তাবাস্সুম ফেরদৌস শাওন

বাংলাদেশী মডেল

তাবাস্সুম ফেরদৌস শাওন (জন্ম: ১৭ জুন ১৯৭৯) একজন বাংলাদেশী মডেল এবং সুন্দরী প্রতিযোগিতা মিস বাংলাদেশ ২০০১-এর মুকুটধারী। তিনি ১৬ নভেম্বর ২০০১ সালে দক্ষিণ আফ্রিকাসান সিটি তে অনুষ্ঠিত ৫১তম মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশ এর প্রতিনিধিত্ব করেন।

তাবাস্সুম ফেরদৌস শাওন
জন্ম (1979-06-17) ১৭ জুন ১৯৭৯ (বয়স ৪৫)
উচ্চতা৫ ফু ১০ ইঞ্চি (১.৭৮ মি)
উপাধিমিস বাংলাদেশ ২০০১
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
চুলের রংকালো
চোখের রংকালো

শাওন স্থানীয় ট্যাবলয়েড মানবজমিন (পত্রিকা) এবং লন্ডন লিংক প্রমোশন মিস বাংলাদেশ হিসাবে নির্বাচিত হয়েছিল।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Beauty contest ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ অক্টোবর ২০১২ তারিখে, The Independent (Bangladesh), 2001-10-21, accessed on 2009-04-04
পুরস্কার ও স্বীকৃতি
পূর্বসূরী
সোনিয়া গাজী
মিস বাংলাদেশ
২০০১
উত্তরসূরী
জান্নাতুল ফেরদৌস পিয়া

টেমপ্লেট:মিস ওয়ার্ল্ড ২০০১-এর প্রতিনিধি