তারিখ-ই-শাহী
তারিখ-ই-শাহী দিল্লি ও বাংলার আফগান সুলতানদের উপর রচিত ইতিহাস গ্রন্থ।
লেখক | আহমেদ ইয়াদগার |
---|---|
মূল শিরোনাম | তারিখ-ই-সালাতিন-ই-আফগানা |
দেশ | বাংলা সালতানাত |
ভাষা | ফার্সি |
ধরন | ইতিহাস |
প্রকাশনার তারিখ | ১৫৭২-১৫৭৬ |
প্রকাশ
সম্পাদনা১৫৭২ থেকে ১৫৭৬ সালের মধ্যে বাংলার সুলতান দাউদ খান কররানীর নির্দেশে আফগান লেখক আহমেদ ইয়াদগার এই গ্রন্থ রচনা করেন। গ্রন্থের শিরোনাম ছিল তারিখ-ই-সালাতিন-ই-আফগানা অর্থাৎ আফগান সুলতানদের ইতিহাস। কলকাতার এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল তারিখ-ই-শাহী শিরোনামে গ্রন্থটি প্রকাশ করে। আফগান সুলতানদের সম্পর্কে এই গ্রন্থে লিপিবদ্ধ অনেক তথ্য অন্য কোনো গ্রন্থে পাওয়া যায় না।[১]