তানজানিয়ার ভূগোল
তানজানিয়া অনেকগুলো হ্রদ, জাতীয় উদ্যান এবং আফ্রিকার সর্বোচ্চ পর্বত মাউন্ট কিলিমাঞ্জারো (৫,৮৯৫ মি অথবা ১৯,৩৪১ ফু) নিয়ে গঠিত। উত্তর-পূর্ব তানজানিয়া পাহাড়ি হলেও মধ্যাঞ্চল তৃণভূমিতে আচ্ছাদিত একটি বড় মালভূমির অংশ। উগান্ডা এবং কেনিয়ার সাথে থাকা এর উত্তর সীমান্তে ভিক্টোরিয়া হ্রদের দক্ষিণাংশ পড়েছে। প্রশাসনিকভাবে, তানজানিয়া ৩০টি অঞ্চলে বিভক্ত,[১] যার ২৫টি মূল ভূখণ্ডে এবং ৩টি উঙ্গুজায় (অনানুষ্ঠানিকভাবে জাঞ্জিবার দ্বীপ নামে পরিচিত) ও ২টি পেম্বা দ্বীপে।
মহাদেশ | আফ্রিকা |
---|---|
অঞ্চল | পূর্ব আফ্রিকা |
স্থানাঙ্ক | ৬°০০′ দক্ষিণ ৩৫°০০′ পূর্ব / ৬.০০০° দক্ষিণ ৩৫.০০০° পূর্ব |
আয়তন | ৩০তম |
• মোট | ৯,৪৫,০৮৭ কিমি২ (৩,৬৪,৯০০ মা২) |
• স্থলভাগ | ৯৩.৫১% |
• জলভাগ | ৬.৪৯% |
উপকূলরেখা | ১,৪২৪ কিমি (৮৮৫ মা) |
সীমানা | ৪,১৬১ কিমি (২,৫৮৬ মা) |
সর্বোচ্চ বিন্দু | মাউন্ট কিলিমাঞ্জারো ৫,৮৯৫ মিটার (১৯,৩৪১ ফু) |
সর্বনিম্ন বিন্দু | ভারত মহাসাগর ০ মিটার (০ ফু) |
দীর্ঘতম নদী | রুফিজি নদী ৬০০ কিমি (৩৭০ মা) |
বৃহত্তম হ্রদ | ভিক্টোরিয়া হ্রদ ৫৯,৯৪৭ কিমি২ (২৩,১৪৬ মা২) |
এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চল | ২,৪১,৮৮৮ কিমি২ (৯৩,৩৯৩ মা২) |
পরিসংখ্যান
সম্পাদনাঅবস্থান: আফ্রিকার পূর্বাংশে ভারত মহাসাগরের প্রান্তে কেনিয়া ও মোজাম্বিকের মধ্যে।
ভৌগোলিক স্থানাংক: ৬°০০′ দক্ষিণ ৩৫°০০′ পূর্ব / ৬.০০০° দক্ষিণ ৩৫.০০০° পূর্ব।
মহাদেশ: আফ্রিকা।
আয়তন:[২]
টীকা: মাফিয়া, পেম্বা ও উঙ্গুজা সহ।
- মোট: ৯,৪৭,৩০০ বর্গকিলোমিটার (৩,৬৫,৮০০ মা২);
- স্থল: ৮,৮৫,৮০০ বর্গকিলোমিটার (৩,৪২,০০০ মা২);
- জল: ৬১,৫০০ বর্গকিলোমিটার (২৩,৭০০ মা২)।
স্থল সীমানা:[২]
- মোট: ৩,৮৬১ কিলোমিটার (২,৩৯৯ মা);
- সীমান্তবর্তী দেশসমূহ: বুরুন্ডি ৪৫১ কিলোমিটার (২৮০ মা), কেনিয়া ৭৬৯ কিলোমিটার (৪৭৮ মা), মালাউই ৪৭৫ কিলোমিটার (২৯৫ মা), মোজাম্বিক ৭৫৬ কিলোমিটার (৪৭০ মা), রুয়ান্ডা ২১৭ কিলোমিটার (১৩৫ মা), উগান্ডা ৩৯৬ কিলোমিটার (২৪৬ মা), জাম্বিয়া ৩৩৮ কিলোমিটার (২১০ মা), গণপ্রজাতন্ত্রী কঙ্গো ৪৫৯ কিলোমিটার (২৮৫ মা)।
জলসীমা: ১,৪২৪ কিলোমিটার (৮৮৫ মা)।[২]
সমুদ্রসীমা:
- বিশেষ অর্থনৈতিক এলাকা: ২,৪১,৮৮৮ কিমি২ (৯৩,৩৯৩ মা২) এবং ২০০ নটিক্যাল মাইল (৩৭০.৪ কিমি; ২৩০.২ মা);
- টেরিস্ট্রিয়াল সমুদ্রসীমা: ১২ নটিক্যাল মাইল (২২.২ কিমি; ১৩.৮ মা)।[২]
ভূলেখ: উপকূলীয় এলাকায় সমতলভূমি; মধ্যাঞ্চল মালভূমি; উত্তর ও দক্ষিণাংশ উচ্চভূমি।[২]
ভূমি-রেখা:[২]
- সর্বনিম্ন: ভারত মহাসাগর - ০ মি;
- সর্বোচ্চ: মাউন্ট কিলিমাঞ্জারো - ৫,৮৯৫ মিটার (১৯,৩৪১ ফু)।
প্রাকৃতিক সম্পদ: জলবিদ্যুত, টিন, ফসফেট, আকরিক লৌহ, কয়লা, হীরক, জেমস্টোন, স্বর্ণ, প্রাকৃতিক গ্যাস, নিকেল।[২]
ভূমির ব্যবহার:
সেচের আওতাভূক্ত ভূমি: ১,৮৪৩ বর্গকিলোমিটার (৭১২ মা২) (২০০৩)।[২]
মোট নবায়নযোগ্য পানি সম্পদ: ৯৬.২৭ ঘনকিলোমিটার (২৩.১০ মা৩) (২০১১)।
প্রাকৃতিক দূর্যোগ:
- বর্ষাকালে মালভূমির কেন্দ্রস্থলে বন্যার প্রাদুর্ভাব; খরা;
- অগ্ন্যুত্পাত: সীমিত অগ্ন্যুত্পাত কার্যক্রম সংগঠিত হয়; ও১ ডোইনো লেঙ্গি (উচ্চতা - ২,৯৬২ মিটার (৯,৭১৮ ফু)) সাম্প্রতিক সময়ে লাভা উদ্গিরণ করেছে; কিউও এবং মেরু সহ অন্যান্যগুলোর অগ্ন্যুত্পাত কার্যক্রম সংগঠিত হওয়ার ঐতিহাসিক তথ্য আছে।[২]