তন্ত্র কলকাতার মধ্যে অন্যতম জনপ্রিয় নাইটক্লাব। এই নাইটক্লাবটির মালিক হল দ্য পার্ক, কলকাতা।[] এই নাইটক্লাবের ঠিকানা ১৭ নম্বর পার্ক স্ট্রীট। শনিবার রাতে এখানে সপ্তাহ শেষের পার্টি হয় এবং বুধবার করে হিপ-হপ পার্টি হয় এই নাইটক্লাবে।

তন্ত্র
ধরননাইটক্লাব এবং পাব
প্রতিষ্ঠাতাসুরেন্দ্র পাল
সদরদপ্তর,
পণ্যসমূহবার, সঙ্গীতানুষ্ঠান
পরিষেবাসমূহজলখাবার, পানীয়, মধ্যাহ্নভোজ, ডিনার
মাতৃ-প্রতিষ্ঠানদ্য পার্ক হোটেলস
ওয়েবসাইটwww.theparkhotels.com/kolkata/kolkata/tantra1524.html/

বৈশিষ্ট্য

সম্পাদনা

এই ক্লাবটি দুটো লেভেলে বিভক্ত এবং এদের সর্বমোট আয়তন হল ৫,০০০ বর্গফুট। এই নাইটক্লাবের দুটো বার আছে। শনিবার রাতে এখানে সপ্তাহ শেষের পার্টি হয় এবং বুধবার করে হিপ-হপ পার্টি হয় এই নাইটক্লাবে। এখানে কোলকাতার সবচেয়ে ভালো ব্যান্ড এবং সঙ্গীতজ্ঞদের দ্বারা সঙ্গীতানুষ্ঠান করানো হয় প্রায় কিছুদিন অন্তর অন্তরই। এর সাথে থাকে বিভিন্ন স্বাদের গান বাজনা। কোনো স্পেশাল দিনে ডি.জে. দেরকে দিয়ে অনুষ্ঠান করানো হয়। স্পেশাল পার্টি হিসেবে এখানে অনুষ্ঠিত হয় ক্রিসমাস পার্টি এবং ইংরাজী নতুন বর্ষ।[]

২০১২ এর ফেব্রুয়ারির হিসেবে, পার্ক স্ট্রীটে গাড়িতে ধর্ষণ কান্ডের পরে, এই নাইটক্লাব তাদের সুরক্ষা বিভাগকে অনেকটা মজবুত করেছে। তারা এখন ক্লাবের ভিতরে সি.সি.টি.বি. ক্যামেরাও লাগিয়েছে সমস্ত ফুটেজকে ধরে রাখবার জন্য।[]

এছাড়াও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Sarina Singh (১ সেপ্টেম্বর ২০০৯)। India 13। Lonely Planet। পৃষ্ঠা 527–। আইএসবিএন 978-1-74179-151-8। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১২ 
  2. "Stags barred from most nightclubs in Kolkata"The Times of India। ফেব্রু ২২, ২০১২। ২৯ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১২ 

বহিঃসংযোগ

সম্পাদনা