তাজুল মোহম্মদ
তাজুল মোহম্মদ বাংলাদেশের সাংবাদিক ও সাহিত্যিক। বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি ২০১৫ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।[১]
তাজুল মোহম্মদ | |
---|---|
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | সাধনপুর গ্রাম, কুলাউড়া, মৌলভীবাজার |
বাসস্থান | মন্ট্রিয়ল, কানাডা |
পেশা | সাহিত্যিক ও সাংবাদিক |
পুরস্কার | বাংলা একাডেমি পুরস্কার (২০১৫) |
প্রাথমিক জীবন
সম্পাদনাতাজুল মােহাম্মদের জন্ম মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সাধনপুর গ্রামে। পরে বসবাস করেন সিলেট শহরে। বর্তমানে কানাডার মন্ট্রিয়ল প্রবাসী।
কর্মজীবন
সম্পাদনাতাজুল মোহম্মদ ১৯৭২ সালে জড়িয়ে পড়েন সাংবাদিকতায়। মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা শুরু করেন ১৯৭০ সালে। ১৯৮৯ সালে তার “সিলেটে গণহত্যা'' প্রথম গ্রন্থ প্রকাশিত হয়। ১৯৯৫ সালে ব্রিটেনের টুয়েন্টি টুয়েন্টি টেলিভিশনে যােগাযােগ করে যুদ্ধাপরাধীদের নিয়ে ‘দা ওয়ার ক্রাইম ফাইল’ নামক প্রামাণ্য চিত্র নির্মিত করেন।[২][৩]
তিনি বৃহত্তর সিলেট ইতিহাস প্রণয়ন পরিষদ প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি কুরিয়ার হিসেবে কাজ করেন। তিনি একাত্তরে পাক হানাদারদের ধ্বংসযজ্ঞের তথ্যচিত্র সংগ্রহের কাজ শুরু করেন। মুক্তিযুদ্ধ গবেষণার জন্য ২০১৫ সালে লাভ করেছেন বাংলা একাডেমি পুরস্কার।[১]
সাহিত্যকর্ম
সম্পাদনাতাজুল মোহম্মদের প্রকাশিত গ্রন্থ ষাটের অধিক। তার উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে:[৪]
- যুদ্ধদিনের গল্প
- পৃথিবীর পথে
- আলবদরের ডায়েরি
- সংগ্রামী সাত নারী
- বিভীষিকাময় একাত্তর
- কানাডার চিঠি
- নানান দেশের নানান কথা
- স্মরণে বিস্মরণে যারা
- বর্বরদের খাঁচায় কালাতিপাত
- মুক্তিযুদ্ধের ইতিহাস সন্ধানে
- সিলেটে গণহত্যা-১৯৮৯
- বারীন দত্ত ও সংগ্রামমুখর দিনগুলি
- হেনা দাস
- ভাষা সংগ্রামীদের কথাঃ বৃহত্তর সিলেট
- মুক্তিযুদ্ধের ইতিহাসের খোঁজে কুড়িগ্রাম
- একাত্তরের স্মৃতিগুচ্ছ
- জানা অজানা পশ্চিমা জগৎ
- নারী মুক্তিযোদ্ধা তারামন বিবি (বীরপ্রতীক)
- গৌরবের যুদ্ধ
- রাজাকারের কর্মকাণ্ড
- মুক্তিযুদ্ধের পূণ্যস্মৃতি
- কুরুক্ষেত্রী সেনা ১৯৭১
- মুক্তিযুদ্ধের গাঁথা
- কাছে থেকে দেখা আমেরিকা
- সিলেটের ২০০ বছরের আন্দোলন
- মুক্তিযুদ্ধের পূণ্যস্মৃতি ইত্যাদি।
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনা- বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (২০১৫)[১]
- ইংল্যান্ডের টাওয়ার হ্যামলেটস মেয়র অ্যাওয়ার্ড
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। Archived from the original on ২৬ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২২।
- ↑ টরন্টো থেকে, উজ্জ্বল দাশ (৯ ডিসেম্বর ২০১৮)। "মুক্তিযুদ্ধের ইতিহাসের সন্ধানে এক জীবন, পাঠশালার অতিথি গবেষক তাজুল মোহাম্মদ"। দৈনিক প্রথম আলো। Archived from the original on ২ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২২।
- ↑ আবদুল হামিদ মাহবুব (১৬ ডিসেম্বর ২০১৩)। "গ্রামগঞ্জ, দেশ-বিদেশে তাজুল মোহাম্মদ"। দৈনিক কালের কণ্ঠ। Archived from the original on ২ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২২।
- ↑ "তাজুল মোহাম্মদ এর বই সমূহ"। রকমারি.কম। Archived from the original on ২ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২২।