তারকেশ্বর দস্তিদার

ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব

তারকেশ্বর দস্তিদার (১৯১১ - ১২ জানুয়ারি, ১৯৩৪) ছিলেন ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব।

তারকেশ্বর দস্তিদার
জন্ম
ফুটু

১৯১১
সারোয়াতলী, চট্টগ্রাম, ব্রিটিশ ভারত, (বর্তমান বাংলাদেশ)
মৃত্যু১২ জানুয়ারি, ১৯৩৪
জাতীয়তাব্রিটিশ ভারতীয়
নাগরিকত্বব্রিটিশ ভারত
পরিচিতির কারণচট্টগ্রামের অস্ত্রগার আক্রমণের ব্যক্তি
রাজনৈতিক দলঅনুশীলন সমিতি
আন্দোলনভারতের বিপ্লবী স্বাধীনতা আন্দোলন
পিতা-মাতা
  • চন্দ্রমোহন দস্তিদার (পিতা)

জন্ম ও শিক্ষাজীবন

সম্পাদনা

চন্দ্রমোহন দস্তিদারের পুত্র তারকেশ্বর অবিভক্ত বাংলার চট্টগ্রামের সরোয়াতলীতে জন্মগ্রহণ করেন। বাহ্যিক স্বভাবের দিক থেকে গম্ভীর, তিনি সবার কাছে ফুতুদা নামে পরিচিত ছিলেন। তারকেশ্বর স্কুলের ছাত্র থাকাকালীন মাস্টারদার সংস্পর্শে এসেছিলেন এবং তখন থেকেই তিনি সর্বদা তাঁর ইশারায় এবং কলে ছিলেন।[]

রাজনৈতিক কাজ

সম্পাদনা

যখন তিনি বোমা বানাতে গিয়ে মারাত্মকভাবে আহত হন এবং তীব্র দহন থেকে মুক্তি পেতে মাস্টারদার কাছে মৃত্যুর জন্য আবেদন করেন; পরবর্তীকালে অনন্ত সিংকে তাকে নিরাপদে চিকিৎসা করতে বলেছিলেন। তাই তিনি চট্টোপাধ্যায় বিদ্রোহে অংশ নিতে পারেননি; কিন্তু আন্ডারগ্রাউন্ডে কাজ করতেন। পটিয়া (বর্মা) গ্রামে তিনি ডিআইবি ইন্সপেক্টর শশাঙ্ক ভট্টাচার্যকে (১৬ মার্চ ১৯৩১) গুলি করে হত্যা করেন। ধলঘাটে যখন তাদের আস্তানা পুলিশের আক্রমণের মুখে পড়ে (১৩ জুন ১৯৩২); যখন নির্মলকুমার সেনঅপূর্ব সেন আক্রমণকারী বাহিনীর ক্যাপ্টেনকে হত্যা করে প্রাণ দিয়েছিলেন; মাস্টারদা ও প্রীতিলতা নিরাপদে পালিয়ে না যাওয়া পর্যন্ত তারকেশ্বর তাদের ব্যস্ত রাখতে থাকেন। সূর্য সেনের গ্রেপ্তারের পর (১৬ ফেব্রুয়ারি ১৯৩৩), তারকেশ্বর ভারতীয় বিপ্লবী সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন যতক্ষণ না ১৮ মে কল্পনা দত্ত সাথে উপকূলীয় গ্রাম গহিরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।[] মাস্টারদা সূর্য সেনের সাথে ফাঁসি দিয়ে হত্যা করে।[][][]

মৃত্যু

সম্পাদনা

১৯৩৩ সালের ১৫ জুন এই বিচার শুরু হয় এবং ১৯৩৩ সালের ১৪ আগস্ট বিশেষ ট্রাইব্যুনাল সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদার উভয়কেই মৃত্যুদণ্ড দেয়। মাস্টারদার পক্ষ থেকে কোনো আপিল করা হয়নি; যখন হাইকোর্ট তারকেশ্বর থেকে আপিল প্রত্যাখ্যান করে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ। সংসদ বাঙালি চরিতাভিধান (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ২৬৮। আইএসবিএন 978-8179551356 
  2. Various (২০১৯-০৮-০৫)। AUGUST 2019: FASHIR MONCHE BANGALI। PATRA BHARATI। 
  3. ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, জেলে ত্রিশ বছর, ধ্রুপদ সাহিত্যাঙ্গন, ঢাকা, ঢাকা বইমেলা ২০০৪, পৃষ্ঠা ১৯২।
  4. "ফাঁসিতে ঝুলালেও তাঁকে হত্যা করা যায়নি"। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারী ২০১৮