শ্রোডিঙার সমীকরণ

(তরঙ্গ বলবিজ্ঞান থেকে পুনর্নির্দেশিত)

পদার্থবিজ্ঞানে শ্রোডিঞ্জার সমীকরণ (ইংরেজি: Schrödinger equation) বলতে অস্ট্রীয় পদার্থবিজ্ঞানী এর্ভিন শ্রোডিঙার প্রস্তাবিত একটি আংশিক ব্যবকলনীয় সমীকরণকে বোঝায়, যেটি কোয়ান্টাম বলবৈজ্ঞানিক ব্যবস্থার কাল ও স্থান নির্ভরতা প্রকাশ করে বা তরঙ্গ অপেক্ষকের বর্ণণা দেয়।[] তিনি ১৯২৬ সালে এই সূত্র প্রকাশ করেন।

শ্রোডিঙার সমীকরণ সহ এর্ভিন শ্রোডিঙারের আবক্ষ মূর্তি
সময় নির্ভর একমাত্রিক শ্রোডিঙার সমীকরণ
সময় অনির্ভর একমাত্রিক শ্রোডিঙার সমীকরণ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Griffiths, David J. (২০০৪), Introduction to Quantum Mechanics (2nd ed.), Prentice Hall, আইএসবিএন 978-0-13-111892-8