ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প।[১] শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে এই প্রকল্প। [২] রাজধানী ঢাকার যানজট নিরসনের জন্য এটিই হচ্ছে সরকার কর্তৃক গৃহীত সবচেয়ে বড় প্রকল্প।[৩] সংযোগ সড়ক সহএটির দৈর্ঘ্য হবে ৪৬.৭৩ কিলোমিটার [৪] এবং ব্যয় হবে ৳১২২ বিলিয়ন টাকা।[২]
নেই
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে | |
---|---|
পথের তথ্য | |
দৈর্ঘ্য | ১৯.৭৩ কিমি (১২.২৬ মা) র্যাম্পসহ ৪৬.৭৩ কিমি |
অবস্থা | কাজ চলমান |
মহাসড়ক ব্যবস্থা | |
চুক্তি
সম্পাদনাইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড $১.০৬২ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে চায়না রেলওয়ে কন্সট্রাকসন কর্পোরেশন এর সঙ্গে এক্সপ্রেসওয়েটি নির্মাণের জন্য।[১][২]
চলমান অগ্রগতি
সম্পাদনাপ্রথম ধাপের এয়ারপোর্ট-বনানী রেলস্টেশন পর্যন্ত অগ্রগতি ১০০ শতাংশ। দ্বিতীয় ধাপের বনানী রেলস্টেশন-মগবাজার ও তৃতীয় ধাপের মগবাজার-চিটাগাং রোডের কুতুবখালী পর্যন্ত প্রস্তুতিমূলক কাজ চলমান। ২৫ সেপ্টেম্বর, ২০২১ পরীক্ষামূলক পাইলিং উদ্বোধন করা হয়।[৫]
উদ্বোধন
সম্পাদনা২০২৩ সালের (২ সেপ্টেম্বর) বিকেল চারটা ছয় মিনিটে সুইচ টিপে রাজধানীর আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা মাঠের পাশে স্থাপিত এলিভেটেড এক্সপ্রেস ওয়ের ফলক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।[৬][৭]
পরবর্তীতে ২০ মার্চ ২০২৪ কারওয়ান বাজার র্যাম্প খুলে দেওয়া হয়। এই নিয়ে মোট ১৬টি র্যাম্প চালু হলো। এর আগে ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশ খুলে দেওয়া হয়েছিল।[৮]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "এই মাস থেকেই শুরু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ: কাদের"।
- ↑ ক খ গ "Dhaka Elevated Expressway PPP Project"। ২১ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ Azad, M. Abul Kalam (২০১৪-০৮-২৬)। "Now Chinese firm on the scene"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৪।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৬।
- ↑ "ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দৃশ্যমান"। দৈনিক যুগান্তর। ১৫ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১৮ মে ২০২১।
- ↑ বাসস (২০২৩-০৯-০২)। "ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যোগাযোগের আরেক মাইলফলক: প্রধানমন্ত্রী"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৪।
- ↑ "ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নতুন মাইলফলক"। www.bhorerkagoj.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৪।
- ↑ চালু হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার র্যাম্প, কালের কণ্ঠ, ২০ মার্চ ২০২৪