তলোয়ার

উপমহাদেশের এক ধরনের বাঁকা অসি

তলোয়ার বা তরোয়াল হল উপমহাদেশের এক ধরনের বাঁকা অসি যা আধুনিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তানে পাওয়া যায়।

তলোয়ার

আঠারোশ শতাব্দীর তরোয়াল
প্রকার Sword
উদ্ভাবনকারী দক্ষিণ এশিয়া
ব্যবহার ইতিহাস
ব্যবহারকারী আরবতুর্কি বিজয়ী শাসকদের মাধ্যমে ভারতে এর প্রথম উদ্ভব; দিল্লির মুসলিম সুলতানগণ, মুঘল সাম্রজ্য এবং বিভিন্ন ব্যক্তি ও জাতি কর্তৃক তলোয়ার ব্যবহৃত হয়েছে। এমন জাতিগুলোর মধ্যে রয়েছে মারাঠা, রাজপুত আর শিখরা
উৎপাদন ইতিহাস
উৎপাদনকাল প্রারম্ভিক ধরনের ১৩০০, ক্লাসিক ফর্ম ১৫০০
তথ্যাবলি
ব্লেডের প্রকার একক শ্রেণীর, বাঁকা ফলক, ডগা স্পষ্ট।

ইতিহাস

সম্পাদনা

তলোয়ার অন্যান্য বাঁকা অসি যেমন আরব সাইফ, ফার্সি শমসের, তুর্কি কিলিজ এবং আফগান পুলয়ার এর পাশাপাশি উদ্ভূত, এই সব বাঁকা অসিগুলো উদ্ভূত হয়েছে মধ্য এশিয়ার তুরস্কের উন্নত বাঁকা অসি থেকে। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Nicolle, p. 175