তিউনিশীয় ফুটবল ফেডারেশন
তিউনিসীয় ফুটবল ফেডারেশন (আরবি: الجامعة التونسية لكرة القدم, ফরাসি: Fédération Tunisienne de Football, ইংরেজি: Tunisian Football Federation; এছাড়াও সংক্ষেপে টিএফএফ নামে পরিচিত) হচ্ছে তিউনিসিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৩ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর তিউনিসিয়ার রাজধানী তিউনিসে অবস্থিত।
ক্যাফ | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৫৭[১] |
সদর দপ্তর | তিউনিস, তিউনিসিয়া |
ফিফা অধিভুক্তি | ১৯৬০[১] |
ক্যাফ অধিভুক্তি | ১৯৬০ |
সভাপতি | ওয়েডি জেরি |
সহ-সভাপতি | ওয়াসেফ জেলাইল |
ওয়েবসাইট | www |
এই সংস্থাটি তিউনিসিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে তিউনিসীয় পেশাদার লীগ ১, তিউনিসীয় কাপ এবং তিউনিসীয় সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে তিউনিসীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ওয়েডি জেরি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওয়াজদি আওয়াদি।
কর্মকর্তা
সম্পাদনা- ১১ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | ওয়েডি জেরি |
সহ-সভাপতি | ওয়াসেফ জেলাইল |
সাধারণ সম্পাদক | ওয়াজদি আওয়াদি |
কোষাধ্যক্ষ | ইব্রাহিম আবিদ |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | বুসাইরি বুজলেল |
প্রযুক্তিগত পরিচালক | সঘাইয়ের জুইতা |
ফুটসাল সমন্বয়কারী | চাবানে কাফার |
জাতীয় দলের কোচ (পুরুষ) | মন্ধার কেবাইয়ের |
জাতীয় দলের কোচ (নারী) | |
রেফারি সমন্বয়কারী | আওয়াজ ত্রাবেলসি |
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ফরাসি)
- ফিফা-এ তিউনিশীয় ফুটবল ফেডারেশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ জুন ২০১৮ তারিখে (ইংরেজি)
- ক্যাফ-এ তিউনিশীয় ফুটবল ফেডারেশন (ইংরেজি)