তামিল তায় ওয়ালত্তু

(তামিল তাই ওয়ালত্তু থেকে পুনর্নির্দেশিত)

তামিল তায় ওয়ালত্তু অথবা তমিল্ড় তায় ওয়াল্ড়্তু হলো তামিল নাড়ুর রাজ্যসঙ্গীত, যার অর্থ তামিলমাতৃৃ বন্দনা৷ সঙ্গীতটি মনোন্মণীয়ম সুন্দরম পিল্লাই দ্বারা লিখিত এবং মনয়ঙ্গত সুব্রমণিয়ন বিশ্বনাথন মহাশয় এর সুর দিয়েছেন৷[] সাধারণত তামিলনাড়ুর কোনো সরকারী দাপ্তরিক অনুষ্ঠান এই গান দিয়ে শুরু হয় এবং শেষে জাতীয় সঙ্গীত জনগণমন-অধিনায়ক জয় হে গাওয়া হয়ে থাকে৷ তামিলনাড়ুর প্রতিটি বিদ্যালয়ে সমবেত প্রার্থনাসঙ্গীত স্বরূপ গানটি গাওয়া হয়৷

தமிழ்த்தாய் வாழ்த்து
তমিল্ড়্ত্তায় ভ়াল্ড়্ত্তু
তামিল তায় ওয়ালত্তু
তামিলনাড়ুর প্রতীক

তামিলনাড়ুর রাজ্য সঙ্গীত
কথামনোন্মণীয়ম সুন্দরম পিল্লাই
সঙ্গীতমনয়ঙ্গত সুব্রমণিয়ন বিশ্বনাথন
গ্রহণকাল১৯৫৬

পাঠ ও অনুবাদ

সম্পাদনা

সরকারী সংস্করণ

সম্পাদনা
তামিল বাংলা প্রতিবর্ণ অনুবাদ

"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்துசெயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!"

"নীরারুম কডলুড়ুত্ত নিলমড়ন্তৈক কেল্ড়িলোল্ড়ুগুম
সীরারুম বদনমেলৎ তিগল্ড় ভরতক‌ কণ্ডমিদিল
তেক্কণমুম অদিডচিড়ন্থ দ্রাবিড় নল তিরুনাডুম
তক্কসিড়ু পিরৈনুদলুম তরিত্তনড়ুন তিলগমুমে
আত্তিলগ বাসনৈবোল অনৈত্তুলগুম ইন্বমুড়
এত্তিসৈয়ুম পুগল্ড়মণক্ক ইরুন্দপেরুন তমিল্ড়ণঙ্গে !
তমিল্ড়ণঙ্গে !
উন সীরিলমৈৎ তিরম্বিয়ন্দু সেয়ল্মড়ন্দু ওয়াল্ড়ত্তুদুমে !
ওয়াল্ড়ত্তুদুমে !
ওয়াল্ড়ত্তুদুমে !"

"জলোচ্ছল সমুদ্র এই দেশমাতৃকাকে সুন্দর ও সমৃৃদ্ধভাবে শোভিত করে তুলেছে
সেই গৌরবময় মাতৃমুখমণ্ডল সমগ্র ভূভারতে সমাদৃত
দাক্ষিণাত্যে দ্রাবিড় জাতির শ্রীভূমিই সর্বশ্রেষ্ঠ
মানানসই ছোটো ললাটে শিখাসম সুগন্ধী তিলক পরিগৃৃহীত
সেই তিলকের সুগন্ধের মতই তাঁর বিশ্বজয়ী রূপ, যশ ও খ্যাতি সর্বদিকে ছড়িয়ে পড়ুক
এতেই তার মহিমা হে শ্রেষ্ঠ তামিলকুমারী ! < br /> হে তামিলকুমারী !
এই বিষ্ময়কর রূপই পূজ্য তাই বাকীসব ভুলে আমরা তার প্রশংসা করি !
তুমি প্রশংসনীয় !
তুমি প্রশংসনীয় !"

মূলপাঠ

সম্পাদনা
তামিল বাংলা প্রতিবর্ণ অনুবাদ

"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் குமரிக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே வாழ்த்துதுமே!"

"নীরারুম কডলুড়ুত্ত নিলমড়ন্তৈক কেল্ড়িলোল্ড়ুগুম
সীরারুম বদনমেলৎ তিগল্ড় কুমরিক‌ কণ্ডমিদিল
তেক্কণমুম অদিডচিড়ন্থ তমিল্ড়র নল তিরুনাডুম
তক্কসিড়ু পিরৈনুদলুম তরিত্তনড়ুন তিলগমুমে
আত্তিলগ বাসনৈবোল অনৈত্তুলগুম ইন্বমুড়
এত্তিসৈয়ুম পুগল্ড়মণক্ক ইরুন্দপেরুন তমিল্ড়ণঙ্গে !
পল্লুয়িরুম পলউলগুম পডৈত্তলিত্তু তুটৈক্কিনুমোর
এল্লৈয়রু পরম্বোরুল্মুন ইরুন্দবটি ইরুপ্পদুবোল
কন্নডমুং কলিতেলুঙ্গুম কবিন্মলৈয়ালমুম তুলুভুম
উন্নুদরৎ তেয়ুদিত্তে ওন্রুভল বাগিটিনুম
আরিয়ম্বোল উলগবল্ড়ক্কল্ড়িন দোল্ড়িন্তু চিদৈয়াবুন
সীরিলমৈৎ তিরম্বিয়ন্দু সেয়ল্মড়ন্দু ওয়াল্ড়ত্তুদুমে !
ওয়াল্ড়ত্তুদুমে !
ওয়াল্ড়ত্তুদুমে !"

"জলোচ্ছল সমুদ্র এই দেশমাতৃকাকে সুন্দর ও সমৃৃদ্ধভাবে শোভিত করে তুলেছে
সেই গৌরবময় মাতৃমুখমণ্ডল বিশ্বে কুমারীকণ্ডম নামে সমাদৃত
দাক্ষিণাত্যে দ্রাবিড় জাতির শ্রীভূমিই সর্বশ্রেষ্ঠ
মানানসই ছোটো ললাটে শিখাসম সুগন্ধী তিলক পরিগৃৃহীত
সেই তিলকের সুগন্ধের মতই তাঁর বিশ্বজয়ী রূপ, যশ ও খ্যাতি সর্বদিকে ছড়িয়ে পড়ুক
এতেই তার মহিমা হে শ্রেষ্ঠ তামিলকুমারী !
এই পৃৃথিবী এই জীববৈচিত্র তোমারই সৃষ্টি তুমিই সংহারক
তুমিই চির সৃৃষ্টিকর্তা পরমার্থ তুমিই অতীত ও ভবিষ্যত
কন্নড় আহ্লাদিত তেলুগু শৌখিন মালয়ালম ও তুলুভারা
তোমার দ্বারাই সৃষ্ট, তোমার অংশ, তোমার দ্বারা সমৃদ্ধ ও প্রতিলিপিত
আর্যভাষার প্রতিমুখ মৃৃত ও অবলুপ্ত ভাষার মধ্যে তুমিই একমাত্র পরিশুদ্ধ
এই বিষ্ময়কর রূপই পূজ্য তাই বাকীসব ভুলে আমরা তার প্রশংসা করি !
তুমি প্রশংসনীয় !
তুমি প্রশংসনীয় !"

তথ্যসূত্র

সম্পাদনা