তালহা ইবনে তাহির (طلحة بن طاهر) (মৃত্যু ৮২৮) ছিলেন খোরাসানের তাহিরি গভর্নর। ৮২২ থেকে শুরু করে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি গভর্নর ছিলেন।

তালহা ইবনে তাহির
তাহিরি আমির
রাজত্ব৮২২–৮২৮
পূর্বসূরিতাহির ইবনে হুসাইন
মৃত্যু৮২৮ খ্রিষ্টাব্দ
প্রাসাদতাহির
পিতাতাহির ইবনে হুসাইন
ধর্মইসলাম (সুন্নি)

৮২২ সালে খোরাসানের গভর্নর তাহির ইবনে হুসাইন মারা যান। এরপর তালহা গভর্নর হন।

তালহার শাসনকাল সিস্তানের স্থানীয় খারিজিদের বিরুদ্ধে অভিযানের জন্য বেশি পরিচিত। ৮২৮ সাল পর্যন্ত এই দুপক্ষের মধ্যে লড়াই চলেছে। এই বছর তালহা এবং খারিজিদের নেতা হামজা উভয়ে মারা যান। তালহার পর তার ভাই আবদুল্লাহ ইবনে তাহির গভর্নর হন।

তথ্যসূত্র

সম্পাদনা
পূর্বসূরী
তাহির ইবনে হুসাইন
তাহিরি আমির
৮২২–৮২৮
উত্তরসূরী
আবদুল্লাহ ইবনে তাহির আল-খোরাসানি