তাহরির চত্বর
(তাহরির স্কয়ার থেকে পুনর্নির্দেশিত)
তাহরির চত্বর (আরবি: ميدان التحرير Mīdān at-Taḥrīr, মিশরীয় আরবি: meˈdæːn ettæħˈɾiːɾ) মিশরের রাজধানী কায়রোর ডাউন-টাউনে অবস্থিত একটি মিলনকেন্দ্র ও চত্বর। এটি "শহীদ চত্বর" নামেও পরিচিত।
ইতিহাস
সম্পাদনাএই চত্বরটি ১৯শতকের ডাউন-টাউন জেলার 'প্যারিস অন দ্যা নাইল'-এর রূপকার খিদিভ ইসমাইল-এর নামানুসারে "ইসমালিয়া চত্বর" (ميدان الأسماعيليّة Mīdān al-Ismā‘īliyyah) হিসেবেই প্রতিষ্ঠিত হয়। এই চত্বরটি ১৯১৯ সালের মিশর বিপ্লব-এর পর সর্বপ্রথম "তাহরির চত্বর" বা মুক্ত চত্বর" নামে পরিচিত লাভ করলেও তখন এই বিষয়ে কোনো সরকারিভাবে পুনঃনামকরণ করা হয়নি; কিন্তু রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রে উত্তোরনের ১৯৫২ সালের মিশর বিপ্লব-এর পর এটিকে পরিবর্তন করা হয়। এই চত্বরটি ২০১১ সালের মিশর বিপ্লব-এর সময় সবার মনোযোগের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়।[১]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Vatikiotis, Panayiotis J. (১৯৯৭)। The Middle East: From the End of Empire to the End of the Cold War। Routledge। পৃষ্ঠা 194।
বহি:সংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে তাহরির চত্বর সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: ইমেজ শো
- আইফোন তাহরির চত্বর এপ
- ব্লাকবেরী তাহরির চত্বর এপ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ জুলাই ২০১১ তারিখে