তাহরীকে দেওবন্দ

মুশতাক আহমদের বই

তাহরীকে দেওবন্দ দেওবন্দ আন্দোলনের ইতিহাস, ঐতিহ্য ও অবদান নিয়ে বাংলা ভাষায় রচিত মুশতাক আহমদের একটি ইতিহাস বিষয়ক বই। শান্তিধারা প্রকাশনী থেকে বইটি প্রথম প্রকাশিত হয়। এটি জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের স্নাতক শ্রেণির পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত।[]

তাহরীকে দেওবন্দ
নতুন সংস্করণের প্রচ্ছদ
লেখকমুশতাক আহমদ
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
বিষয়দেওবন্দ আন্দোলন
ধরনইতিহাস
প্রকাশকশান্তিধারা প্রকাশনী
মিডিয়া ধরনশক্তমলাট
পৃষ্ঠাসংখ্যা২৭০
২৯৭.৮

বিষয়বস্তু

সম্পাদনা

বইটির আলোচ্য বিষয় মোট ১০টি অধ্যায়ে বিভক্ত। অধ্যায় অনুযায়ী আলোচ্য বিষয়:[]

প্রথম অধ্যায়

সম্পাদনা

দেওবন্দ আন্দোলনের পটভূমি: সূচনা - তাজদীদ ও সংস্কার আন্দোলন - সংস্কার আন্দোলনের প্রকৃতি - সংস্কার আন্দোলনের গুরুত্ব - অন্যান্য ধর্মে সংস্কার কার্য না থাকার পরিণাম - ইসলামে সংস্কার ও পুনর্গঠন আন্দোলনের ধারাবাহিকতা - উমর ইবনে আব্দুল আযীয - হাসান বসরী - মুহাদ্দিসীন ও ফুকাহা - ইমাম আহম্মদ ইবনে হাম্বল - ইমাম আবুল হাসান আশআরী - ইমাম আবু হামিদ গাযালী - আব্দুল কাদের জিলানী - ইবনুল জাওয়ী - গাজী সালাহ উদ্দীন আইয়ুবী - ইজ্জুদ্দীন ইবনে আব্দুস সালাম - মোঙ্গলীয়দের বর্বর আক্রমণ - মাওলানা জালালুদ্দীন রূমী - ইবনে তাইমিয়া - উপমহাদেশের প্রতি ইলমের নতুন সফর - হিজরী প্রথম সহস্রের সমাপ্তি ও কুংস্কারের চূড়ান্ত বিকাশ - মুজাদ্দিদে আলফেসানী - সংস্কার আন্দোলন - বিশ্ব পরিস্থিতির নতুন মোড় - যুগের অনিবার্য দাবি ও দেওবন্দ আন্দোলনের সূচনা।

দ্বিতীয় অধ্যায়

সম্পাদনা

দেওবন্দ আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস: দেওবন্দ আন্দোলনের পরিচিতি ও পরিধি - প্রতিষ্ঠা লাভ ও ধারাবাহিক অগ্রগতি।

হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিসে দেহলবী: পতনোন্মুখ মুসলিম সমাজে শাহ ওয়ালীউল্লাহর তাজদীদী ও এসলাহী উদ্যোগ - আকীদার সংশোধন ও কুরআনের প্রতি মানুষকে আহবান - হাদীস ও সুন্নতের ব্যাপক প্রচার প্রসার - যুক্তিপূর্ণ ব্যাখ্যার আলোকে ইসলামী শরীয়তকে একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন রূপে উপস্থাপন - খোলাফায়ে রাশেদুনের খেলাফত সম্পর্কে সংশয় নিরসন এবং ইসলামে খেলাফত ব্যবস্থার আবশ্যকতা ও উপকারিতা উপস্থাপন - রাজনৈতিক অস্থিরতা ও দুর্যোগের কবল থেকে মুসলিম শাসনকে রক্ষাকল্পে জিহাদী ভূমিকা গ্রহণ - সমাজের সর্ব শ্রেণীর মানুষকে হিদায়াতের প্রতি আহ্বান - তরবিয়্যাত ও প্রশিক্ষণ দানের মাধ্যমে ভবিষ্যত আন্দোলনের যোগ্য ব্যক্তি গঠন - আন্দোলনের পরিচালনার মারকায ও পদ্ধতি - ওয়ালীউল্লাহী আন্দোলনের ক্রম অগ্রগতি।

ইমাম হযরত শাহ আব্দুল আযীয মুহাদ্দিসে দেহলবী: ওয়ালীউল্লাহী আন্দোলনে গতির সঞ্চার - ইলমে কুরআনের প্রচার ও প্রসার - ইলমে হাদীসের উন্নতি ও প্রচলন দান - হকের প্রতিষ্ঠা ও বাতিলের খণ্ডন - রূহানিয়াতের প্রশিক্ষণ দান ও কর্মী বাহিনী গঠন - সর্বসাধারণের মাঝে সচেতনতা ও জাগরণ সৃষ্টি - স্বাধীনতা সংগ্রামের নতুন দিগন্ত উন্মোচন।

ভারতবর্ষে রাজনৈতিক বিশৃংখলা ও ইংরেজ শক্তির উত্থান: মুসলিম শাসনের পরিপূর্ণতা লাভ ও ক্রমান্বয়ে পতনের সূচনা - উচ্চাভিলাষী ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির উত্থান ও প্রতিষ্ঠার লড়াই - সাম্রাজ্যবাদী ইংরেজের ক্রম আগ্রাসন - দেশীয় শক্তিসমূহের পতন ও ইংরেজদের একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠা।

উপমহাদেশে স্বাধীনতা আন্দোলনের সূচনা: শাহ আবদুল আযীযের কৃতিত্ব - যুগের সন্ধিক্ষণ - দারুল হরব ফতওয়া দান ও স্বাধীনতা সংগ্রামের ভিত্তি স্থাপন - সম্মিলিত শক্তিতে প্রতিরোধের উদ্যোগ - সশস্ত্র যুদ্ধের আয়োজন ও হযরত শহীদকে দায়িত্বে নিয়োগ

আমিরুল মুজাহিদীন হযরত সায়্যেদ আহমদ শহীদের জিহাদী তৎপরতা: প্রথম সফর - দ্বিতীয় সফর - ইমাম হযরত আব্দুল আযীযের ওফাত - হযরত শহীদের তৃতীয় সফর - অস্থায়ী সরকার গঠন- অস্থায়ী ইসলামী সরকারের বিরুদ্ধাচরণ ইংরেজদের ষড়যন্ত্র বিস্তার ও ওহাবী অপবাদ প্রচার - বালাকোট যুদ্ধ ও হযরত বেরলবীর শাহাদত বালাকোট যুদ্ধোত্তর তৎপরতা।

ইমাম শাহ মোহাম্মদ ইসহাক দেহলবী।

হযরত শাহ আব্দুল গনী মুজাদ্দেদী।

আমীরুল মুজাহিদীন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী: বিশুদ্ধ তাসাউফের দীক্ষাদান - আযাদীর জন্য প্রত্যক্ষ সংগ্রামে অবতরণ - অস্থায়ী সরকার গঠন - শামেলীর যুদ্ধ- বিপ্লবের কঠিন পরিণতি - ইসলামী শিক্ষা ও সভ্যতার উপর সরাসরি আক্রমন।

আল ইমাম হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতবী: দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা- ব্যক্তিগঠনের উদ্যোগ।

ইমামে রব্বানী কুতবুল ইরশাদ রশীদ আহমদ গাংগুহী।

আমীরুল মুজাহিদীন শায়খুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি: মননশীল বিপ্লবী চেতনার সর্বাত্মক বিস্তার ও ব্যক্তি গঠন - স্বাধীনতার জন্য প্রত্যক্ষ সংগ্রাম আন্দোলনের মূলনীতি ও শায়খুল হিন্দের অনুভূতি আন্তদেশে শায়খুল হিন্দের তৎপরতা - সীমান্ত অঞ্চলে তৎপরতা - রেশমী চিঠির মামলা - হাজী তুরুঙ্গ জুয়ীর নেতৃত্বে যুদ্ধ - তুর্কী মন্ত্রীবর্গের সঙ্গে হযরত শায়খুল হিন্দের বৈঠক - মাল্টার কারাগারে পরবর্তীকালে ওয়ালীউল্লাহী জামাত - স্বাধীনতার লক্ষ্যে বৃহত্তর ঐক্য সমর্থন - দ্বিতীয় মহাযুদ্ধোত্তর রাজনৈতিক পরিস্থিতি - জমিয়তের উলামার বিভক্তি ও পাকিস্তান গঠন - তাৎপর্যপূর্ণ পরিণাম।

তৃতীয় অধ্যায়

সম্পাদনা

দারুল উলূম দেওবন্দ: প্রাসঙ্গিক আলোচনা - দেওবন্দ শহরের ভৌগোলিক অবস্থান - দেওবন্দ আন্দোলনের পূর্বে উপমহাদেশে ইসলামী শিক্ষা - দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও কারণসমূহ।

দেওবন্দ শহরে দারুল উলূমের প্রতিষ্ঠা ও আকাবিরে সিত্তাহ: হুজ্জাতুল ইসলাম হযরত কাসেম নানুতবী - হাজী সায়্যেদ মোমহম্মদ আবিদ হোসাইন - হযরত মাওলানা রফীউদ্দীন - হযরত মাওলানা ইয়াকুব নানুতবী - হযরত মাওলানা যুলফিকার আলী - হযরত মাওলানা ফযলুর রহমান উসমানী - হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী - ইমামে রব্বানী হযরত রশীদ আহমদ গাঙ্গুহী - দারুল উলূম দেওবন্দের উদ্দেশ্য ও লক্ষ্য - দারুল উলুম দেওবন্দের বৈশিষ্ট্য - দারুল উলুম দেওবন্দ একটি এলহামী মাদ্রাসা - দারুল উলুম দেওবন্দের মিজায ও প্রকৃতি - দারুল উলুম দেওবন্দের মাসলাক ও দৃষ্টিভঙ্গি - মাসলাকে দারুল উলুমের মূলনীতি।

চতুর্থ অধ্যায়

সম্পাদনা

দারুল উলূম দেওবন্দ: প্রাতিষ্ঠানিক আলোচনা - উসুলে হাশতাগানা বা বুনিয়াদী অষ্ট কর্মনীতি - দারুল উলুম দেওবন্দের নেযামে তালীম - নেসাবে তালীফ নেসাবে তালীমের ইতিহাস - দারুল উলুমের নেসাবে তালীম - দেওবন্দ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য ও অবদান - দেওবন্দ কেন্দ্রিক শিক্ষা বিস্তার আন্দোলনের সম্প্রসারণ - দারুল উলুম দেওবন্দের পরিচালনা পদ্ধতি ও তার সংক্ষিপ্ত ইতিহাস - দারুল উলুম দেওবন্দের অবদান।

পঞ্চম অধ্যায়

সম্পাদনা

খ্যাতনামা উলামায় কেরাম: হযরত শায়খুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি - হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানবী - আল্লামা সায়্যেদ আনোয়ার শাহ কাশ্মীরী - শায়খুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মাদানী - মুবাল্লিগে ইসলাম মাওলানা মোহাম্মদ ইলয়াস দেহলবী - হাকিমুল ইসলাম হযরত মাওলানা কারী মোহাম্মদ তায়্যিব - আরও অন্যান্য মানীষী।

ষষ্ঠ অধ্যায়

সম্পাদনা

বাংলাদেশে দেওবন্দ আন্দোলন বিস্তার: দেওবন্দ আন্দোলন বিস্তারের প্রাক্কালে বাংলাদেশ - বাংলাদেশে ইসলামের আগমন - বঙ্গদেশে মুসলিম শাসনের যুগ - মুসলিম শাসনামলে ইসলামের ব্যাপক প্রচার - ইংরেজ সাম্রাজ্যবাদের যুগে বঙ্গদেশ।

বাংলাদেশে দেওবন্দ আন্দোলন সূচিত হওয়ার প্রেক্ষাপট: ইংরেজদের বৈরী মনোভাব প্রদর্শন ও কুটিল ষড়যন্ত্র - হিন্দু জমিদারদের নির্যাতন - হিন্দুয়ানী সভ্যতার অনুপ্রবেশ - শিরক বিদআতের সয়লাব।

বাংলাদেশে ওয়ালীউল্লাহী আন্দোলনের প্রতিষ্ঠা লাভ: প্রাথমিক পর্যায় - সংস্কারমূলক চেতনার প্রচার - চূড়ান্ত পর্যায় - সংস্কারমূলক চেতনার পূর্ণ প্রতিষ্ঠা লাভ।

বাংলাদেশে কওমি তথা দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠার ক্রমবিকাশ: দেওবন্দ আন্দোলনের বিস্তার - পূর্বকালে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা - বাংলাদেশে দেওবন্দি মাদ্রাসা স্থাপনের সূচনা ও বিকাশ কাওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন - বেফাকুল মাদারিসের উদ্দেশ্য ও লক্ষ্য - কওমি শিক্ষা বোর্ড বেফাক কর্তৃক গৃহীত কর্মসূচী।

সপ্তম অধ্যায়

সম্পাদনা

আকাবির ও উলামায়ে দেওবন্দের অবদান: আকাবির ও উলামায়ে দেওবন্দ বলতে কাদেরকে বোঝায় - উলামায়ে দেওবন্দের অবদান - খৃষ্টান মিশনারীদের ছোবল থেকে জাতিকে রক্ষা করা - হিন্দু ও আর্য সমাজীদের ফিতনা দমন - কাদিয়ানী ফিতনার ষড়যন্ত্রজাল উন্মোচন - শিয়া মতাদর্শের গোমরাহী থেকে মুসলিম জাতিকে রক্ষা করা - বিদআতের সয়লাব প্রতিরোধ - অরিয়েন্টালিস্ট ফিতনার মুকাবিলা - বাতেনীদের অপব্যাখ্যা আন্দোলনের সূচনা - ন্যাচারী বা প্রকৃতিবাদী ফিতনার মুকাবিলা - পারভেজ পরিচালিত ইনকারে হাদিস ফিতনার মুকাবিলা - মাহদুরী ও যিকরী ফিতনার মুকাবিলা - বিশ্ব-ঈশ্বরী ফিতনার মুকাবিলা - খাকছারী ফিতনার মুবাবিলা - মওদূদী ফিতনার মুকাবিলা।

অষ্টম অধ্যায়

সম্পাদনা

আকাবির ও উলামায়ে দেওবন্দের ইতিবাচক অবদান: ইসলামী জ্ঞান দর্শনের বিপুল উন্নতি সাধন - ইলমে হাদিসের প্রভূত উন্নতি সাধন - ইলমে তাফসীরের প্রসারতা বিধান - ফিকাহ শাস্ত্রে উলামায়ে দেওবন্দের অবদান - কালাম শাস্ত্রে উলামায়ে দেওবন্দ - প্রাচীন আরবী সাহিত্যের সংরক্ষণ - সীরাত ও ইতিহাস রচনায় উলামায়ে দেওবন্দ - অন্যান্য শাস্ত্রের উন্নতি সাধন - দীনী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন - সর্বস্তরের মানুষের কাছে ইলম ও হিদায়াতের আলো পৌঁছানো তাসাউফ ও সুলুক - দাওয়াত ও তাবলীগ - সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বিবিধ তৎপরতা।

নবম অধ্যায়

সম্পাদনা

দেওবন্দ আন্দোলনে রুষ্ট শ্রেণীর তৎপরতা: ক্ষমতাসীন ইংরেজ সরকার দেশীয় কায়েমী স্বার্থপর শ্রেণী - ধর্ম ব্যবসায়ী অজ্ঞ বিদআতী শ্রেণী - উলামায়ে সু তথা বিভ্রান্ত আলিম সমাজ।

দশম অধ্যায়

সম্পাদনা

দেওবন্দ আন্দোলন বনাম ওহাবী আন্দোলন: সূচনা - আরব ভূখণ্ডে ওহাবী শক্তির উত্থান - শায়খ মুহাম্মদ ইবনে আবদুল ওহহাব - ওহাবী আন্দোলনের বিকাশ - ওহাবীদের ব্যাপারে মুসলিম গণমানসে বিদ্বেষ সূচিত হওয়ার কারণ - বৃটিশের দ্বিমুখী কর্মনীতি ও ষড়যন্ত্র - দেওবন্দ আন্দোলনকে ওহাবী আন্দোলন আখ্যা দানে হান্টারের কৃতিত্ব - উপমহাদেশীয় মুজাহিদ আন্দোলনকে ওহাবী আন্দোলন বলা একান্ত ভিত্তিহীন দাবি - আকীদা ও চিন্তাধারার ক্ষেত্রে ওহাবী আন্দোলন ও দেওবন্দ আন্দোলনের ব্যবধান।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা