তাকদীর (ওয়েব ধারাবাহিক)
তাকদীর সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত বাংলা ওয়েব সিরিজ, এটি বাংলা ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ ২০২০ সালের ১৮ ডিসেম্বর থেকে স্ট্রিমিং করা হয়। হইচই পঁচিশটি ওয়েব সিরিজের ঘোষণা করে, তাদের মধ্যে বাংলাদেশ কেন্দ্রিক তাকদীর অন্যতম। এই ধারাবাহিকটিতে প্রধান চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী,মনোজ কুমার প্রামাণিক, সানজিদা প্রীতি, পার্থ বড়ুয়া ও সোহেল মন্ডল।[১]
তাকদীর | |
---|---|
ধরন |
|
নির্মাতা |
|
শ্রেষ্ঠাংশে |
|
দেশ | বাংলাদেশ |
মূল ভাষা | বাংলা |
পর্বের সংখ্যা | ৮ (পর্বের তালিকা) |
নির্মাণ | |
নির্বাহী প্রযোজক |
|
প্রযোজক |
|
স্থিতিকাল | ২৩-২৫ মিনিট |
নির্মাণ প্রতিষ্ঠান | ফিল্ম নয়্যার এন্ড ফিল্ম সিন্ডিকেট
|
মুক্তি | |
নেটওয়ার্ক | হইচই |
মুক্তি | ৮ ডিসেম্বর ২০২০ |
পটভূমি
সম্পাদনাধারাবাহিকের পটভূমিটি ঢাকার তাকদীর (চঞ্চল চৌধুরী) নামক একটি ফ্রিজার ভ্যান চালকের গল্পকে কেন্দ্র করে আবর্তিত হয়। যার ভ্যানের ভিতরে একটি মৃতদেহ পাওয়া গেলে তার পুরো জীবন উল্টে যায়। বিশৃঙ্খল ঘটনাবলি তাকদীর এবং তার সেরা বন্ধু মন্টুকে (সোহেল মন্ডল) মহা বিপদে ফেলে দেয়।[২] তাকদীর ভয়ে উদ্বিগ্ন হয় এবং পরবর্তীতে তার কী করণীয় এ নিয়ে এক অদ্ভুত পরিস্থিতিতে পড়ে। এবং প্রতিবার, তাকদীর যখন আসন্ন বিপদ থেকে মুক্তি পেতে যাচ্ছে বলে মনে হয়, তখনই পুনরায় কিছু মর্মান্তিক ঘটনা ঘটে।
অভিনয়
সম্পাদনা- চঞ্চল চৌধুরী - তাকদীর
- সানজিদা প্রীতি - আফসানা আঞ্জুম
- মনোজ কুমার প্রামাণিক - রানা
- সোহেল মন্ডল - মন্টু
- পার্থ বড়ুয়া - হিটম্যান
- মীর রাব্বি - শেরজাদ চৌধুরি
- রিবিতা নন্দিনী শিমু - জোৎস্না
- মাহাফুজ মুন্না - সোহাগ
- এজাজ বারি - নওয়াজ সাহেব
- সাজ্জাদ সাজু - সাকিব
- নাফিস আহমেদ - সিজার
- শাহরিয়ার ফেরদৌস সজীব - আলাল, ডিবি-১
- তামজিদ তন্ময় - কিশোর তকদির
- আল রাফিউল ইসলাম রাতুল - কিশোর মন্টু
- তানজিম সাইয়ারা তটিনী - আনিকা, শিক্ষানবিশ সাংবাদিক
- ইন্তেখাব দিনার - চেয়ারম্যান (বিশেষ উপস্থিতি)
পর্ব
সম্পাদনামৌসুম | পর্ব | মূল মুক্তি | |||
---|---|---|---|---|---|
১ | ৮ | ১৮ ডিসেম্বর ২০২০ |
মৌসুম ১ (২০২০)
সম্পাদনা২০২০ সালের ৬ ডিসেম্বর, হইচই এই ওয়েব ধারাবাহিকের অফিসিয়াল ট্রেলার প্রকাশ করে, যা ভারত ও বাংলাদেশের দর্শকদের মধ্যে সাড়া সৃষ্টি করে। ১৮ ডিসেম্বর ২০২০ সালে, হইচই একসাথে সকল পর্ব (আটটি) মুক্তি দেয়।[৩]
নং. | শিরোনাম | পরিচালক | মূল মুক্তির তারিখ |
---|---|---|---|
১ | "রসাতল" | সৈয়দ আহমেদ শাওকী | ১৮ ডিসেম্বর ২০২০ |
২ | "রদবদল" | সৈয়দ আহমেদ শাওকী | ১৮ ডিসেম্বর ২০২০ |
৩ | "রণক্ষেত্র" | সৈয়দ আহমেদ শাওকী | ১৮ ডিসেম্বর ২০২০ |
৪ | "গন্ধম" | সৈয়দ আহমেদ শাওকী | ১৮ ডিসেম্বর ২০২০ |
৫ | "বরফকল" | সৈয়দ আহমেদ শাওকী | ১৮ ডিসেম্বর ২০২০ |
৬ | "বরখেলাপ" | সৈয়দ আহমেদ শাওকী | ১৮ ডিসেম্বর ২০২০ |
৭ | "প্রায়শ্চিত্ত" | সৈয়দ আহমেদ শাওকী | ১৮ ডিসেম্বর ২০২০ |
৮ | "পুলসিরাত" | সৈয়দ আহমেদ শাওকী | ১৮ ডিসেম্বর ২০২০ |
পুরস্কার
সম্পাদনা- চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার
প্রদানের তারিখ | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২৭ ফেব্রুয়ারি ২০২১ | শ্রেষ্ঠ ওয়েব ধারাবাহিক | তাকদীর | বিজয়ী | [৪] |
শ্রেষ্ঠ ওয়েব ধারাবাহিক পরিচালক | সৈয়দ আহমেদ শাওকী | |||
শ্রেষ্ঠ ওয়েব ধারাবাহিক অভিনেতা | চঞ্চল চৌধুরী |
- ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার
প্রদানের তারিখ | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
৩ সেপ্টেম্বর ২০২২ | সেরা ড্রামা/সিরিজ | তাকদীর | বিজয়ী | [৫] |
শ্রেষ্ঠ অভিনয়শিল্পী (পুরুষ) | চঞ্চল চৌধুরী | বিজয়ী | ||
সেরা পার্শ্ব অভিনয়শিল্পী, সিরিজ (পুরুষ) | সোহেল মণ্ডল | বিজয়ী | ||
সেরা চিত্রগ্রাহক | বরকত হোসাইন | বিজয়ী | ||
সেরা পোশাক পরিকল্পনা | ইদিলা ফারিদ | বিজয়ী |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "এ যেনো ভিন্ন এক চঞ্চল চৌধুরী"। ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২০।
- ↑ "কী আছে তাকদীর-এ"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২০।
- ↑ "১৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে চঞ্চল অভিনীত 'তাকদীর'"। বণিক বার্তা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২০।
- ↑ "শ্রেষ্ঠ নায়কের পুরস্কার নিতে আসেননি শাকিব, শ্রেষ্ঠ নায়িকা বুবলী"। দৈনিক ইত্তেফাক। ২৭ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১: চরকির বাজিমাত"। দৈনিক প্রথম আলো। ৪ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২২।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে তাকদীর (ইংরেজি)