীল পশ্চিম ইউরোপীয় সময় / গ্রীনিচ মান সময় (ইউটিসি)
নীল পশ্চিম ইউরোপীয় সময় / গ্রীনিচ মান সময় (ইউটিসি)
পশ্চিম ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় / ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় / আইরিশ প্রমাণ সময় (ইউটিসি+১)
গোলাপী কেন্দ্রীয় ইউরোপীয় সময় (ইউটিসি+১)
কেন্দ্রীয় ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় (ইউটিসি+২)
হলুদ পূর্ব ইউরোপীয় সময় / কালিনিনগ্রাদ সময় (ইউটিসি+২)
গাঢ় হলুদ পূর্ব ইউরোপীয় সময় (ইউটিসি+২)
পূর্ব ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় (ইউটিসি+৩)
হালকা সবুজ অধিকতর-পূর্ব ইউরোপীয় সময় / মিন্‌স্ক সময় / ইউটিসি+৩ / তুরস্ক সময় (ইউটিসি+৩)
হালকা রঙ নির্দেশ করে যেখানে প্রমাণ সময় সমস্ত বছর পালন করা হয়; গাঢ় রং নির্দেশ করে যেখানে একটি গ্রীষ্মকালীন সময় পালন করা হয়।
মধ্যপ্রাচ্যের সময়
    ইউটিসি+০২:০০ মিশর মান সময়
    ইউটিসি+০২:০০

ইউটিসি+০৩:০০
পূর্ব ইউরোপীয় সময় /
ইসরায়েল মান সময় /
ফিলিস্তিন সময়
পূর্ব ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় /
ইসরায়েল গ্রীষ্মকালীন সময় /
ফিলিস্তিন গ্রীষ্মকালীন সময়
    ইউটিসি+০৩:০০ তুরস্ক সময়
আরব মান সময়
    ইউটিসি+০৩:৩০ ইরান মান সময়
    ইউটিসি+০৪:০০ উপসাগরীয় মান সময়
মান সময় সারা বছর পালন করা হয়
দিবালোক সংরক্ষণ সময় পালন করা হয়

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Time Zones - Istanbul"timeanddate.com। নভেম্বর ২৫, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১১, ২০১৬ 
  2. "Time and Date - Istanbul, Turkey" 
  3. "Turkish Time (TRT)" 
  4. "Saatler geri alınıyor!"Yeni Düzen। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৭