তারা সুন্দরী

বাঙালি নাট্য অভিনেত্রী
(তারাসুন্দরী থেকে পুনর্নির্দেশিত)

তারা সুন্দরী একজন বাঙ্গালী মঞ্চ অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী।[] যিনি সম্ভবত ১৮৭৭-১৮৭৮ সালে জন্মগ্রহণ করেন। [] সাত বছর বয়সে বিভিন্ন স্ট্রেটের, স্টার থিয়েটারে চৈতন্যলীলায় বালক রূপে মঞ্চে প্রথম পা রাখেন। তের বছর বয়সে চৈতন্য, গোপী চরিত্রে অভিনয় করেন তিনি।[]

তারা সুন্দরী
জন্ম১৮৭৮
মৃত্যু১৯ এপ্রিল ১৯৪৮
পেশাঅভিনেত্রী, গায়িকা, নৃত্যশিল্পী

তারা সুন্দরী ১৮৭৮ সালে জন্মগ্রহণ করেন। ১৯২২ সালে তার ছেলের মৃত্যু হলে তিনি মঞ্চজগৎ থেকে অবসর গ্রহণ করেন। এরপর তিনি ভুবনেশ্বর গমন করেন এবং সেখানকার একটি আশ্রমে যেয়ে নিজেকে ধর্মকর্মে নিয়োজিত করেন। গিরিশচন্দ্র ঘোষ তাকে মঞ্চজগতে ফির‍তে অনুরোধ করলে তিনি কলকাতায় ফিরে এসে পুনরায় মঞ্চনাটকে কাজ শুরু করেন। অবসর থেকে ফিরে আসার পর তিনি সর্বপ্রথম দুর্গেশনন্দিনী নাটকে অভিনয় করেন। তারা সুন্দরী ১৯৪৮ সালে মৃত্যুবরণ করেন।[]

অভিনয় জীবন

সম্পাদনা

তারা সুন্দরী মাত্র ৭ বছর বয়সে বিনোদিনীর সাহায্যে ১৮৮৪ সালে স্টার থিয়েটারে যোগ দেন। তিনি দিরিশ ঘোষের চৈতন্যলীলা নামের একটি নাটকে নিমাইয়ের চরিত্রে অভিনয় করেন।তারাসুন্দরী সেই নাটকে ছেলের চরিত্রে অভিনয় করেন। প্রথম বালিকা চরিত্রে অভিনয় করেন হারানিধি নাটকে ১৮৯১ সাল থেকে তিনি নায়িকা চরিত্রে অভিনয় শুরু করেন।তিনি ১৮৯৪ সালে চন্দ্রশেখর নাটকে শৈবালিনী চরিত্রে অভিনয় করেন যা তাকে বিশেষ খ্যাতি এনে দেয়। তারাসুন্দরীর অভিনয়ের দক্ষতার জন্য তাকে বলা হত নাট্যসম্রাজ্ঞী।[]

১৮৯৭ সালে তিনি অমরেন্দ্রনাথ দত্তর ক্ল্যাসিক থিয়েটারে যোগ দেন। তিনি সেখানে প্রধান অভিনেত্রীতে পরিণত হন। প্রাথমিকভাবে তিনি অমৃতলাল মিত্রের কাছে অভিনয় শিখেন। ক্লাসিক থিয়েটারে এসে তিনি অমরেন্দ্রনাথ দত্তের কাছ থেকে আরো ভাল তালিম লাভ করেন। তিনি এখানে অনেকগুলো নাটকে অভিনয় করেন এবং বিপুল খ্যাতি অর্জন করেন। ১৯২২ সাল পর্যন্ত তিনি নিয়মিত থিয়েটারে অভিনয় করেছেন।[]

তারা সুন্দরী বহু মঞ্চনাটকে অভিনয় করেছেন। মঞ্চনাটকে অভিনয়ের তিনি দর্শকমহল থেকে প্রশংসা কুড়িয়েছেন।[][] বাংলা মঞ্চনাটকের প্রথম দিকে তিনি শিশির কুমার ভাদুড়ির সাথে কাজ করেছেন।

উল্লেখযোগ্য মঞ্চনাটক

সম্পাদনা
  • চৈতন্য লীলা
  • সরলা
  • চন্দ্রশেখর
  • দুর্গেশনন্দিনী
  • হরিশচন্দ্র
  • রিজিয়া
  • বলিদান
  • জানা
  • শ্রী দুর্গা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Sahni, Rohini; Shankar, V. Kalyan; Apte, Hemant (৯ জুলাই ২০০৮)। Prostitution and Beyond: An Analysis of Sex Workers in India (ইংরেজি ভাষায়)। SAGE Publications India। পৃষ্ঠা 326। আইএসবিএন 9788132100362 
  2. মুরশিদ, গোলাম (২০০৫)। "সুকুমারী থেকে সুচিত্রা"। অন্যদিন ঈদ সংখ্যা ২০০৫। মাজহারুল ইসলাম: ১০6।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য);
  3. "তারা সুন্দরী"দৈনিক ইত্তেফাক। ২৩শে সেপ্টেম্বর,২০০৯। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ই ফেব্রুয়ারি,২০১১  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  4. ওয়াহিদা মল্লিক (২০১২)। "তারাসুন্দরী"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  5. Ramaswamy, Vijaya (১ জানুয়ারি ২০০৩)। Re-searching Indian women (ইংরেজি ভাষায়)। Manohar। পৃষ্ঠা 347। আইএসবিএন 9788173044960