তিতলি (২০০২-এর চলচ্চিত্র)
ঋতুপর্ণা ঘোষ পরিচালিত ২০০২ এর চলচ্চিত্র
তিতলি ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ভারতীয় বাংলা চলচ্চিত্র, যাতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অপর্ণা সেন ও কঙ্কনা সেন শর্মা।
তিতলি | |
---|---|
পরিচালক | ঋতুপর্ণ ঘোষ |
প্রযোজক | সুনীল শর্মা |
শ্রেষ্ঠাংশে | মিঠুন চক্রবর্তী অপর্ণা সেন কঙ্কনা সেন শর্মা |
পরিবেশক | এঞ্জেল ভিডিও |
মুক্তি | ২০০২ |
ভাষা | বাংলা |
গল্প
সম্পাদনাচলচ্চিত্রটি একটি কিশোরীর (কঙ্কনা সেন শর্মা) বেড়ে ওঠা, কিশোরকালীন সংবেদনশীলতা এবং মা-মেয়ে মধ্যে সম্পর্ক এবং বোঝাবুঝি নিয়ে রচিত।
অভিনয়
সম্পাদনা- মিঠুন চক্রবর্তী - রহিত রায়
- অপর্ণা সেন - ঊর্মিলা চট্টোপাধ্যায়
- কঙ্কনা সেন শর্মা - তিতলি (তিলোত্তমা চট্টোপাধ্যায়)
- দিপঙ্কর দে - ঊর্মিলার স্বামী
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে তিতলি (ইংরেজি)
বাংলা চলচ্চিত্র বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |