তারকেশ্বর প্রণয়লীলা
তারকেশ্বর প্রণয়লীলা (অন্যান্য শিরোনাম: তারকেশ্বর যৌন-কেলেঙ্কারী, বা, মোহন্ত-এলোকেশী প্রণয়লীলা) বলতে বোঝানো হয় ১৯-শতকে তৎকালীন ব্রিটিশ রাজ শাসনাধীন কলকাতার জন-সাধারণ্যে বহুল আলোচিত একটি যৌন-কেলেঙ্কারীকে। এটি সংগঠিত হয়েছিলো 'এলোকেশী' নামীয় এক নারী, যিনি নবীন চন্দ্র নামীয় এক সরকারি কর্মচারী স্ত্রী ছিলেন, তার এবং তারকেশ্বরের শিব মন্দিরের প্রধান পুরোহিত (মোহন্ত)-এর মধ্যে।[১][২] এই ঘটনার প্রেক্ষিতে নবীন তার স্ত্রীর শিরোশ্ছেদ করে। পরবর্তীতে ১৮৭৩ সালে তারেকশ্বর হত্যা মামলা নামে একটি আলোড়ন সৃষ্টিকারী বিচার কার্য সম্পন্ন হয় যেখানে স্বামী নবীন এবং মোহন্ত - উভয়কেই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করা হয়।[২]
সংক্ষেপে মূল ঘটনা
সম্পাদনাসাধারণ্যের প্রতিক্রিয়া
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "The Mahant arrives in jail; Tarakeshwar affair"। Official site of Museum। Victoria and Albert Museum। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১১।
- ↑ ক খ Chattopadhyay, Swati (২০০৫)। "Representing sexual transgression"। Representing Calcutta: modernity, nationalism, and the colonial uncanny। Routledge। পৃষ্ঠা 229–237। আইএসবিএন 0-415-34359-3।
বহিঃসংযোগ
সম্পাদনা- কেচ্ছা - আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত রবিবাসরীয় প্রবন্ধ।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |