তালিয়েন মসজিদ
তালিয়েন মসজিদ (সরলীকৃত চীনা: 大连市清真寺; প্রথাগত চীনা: 大連市清真寺; ফিনিন: Dàlián Shì Qīngzhēnsì) চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়েনের চিকাং শহরে অবস্থিত একটি মসজিদ। মসজিদটি ৯৬ নং বেইজিং পৌরজেলাতে অবস্থিত।[১]
তালিয়েন মসজিদ | |
---|---|
চীনা: 大连市清真寺 | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
জেলা | তালিয়েন |
প্রদেশ | লিয়াওনিং |
অবস্থান | |
অবস্থান | চিকাং, তালিয়েন, লিয়াওনিং, চীন |
পৌরসভা | চিকাং |
দেশ | চীন |
স্থানাঙ্ক | ৩৮°৫৪′৫৮.১″ উত্তর ১২১°৩৬′৪৬.২″ পূর্ব / ৩৮.৯১৬১৩৯° উত্তর ১২১.৬১২৮৩৩° পূর্ব |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
স্থাপত্য শৈলী | ইসলামি |
ভূমি খনন | ১৯২২ |
সম্পূর্ণ হয় | ১৯২৫ |
বিনির্দেশ | |
গম্বুজসমূহ | ১ |
মিনার | ৪ |
স্থানের এলাকা | ১,২০০ বর্গমিটার |
ইতিহাস
সম্পাদনা১৯২২ সালে মসজিদ নির্মাণ শুরু হয় এবং ১৯২৫ সালে নির্মাণ কাজ শেষ হয়। ১৯৫৮ সাল থেকে হাজী পাই ইউনশিং (白云兴) মসজিদের ইমামতি করছেন। সাংস্কৃতিক বিপ্লবের সময় থেকে ১৯৭৯ সাল পর্যন্ত মসজিদে নামাজ পড়া বন্ধ ছিল।[২] ১৯৮৯ সালের এপ্রিলে মসজিদের নতুন ভবনের কাজ শুরু হয় এবং ১৯৯০ সালের ২৮শে অক্টোবর নির্মাণ কাজ শেষ হয়।[৩] ২০০৫ সালের হিসেবে মসজিদটি তালিয়েন শহরের দশটি মসজিদের একটি ছিল।[৪]
স্থাপত্য
সম্পাদনামসজিদটি ১,২০০ বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত। মসজিদটি আরব স্থাপত্যশৈলীর আদলে নির্মাণ করা হয়েছে। মসজিদের উপরে বিশাল সবুজ রঙের একটি গম্বুজ আছে। মসজিদের ভবনটি তিনতলাবিশিষ্ট ও ভবনের চার কোণায় চারটি মিনার আছে। ভবনে সাদা ও সবুজ রঙের টালি ব্যবহার করা হয়েছে।[১] প্রথম তলায় গোসলখানা ও অযুখানা; দ্বিতীয় তলায় ইমামদের কার্যালয় এবং থাকারঘর এবং তৃতীয় তলায় পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা নামাজঘর আছে। মসজিদটি একটি ছাত্রাবাস এবং হালাল রেস্তোরাঁ পরিচালনা করে। [৩][৫]
তালিয়েন মেট্রোর শিয়াংলুচিয়াও স্টেশনের দক্ষিণ-পূর্বে হেঁটে যাওয়া যাবে এমন দূরত্বে মসজিদটি অবস্থিত।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Dalian Mosques, Beijing Street Mosque - Muslims in China"। China Highlights (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৫।
- ↑ 大连市清真寺 (চীনা ভাষায়)। Ministry of Culture। ২০০৪-০৬-২৮। ২০১১-০৭-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১১।
- ↑ ক খ "辽宁省清真寺"। www.zjislam.org (চীনা ভাষায়)। ২০২০-০৬-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৫।
- ↑ 宗教概况 (চীনা ভাষায়)। Dalian Ethnic Affairs Commission। ২০১১-০১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৯-১১।
- ↑ "Dalian Mosques, Dalian Masjid, Mosques in Dalian, Masjid in Dalian, Dalian Mosque Guide : Dalian Mosque"। islamichina.com (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৫।