তবলছড়ি ইউনিয়ন
তবলছড়ি বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত মাটিরাঙ্গা উপজেলার একটি ইউনিয়ন।
তবলছড়ি | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে তবলছড়ি ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৫′০″ উত্তর ৯১°৪৯′২″ পূর্ব / ২৩.২৫০০০° উত্তর ৯১.৮১৭২২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | খাগড়াছড়ি জেলা |
উপজেলা | মাটিরাঙ্গা উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | আব্দুল কাদের |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৪৫০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
আয়তন
সম্পাদনা৭৬৮০ একর।
উল্লেখযোগ্য গ্রাম/মহল্লা
সম্পাদনা১.তবলছড়ি বাজার ২.কুমিল্লা টিলা ৩.সিংহপাড়া ৪.তুলাতুলি ৫.পুরান তবলছড়ি ৬.মাদ্রাসা পাড়া ৭.দেওয়ান পাড়া ৯.শুকনাছড়ি ১০.মুল্লাবাজার ১১.ভাগ্যপাড়া ১২.তালুকদার পাড়া ১৩.গুরঙ্গপাড়া ইত্যাদি গ্রাম উল্লেখ যোগ্য।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ১৯,৯৬৩জন। এর মধ্যে ১৭,৫১৮জন মুসলিম, ১,৩১১জন হিন্দু, ১,১২০জন বৌদ্ধ, ১৪জন খ্রিস্টান। [১]
অবস্থান ও সীমানা
সম্পাদনামাটিরাঙ্গা উপজেলার উত্তরাংশে তবলছড়ি ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে বড়নাল ইউনিয়ন, পূর্বে বড়নাল ইউনিয়ন ও পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়ন, উত্তরে তাইন্দং ইউনিয়ন এবং পশ্চিমে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাতবলছড়ি ইউনিয়ন মাটিরাঙ্গা উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মাটিরাঙ্গা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৮নং নির্বাচনী এলাকা পার্বত্য খাগড়াছড়ি এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাশিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- তবলছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসা
- তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয়
- যতন কুমার কার্বারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তবলছড়ি গ্রীনহিল কলেজ
- মোল্লাবাজার জুনিয়র হাই স্কুল
- মোল্লাবাজার দারুচ্ছুন্নাত ইসলামীয়া দাখিল মাদ্রাসা
- ৯নং নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বিভূতি তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ভাগ্যপাড়া কার্বারি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বনফুল কিন্ডারগার্টেন স্কুল (প্রাইভেট)
- বিরাশি টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- টিকা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাতবলছড়ি ইউনিয়ন থেকে বের হবার রাস্তা হলোঃ-তাইন্দং-তবলছড়ি(তানিক্কা পাড়া রোড) রোড এবং পানছড়ি-তাইন্দং রোড।
হাট-বাজার
সম্পাদনা- তবলছড়ি বাজার
- মোল্লাবাজার
- চোহমুনী বাজার
- দেওয়ান পাড়া বাজার
- বড়বিল বাজার
দর্শনীয় স্থান
সম্পাদনা- ঝর্ণা (ঝর্ণা টিলা)
- পুরাতন তবলছড়ি বর্ডার
- পোড়াবাড়ি ঝর্ণা
- বিরাশি টিলা
- বড়কূম ঝর্ণা
- কদমতলি বৌদ্ধ বনবিহার
- সিংহপাড়া ভারত বাংলাদেশ সীমান্ত বর্ডার
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |