তাহমিদুর রহমান
বাংলাদেশী দাবাড়ু
তাহমিদুর রহমান (জন্ম ৭ নভেম্বর ১৯৬৩) হলেন একজন বাংলাদেশী দাবা ফিদে মাস্টার, বাংলাদেশী দাবা চ্যাম্পিয়নশিপ বিজয়ী (১৯৯০), দাবা অলিম্পিয়াডে ব্যক্তিগত স্বর্ণপদক বিজয়ী (১৯৮৮)।
তাহমিদুর রহমান | |
---|---|
দেশ | বাংলাদেশ |
জন্ম | ৭ নভেম্বর ১৯৬৩ |
খেতাব | ফিদে মাস্টার |
ফিদে রেটিং | ২১৮৮ (নভে ২০২১) |
সর্বোচ্চ রেটিং | ২৩২৫ (জুলাই ১৯৮৬) |
জীবনী
সম্পাদনা১৯৮০-এর দশকের মাঝামাঝি থেকে ১৯৯০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত, তাহমিদুর রহমান ছিলেন বাংলাদেশের নেতৃস্থানীয় দাবা খেলোয়াড়দের একজন। ১৯৯০ সালে, তিনি বাংলাদেশী দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।
তাহমিদুর রহমান দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে খেলেছেন : [১]
- ১৯৮৬ সালে, দুবাইতে ২৭ তম দাবা অলিম্পিয়াডে চতুর্থ বোর্ডে (+৬, =৩, -৩),
- ১৯৮৮ সালে, থেসালোনিকিতে ২৮তম দাবা অলিম্পিয়াডে দ্বিতীয় রিজার্ভ বোর্ডে (+৫, =২, -০) এবং স্বতন্ত্র স্বর্ণপদক জিতেছিলেন,
- ১৯৯০ সালে, নোভি সাডে ২৯তম দাবা অলিম্পিয়াডে তৃতীয় বোর্ডে (+৫, =২, -৫),
- ১৯৯২ সালে, ম্যানিলায় ৩০ তম দাবা অলিম্পিয়াডে চতুর্থ বোর্ডে (+৪, =৪, -১),
- ১৯৯৪ সালে, মস্কোতে ৩১ তম দাবা অলিম্পিয়াডে প্রথম রিজার্ভ বোর্ডে (+২, =০, -৫)।
তাহমিদুর রহমান পুরুষ এশিয়ান দল দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলেছেন: [২]
- ১৯৮৭ সালে, সিঙ্গাপুরে ৭ম এশিয়ান টিম দাবা চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বোর্ডে (+১, =২, -৪)।
২০০০-এর দশকের গোড়ার দিক থেকে, তিনি খুব কমই দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। [৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "OlimpBase :: Men's Chess Olympiads :: Tahmidur Rahman"। www.olimpbase.org।
- ↑ "OlimpBase :: Men's Asian Team Chess Championship :: Tahmidur Rahman"। www.olimpbase.org।
- ↑ "FIDE rating history :: Rahman, Tahmidur"।
বহিঃসংযোগ
সম্পাদনা- ফিদে সাইটে তাহমিদুর রহমানের রেটিং কার্ড (ইংরেজি)
- চেজগেমস.কমে তাহমিদুর রহমানের দাবাড়ু প্রোফাইল ও খেলাসমূহ (ইংরেজি)
- দাবা খেলার ওয়েবসাইট ৩৬৫চেস.কমে তাহমিদুর রহমান (ইংরেজি)