তন্ময় তানসেন
বাংলাদেশী গায়ক
তন্ময় তানসেন (জন্ম: ১৯৭৮) একজন বাংলাদেশী গায়ক ও চলচ্চিত্র পরিচালক। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত সঙ্গীত ব্যান্ড ভাইকিংসের সদস্য [১]। তার পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে পদ্ম পাতার জল ও রান আউট। [২]
তন্ময় তানসেন | |
---|---|
জন্ম | ১৯৭৮ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | গায়ক,পরিচালক |
উল্লেখযোগ্য কর্ম | পদ্ম পাতার জল, রান আউট |
প্রাথমিক জীবন
সম্পাদনাতন্ময় একটি সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করলেও নিজে কখনো গানের জন্য আলাদা কোন বিশেষায়িত শিক্ষা পাননি। তাঁর মা এবং বোন দুজনেই প্রশিক্ষিত সঙ্গিত শিল্পী। তাঁদের র্কাছে থেকেই মূলত তিনি সঙ্গিত বিষয়ে প্রাথমিক জ্ঞান লাভ করেন। তাঁর ৬ষ্ঠ শ্রেণির বন্ধু রিপ্পি এর কাছ থেকে তিনি বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিলেন, যিনি এখন পৃথিবীতে নাই। [৩]
সঙ্গিত জীবন
সম্পাদনা১৯৯৭ সালে তন্ময় এবং তার অন্য সদস্যরা মিলে ৪ টা গান রেকর্ড করে এবং ভাইকিংস নামে প্রকাশ করে। এর পরে ২৩ বছর তিনি ভাইকিংস এর প্রতিষ্ঠাতা সদস্য এবং লিড ভোকালিস্ট হিসেবে কাজ করেছেন। [৪]
গান সমূহ
সম্পাদনাএছাড়া তিনি অনেক গান পরিচালনা করেছেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ভাইসকিং এর সদস্য"।
- ↑ "পদ্ম পাতার জল"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "PLUGGED-IN TONMOY TANSEN"। thedailystar। ২৯ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "Tonmoy Tansen quits Vikings"। tbsnews। ১২ মে ২০২০। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "অন্য গ্রহের মানুষ"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নোনাজল"। ৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২১।
- ↑ "রানআউট"। ৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২০।