তিভের
তিভের রাশিয়ার তিভের প্রদেশের একটি শহর এবং প্রশাসনিক কেন্দ্র। এই শহরটি ভলগা নদীর তীরে অবস্থিত এবং এর মধ্য দিয়ে আরো বয়ে গেছে তিভেরেত'ছা এবং তিমাকা নদী। রাশিয়ার রাজধানী মস্কো থেকে তিভের শহর ১৭৭.৬ কিলোমিটার দূরে অবস্থিত।
তিভের শহর স্থাপিত হয় ১১৩৫ সালে। ১২৪৭ সালে এই শহরকে তিভের রাজ্যের কেন্দ্র বানানো হয়।