ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট

বাংলাদেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট
(ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পুনর্নির্দেশিত)

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের অন্যতম প্রাচীন পলিটেকনিক ইনস্টিটিউট।[][]

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট
নীতিবাক্যপ্রযুক্তিই প্রগতি
ধরনসরকারি প্রকৌশল পলিটেকনিক ইনস্টিটিউট
স্থাপিত১৯৫৫ ' ইস্ট পাকিস্তান পলিটেকনিক ইনস্টিটিউট (ইপিপিআই)'; ১৯৭১ 'ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট (ডিপিআই)'
ইআইআইএন১৩৭০১৮ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষকোনো শিক্ষক নেই
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১৩০
শিক্ষার্থী১০,৮০০
স্নাতক৮০০০
অবস্থান
তেজগাঁও শিল্প এলাকা
, ,
২৩°৪৫′৩২″ উত্তর ৯০°২৩′৫৯″ পূর্ব / ২৩.৭৫৮৮৯° উত্তর ৯০.৩৯৯৭২° পূর্ব / 23.75889; 90.39972
শিক্ষাঙ্গনশহুরে , ২৭.৬৩ একর (0.১১ কিমি²)
পোশাকের রঙসাদা   কালো  
ওয়েবসাইটdpi.gov.bd
মানচিত্র
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ভিতর ছোট্ট একটি মাঠ

ইতিহাস

সম্পাদনা

১৯৪৯ এর ফেব্রুয়ারিতে Council of Technical Education in Pakistan এর রিপোর্ট মোতাবেক ১৯৫৫ সালে করাচী ও ঢাকায় দু’টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয়। তৎকালীন সি. এল. আই. ডিপার্টমেন্টের অধীনে আমেরিকার ফোর্ড ফাউন্ডেশন-এর অর্থানুকুল্যে ১৯৫৫ সালের ৫ই জানুয়ারি স্থাপিত হয় বর্তমানের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তখন যার নাম ছিল ইস্ট বেঙ্গল পলিটেকনিক ইনস্টিটিউট।

১৯৭১ সালে এর মে মাসে নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট।

এর প্রতিষ্ঠার কাজ শুরু হয় ১৯৫৩ সালে এবং শেষ হয় ১৯৫৫ সালে। প্রথম ব্যাচ ভর্তি করা হয় ১৯৫৬ সালে।

দেশ স্বাধীন হওয়ার পর ১৯৮৩ সালে  Dacca থেকে Dhaka নামে পরিবর্তিত হয়ে বর্তমান Dhaka polytecnic institute নামে নাম করণ হয়. আমেরিকার ওকলাহামা স্টেট ইউনিভার্সিটির কারিকুলাম অনুসরণে পরিচালিত তিন বৎসর মেয়াদি চারটি প্রযুক্তিতে (সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও পাওয়ার) ১২০ জন শিক্ষার্থী নিয়ে পরিচালিত ডিপ্লোমা স্তরের কোর্সটি Associate in Engineering নামে প্রত্যয়ন হতো। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে চার বছর মেয়াদী এই কোর্সে ১২টি টেকনোলোজি চলমান রয়েছে।যদিও এইটি সবচেয়ে পুরাতন পলিটেকনিক নয়, তবে এইটির প্রস্তাবনা গ্লাস এন্ড সিরামিকস এর আগেই দেওয়া হয়েছে বিধায় একে সবচেয়ে পুরাতন পলিটেকনিক হিসেবে আখ্যায়িত করা হয়।

অবস্থান

সম্পাদনা

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত। এর উত্তরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, দক্ষিণে কারিগরি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় এবং পশ্চিমে ঢাকা-টংগী মহাসড়ক।[] এবং তার পেছন দিকে রয়েছে দৃষ্টিনন্দন হাতিরঝিল।

ক্যাম্পাস

সম্পাদনা

মূল ক্যাম্পাসে রয়েছে চারতলা বিশিষ্ট একটি ভবন, অফিস, লাইব্রেরী, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ তিনটি বড় ওয়ার্কশপ ভবন, জিমনেশিয়াম ও ল্যবরেটরী এবং একটি ৫০০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম। মূল ভবনের দক্ষিণ পাশে রয়েছে মসজিদ ও শহীদ মিনার। উত্তর পাশে সোনালি ব্যাংক ঢাকা পলিটেকনিক শাখা, পুর্বে পোষ্ট আফিস আছে। ঢাকা পলিটেকনিক ফিল্ড ক্যাম্পাস হতে একটু দুরে অবস্থিত।

প্রযুক্তি

সম্পাদনা

একাডেমিক প্রযুক্তি সমূহের মধ্যে রয়েছে

  1. আর্কিটেকচার প্রকৌশল
  2. অটোমোবাইল প্রকৌশল
  3. কেমিক্যাল প্রকৌশল
  4. সিভিল প্রকৌশল
  5. কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল
  6. ইলেকট্রিক্যাল প্রকৌশল
  7. ইলেকট্রনিক্স প্রকৌশল
  8. এনভায়রনমেন্টাল প্রকৌশল
  9. ফুড প্রকৌশল
  10. মেকানিক্যাল প্রকৌশল
  11. পাওয়ার প্রকৌশল
  12. রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং প্রকৌশল (আর.এ.সি)
রাজনৈতিক
সম্পাদনা
অন্যান্য
সম্পাদনা

ছাত্রাবাস

সম্পাদনা

পূর্বে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্রদের জন্য ৫টি এবং ছাত্রীদের জন্য ২টি আবাসিক হল থাকলেও বর্তমানে ছাত্রদের জন্য ৩টি এবং ছাত্রীদের জন্য ২টি আবাসিক হল রয়েছে।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Dhaka Polytechnic Institute – Home"dpi.gov.bd। ২০১৯-০৭-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৮ 
  2. হোসেন, আকবর (২০১৭-০১-০৬)। "বাংলাদেশে কারিগরি শিক্ষা:শিক্ষার্থীরা কতটা আগ্রহী হচ্ছে?" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৮ 
  3. "পলিটেকনিক ইনস্টিটিউটে পড়তে হলে"www.prothom-alo.com। ২০১৩-০৭-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা