উত্তর তারাবুনিয়া ইউনিয়ন
উত্তর তারাবুনিয়া ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
উত্তর তারাবুনিয়া | |
---|---|
ইউনিয়ন | |
উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে উত্তর তারাবুনিয়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১০′৪″ উত্তর ৯০°২৭′১০″ পূর্ব / ২৩.১৬৭৭৮° উত্তর ৯০.৪৫২৭৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | শরীয়তপুর জেলা |
উপজেলা | ভেদরগঞ্জ উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাউত্তর তারাবুনিয়া বৃহত্তর তারাবুনিয়া থেকে ভাগ হয়ে আলাদা একটি ইউনিয়ন গঠন করে।
এর উত্তরে চাদঁপুর সদর থানার অন্তর্গত চর রাজ রাজেশ্বর অবস্থিত।পূর্বে সরাসরি মেঘনা ও পদ্মা নদীর মাধমে চাদঁপুর থেকে আলাদা হয়েছে।দক্ষিণে দক্ষিন তারাবুনিয়া ও পশ্চিমে পদ্মার শাখা নদীর মাধ্যমে শখিপুর ইউনিয়ন থেকে বিভক্ত হয়েছে।উত্তর তারাবুনিয়ার উল্লেখযোগ্য অঞ্চল গুলো হলো চ্যায়ারম্যান বাজার,মাস্টার ঘাট,নুরুমাঝির বাজার(জলা বাজার)ছুরির চর।এর মোট আয়তন ২১ বর্গ কিলোমিটার।তবে অতীতে উত্তর তারাবুনিয়ার আয়তন অনেক বড় ছিলো। পদ্মা নদীর কড়াল গ্রাসে দশকের পর দশক কমতে থাকে এর আয়তন,ঠিক তেমন ভাবেই বাড়তে থাকে চাদঁপুর রাজ রাজেশ্বর এর আয়তন।
আয়তন ও জনসংখ্যাঃ
সম্পাদনা২১ বর্গকিলোমিটার, ২৫ হাজার প্রায়
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার : ৭১%
শিক্ষা প্রতিষ্ঠানঃ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮ টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২ টি, মাধ্যমিক বিদ্যালয় ১টি, দাখিল মাদ্রাসা ১টি।
দর্শনীয় স্থানঃ
সম্পাদনাদুই তারাবুনিয়ার দেখার মত 'জয় বাংলা ঘাটলা'
চেয়ারম্যান স্টেশন বাজার টু নড়িয়া বাধ (সোনার বাংলা এভিনিউ)[১]
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান- আলহাজ্ব ইউনুস আলী মোল্লা
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | আলহাজ্ব আনোয়ার হোসেন মাঝি (কালো মানিক খ্যাত) | |
০২ | জয়নাল আবেদীন মাঝি (বৃহত্তর তারাবুনিয়া ভারপ্রাপ্ত) | |
০৩ | হাজী মোঃ ইউনুস সরকার | |
০৪ | আলহাজ্ব ইউনুস আলী মোল্লা | |
০৫ | জনাব আক্তার আসামী (প্যানেল চেয়ারম্যান | |
০৬ | ||
০৭ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "উত্তর তারাবুনিয়া ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৩ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২০।
- ↑ "ভেদরগঞ্জ উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ৮ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২০।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |