তুজুক ই তৈমুরী
তুজুক ই তৈমুরী (তথা ”মালফুযাত-ই তিমুরি” : ইং Malfuzat-i Timuri) সম্রাট তৈমুর রচিত আত্মজীবনীমূলক ঐতিহাসিক গ্রন্থ। সম্রাটের নির্দেশে তারই নিকট থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত নিয়ে বিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তিদের দিয়ে এই গ্রন্থ রচনা করা হয়েছিল। এই গ্রন্থে সম্রাটের সাত বছর বয়স থেকে জীবনের শেষ দিন পর্যন্ত বর্ণিত আছে। যেমন সর্বশেষে লেখা আছেঃ
“ | শা’বান মাসের ১৭ তারিখ (১৪০৫ খ্রিস্টাব্দের ১৯শে মার্চ) আল্লাহ্’র নামনেওয়ার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি এবং সর্বশক্তিকমান ও মহামহিম সৃষ্টিকর্তার হাতে আমার পবিত্র আত্মা সঁপে দেই। | ” |
সম্রাট তৈমুরের-এর আমলে গ্রন্থটি চাগতাই তুর্কী ভাষায় রচিত। ইয়েমেন থেকে বইটি সংগ্রহের পর এটি ফার্সী ভাষায় অনুবাদ করেন আবু তালেব হোসেইনী। মোঘল সম্রাট শাহজাহানের আমলে এটি দ্বিতীয় দফা ফার্সিতে অনুবাদ করা হয়। এবার অনুবাদ করেন মোহাম্মদ আফজল বোখারী। এটি ইংরেজি ভাষায় অনুবাদ করেন চার্লস স্টুয়ার্ট।[১][২]
পাদটীকা
সম্পাদনাইংরেজি অনুবাদের প্রচ্ছদে লেখা আছে:
“ | The Mulfuzat Timury, or Autobiographical memoirs of the Moghul Emperor Timur, written in the Jagtay Turky language, turned into Persian by Abu Talib Hussyny and translated into English by Charles Stewart. Printed for the Oriental Translation Committee, and sold by J. Murray [etc.], 1830. | ” |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Memoirs of an Islamist - Timur
- ↑ "Text in English" (পিডিএফ)। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৪।