তাজিকিস্তান জাতীয় মহিলা ফুটবল দল

তাজিকিস্তান জাতীয় মহিলা ফুটবল দল মহিলাদের আন্তর্জাতিক ফুটবলে তাজিকিস্তান দেশের প্রতিনিধিত্ব করে।

তাজিকিস্তান
দলের লোগো
অ্যাসোসিয়েশনতাজিকিস্তান ফুটবল ফেডারেশন (এফএফটি)
কনফেডারেশনএএফসি (এশিয়া)
সাব–কনফেডারেশনসিএএফএ (মধ্য এশিয়া)
প্রধান কোচইউসুফ রাবিয়েভ[]
অধিনায়কসাইওরা সাইদোভা
সর্বাধিক ম্যাচলায়লো খালিমোভা (২৬)
শীর্ষ গোলদাতাগুলসুনবি খালিমোভা (৭)
মাঠপামির স্টেডিয়াম
ফিফা কোডটিজেকে
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৫৪ হ্রাস ৬ (১৫ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ৯৯ (ডিসেম্বর ২০১৭)
সর্বনিম্ন১৫৪ (ডিসেম্বর ২০২৩)
প্রথম আন্তর্জাতিক খেলা
 কিরগিজস্তান ১–১ তাজিকিস্তান 
(আলমাতি, কাজাখস্তান; ২৮ ফেব্রুয়ারি ২০১৭)
বৃহত্তম জয়
 তাজিকিস্তান ৬–০ সিঙ্গাপুর 
(হিসর, তাজিকিস্তান; ১৩ নভেম্বর ২০১৮)
বৃহত্তম পরাজয়
 তাজিকিস্তান ০–১৬ উত্তর কোরিয়া 
(পালেমবাং, ইন্দোনেশিয়া; ১৭ আগস্ট ২০১৮)
 তাজিকিস্তান ০–১৬ গণচীন 
(পালেমবাং, ইন্দোনেশিয়া; ২০ আগস্ট ২০১৮)
সিএএফএ মহিলা চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ২ (২০১৮-এ প্রথম)
সেরা সাফল্যতৃতীয় স্থান (২০১৮)
পদকের তথ্য
সিএএফএ মহিলা চ্যাম্পিয়নশিপ
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০১৮ সিএএফএ মহিলা চ্যাম্পিয়নশিপ দল

ইতিহাস

সম্পাদনা

তাজিকিস্তানে মহিলা ফুটবল ২০১৩-এ প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু জাতীয় দল ২০১৭ সাল পর্যন্ত ছিল না। মহিলা দলটি তাদের ২০১৮ এএফসি মহিলা এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতি হিসাবে প্রতিবেশী কিরগিজস্তানের বিরুদ্ধে তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল। তাজিকিস্তান প্রথমবারের মতো মহিলাদের আন্তর্জাতিক ফুটবলের আয়োজক হওয়ার যোগ্যতা লাভ করেছিল ২০১৮ এএফসি মহিলা এশিয়ান কাপ বাছাইপর্ব চলাকালীন। ২০১৮ এএফসি মহিলা এশিয়ান কাপ আয়োজক জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ইরাক এবং ফিলিপাইন সহ অন্যান্য পাঁচটি দলের অংশগ্রহণে দুশানবেতে খেলা হয়েছিল বাছাইপর্বটি। তাজিকরা ইরাকের বিপক্ষে তাদের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে জয়লাভ করে।[] শেষ পর্যন্ত তাজিকিস্তান বাকি চার দলের বিপক্ষে পরের খেলাগুলিতে হেরে পঞ্চম স্থানে শেষ করেছে।[]

২০১৮ সালে তাজিকিস্তান ছিল এশিয়ান গেমসের মহিলাদের ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রথম মধ্য এশিয়ার দল। তারা উত্তর কোরিয়া এবং চীনের মতো পূর্ব এশিয়ার শক্তিশালী দলগুলির সাথে একটি গ্রুপে পড়েছিল। সেই টুর্নামেন্টে, তাজিকরা উত্তর কোরিয়া এবং চীন উভয়ের কাছেই তাদের সবচেয়ে বড় পরাজয় (১৬-০) নথিভুক্ত করে।[] সেই বছরের শেষের দিকে তাজিক দল ২০২০ অলিম্পিক গেমসের জন্য এএফসি মহিলা অলিম্পিক বাছাইপর্বের গ্রুপে প্রথমবারের মতো উপস্থিত হয়। হিসোরের সেন্ট্রাল স্টেডিয়ামে কোয়ালিফায়ারের প্রথম রাউন্ডের গ্রুপ এ-এর আয়োজন করে আন্তর্জাতিক নারী এশিয়ান টুর্নামেন্ট আয়োজনে আগ্রহ দেখায় তাজিকিস্তান। তাজিকিস্তান তাদের প্রথম ম্যাচে মঙ্গোলিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে জেতে এবং বাছাইপর্ব শুরু করে একটি জয় দিয়ে, যা তাজিকদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা বাড়িয়ে দেয়। চীনা তাইপেইয়ের সাথে তাদের দ্বিতীয় ম্যাচে দলটি নয়-শূন্য গোলের ব্যবধানে হেরেছে। তবে ফিলিপাইনের বিপক্ষে ম্যাচটিই ছিল চূড়ান্ত। অবশেষে, তাজিকিস্তান প্রথম গোল করলেও, ফিলিপাইন তিন গোল দিয়ে তাজিকিস্তানকে হারায়। দলটি সিঙ্গাপুরের বিপক্ষে ৬-০ গোলে জয়ের মাধ্যমে তাদের অভিযান সর্বোচ্চ স্থানে থেকে শেষ করে, এটি আন্তর্জাতিক মঞ্চে তাদের সবচেয়ে বড় জয়। ২০১৮ ছিল তাজিক মহিলা দলের জন্য গুরুত্বপূর্ণ বছর কারণ তারা ১১টি ম্যাচ খেলেছে এবং এই বছর দলটি উজবেকিস্তানে আয়োজিত সিএএফএ মহিলা চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী সংস্করণে অংশগ্রহণ করে। তাজিকিস্তানের পাশাপাশি মধ্য এশিয়ার চারটি দল প্রথম সংস্করণে অংশগ্রহণ করে। কিরগিজস্তান ও আফগানিস্তানের বিপক্ষে তাজিকিস্তান তাদের প্রথম ও শেষ খেলায় দুটি জয় পেয়েছে। এটি তাদের তৃতীয় স্থানে রেখেছে।[]

বর্তমান কর্মকর্তা

সম্পাদনা
২০ জুলাই ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
পদ নাম
প্রধান কোচ   ইউসুফ রাবিয়েভ
সহকারী কোচ   ইজাতুল্লো ইসোকোভ
  ফারখোজোন খোলবেকভ
গোলকিপিং কোচ   মেহভার সুলেইমানোভ
দল ম্যানেজার   আব্দুরাখিম মুহাম্মদজোদা
ডাক্তার   গুলানদোম খালিলোভা
ম্যাসেজ থেরাপিস্ট   মুখাইয়ে গুলমাখমাদোভা
টিম স্টাফ   নাতালিয়া সোতনিকোভা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Tajikistan Football Federation"FIFA.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২১ 
  2. "ফিফা/কোকা-কোলা মহিলা বিশ্ব র‌্যাঙ্কিং"ফিফা। ১৫ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২৩ 
  3. "Women's Asian Cup Qualifiers - Group A: Iraq 0-1 Tajikistan"the-afc.comAsian Football Confederation। ৩ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৩ 
  4. "THE QUALIFYING TOURNAMENT OF THE ASIAN CUP-2018 AMONG WOMEN'S TEAMS ENDED IN DUSHANBE"the-afc.com (রুশ ভাষায়)। Asian Football Confederation। ১৩ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৩ 
  5. "China crush Tajikistan 16-0 in Asian Games women's football match"xinhuanet.com। ২০ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৩ 
  6. "Uzbekistan inaugural CAFA Women's Championship winners"the-cafa.comCAFA। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:তাজিকিস্তানের জাতীয় ক্রীড়া দলসমূহ