তুণ্ড বৃদ্ধির প্রতিক্রিয়া
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(জুন ২০১৮) |
তুণ্ড বৃদ্ধির প্রতিক্রিয়া একাডেমিক মহলে (ইংরেজিঃ Proboscis extension reflex) বা PER নামে পরিচিত। এটি পতঙ্গের (যেমনঃ মৌমাছি) একধরনের উপাঙ্গ যা বৃদ্ধিতে সক্ষম। শুঙ্গ বা এন্টেনাতে যখন উদ্দীপনা তৈরী হয়; তখন তার প্রতিক্রিয়ায় তুণ্ড বা প্রবোস্কিস বের হয়ে আসে। মৌমাছির শুঙ্গ যখন চিনির দ্রবনকে (যেমনঃ মধু) স্পর্শ করে, তখন এই তুণ্ড বের হয়ে সেই দ্রবণ চোষণ করে।
পিইয়ারের ব্যবহার
সম্পাদনাপ্রবোস্কিস এক্সটেন্সন প্রতিক্রিয়া পতঙ্গের খাদ্য গ্রহণের স্বভাবের অংশ। যখন শুঙ্গ চিনির দ্রবনের স্পর্শ পায়; তখন তা উদ্দীপ্ত হয় এবং স্বয়ংক্রিয় ভাবে তুণ্ড সেই দ্রবন পান করতে বের হয়ে আসে।[১] এই তুণ্ড বৃদ্ধি প্রতিক্রিয়া মৌমাছি ও ভ্রমরের জন্য সমাজে শিখন হিসেবে ব্যবহৃত হয়। এক্ষেত্রে পাভলভীয় পরিস্থিতি একটা সহজ উদাহরণ হিসেবে কাজ করে।[২]