ঢাকা-৩
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
ঢাকা-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৭৬নং আসন।
ঢাকা-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | ঢাকা জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
← ঢাকা-২ ঢাকা-৪ → |
সীমানা
সম্পাদনাঢাকা-৩ আসনটি ঢাকা জেলার কেরানিগঞ্জ উপজেলার জিনজিরা, আগানগর, তেঘরিয়া কোন্ডা ও শুভাঢ্যা এই ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে নসরুল হামিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | নসরুল হামিদ | ১,১২,৬২৩ | ৫৮.৫ | +২৪.৮ | ||
বিএনপি | গয়েশ্বর চন্দ্র রায় | ৭০,৬৮০ | ৩৬.৭ | -২৭.৫ | ||
ইসলামী আন্দোলন | সুলতান আহমেদ খান | ৭,১৭৬ | ৩.৭ | প্র/না | ||
জাকের পার্টি | কায়সার আলম টিপু | ১,৬৩৭ | ০.৯ | প্র/না | ||
বিকেএ | মোঃ ফকরুল ইসলাম | ৩৯৪ | ০.২ | -০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪১,৯৪৩ | ২১.৮ | −৮.৭ | |||
ভোটার উপস্থিতি | ১,৯২,৫১০ | ৭৬.৮ | +৮.৮ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | আমানউল্লাহ আমান | ১,৬৯,৯৮০ | ৬৪.২ | +৪.৩ | |
আওয়ামী লীগ | নসরুল হামিদ | ৮৯,৩৭৫ | ৩৩.৭ | +৮.৩ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোঃ সাইফুল ইসলাম | ৪,১০৮ | ১.৬ | প্র/না | |
বিকেএ | আবু জাফর কাশেমী | ৯২২ | ০.৩ | +০.১ | |
স্বতন্ত্র | মোঃ মনিরুজ্জামান রুবেল | ৩৮৩ | ০.১ | প্র/না | |
জাসদ | হাবিবুর রহমান | ২০৩ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৮০,৬০৫ | ৩০.৪ | −৪.১ | ||
ভোটার উপস্থিতি | ২,৬৪,৯৭১ | ৬৮.০ | −৭.৩ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | আমানউল্লাহ আমান | ১,২৪,০৯৬ | ৫৯.৯ | +২.৬ | |
আওয়ামী লীগ | মোঃ শাহজাহান | ৫২,৬৬২ | ২৫.৪ | -১৩.৬ | |
জাতীয় পার্টি | মোঃ সাইফুর রহমান | ২২,০৯৩ | ১০.৭ | +৯.৯ | |
ইসলামী সমাজতান্ত্রিক আন্দোলন | মোঃ নজরুল ইসলাম | ৩,১৩১ | ১.৫ | প্র/না | |
জামায়াতে ইসলামী | মোঃ আবু হাশেম | ১,৮৫৯ | ০.৯ | প্র/না | |
জাকের পার্টি | আলমগীর হোসেন | ১,৭৩৪ | ০.৮ | -০.৭ | |
স্বতন্ত্র | আব্দুস সামাদ | ৪৬১ | ০.২ | প্র/না | |
ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টি | সালাহউদ্দীন আহমেদ | ৪০৪ | ০.২ | প্র/না | |
বিকেএ | জালাল উদ্দিন | ৩৫১ | ০.২ | প্র/না | |
বাংলাদেশ তফসিল জাতি ফেডারেশন (এস কে মণ্ডল) | স্বপন কুমার মন্ডল | ১৮৭ | ০.১ | প্র/না | |
বাংলাদেশ তফসিলি ফেডারেশন (সুদীর) | সুধীর চন্দ্র সরকার | ১৫০ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৭১,৪৩৪ | ৩৪.৫ | +১৬.২ | ||
ভোটার উপস্থিতি | ২,০৭,১২৮ | ৭৫.৩ | +১৬.৬ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | আমানউল্লাহ আমান | ৯৭,২৯৯ | ৫৭.৩ | |||
আওয়ামী লীগ | মোস্তাফা মহসিন মন্টু | ৬৬,২২০ | ৩৯.০ | |||
জাকের পার্টি | আলমগীর হোসেন | ২,৫৮০ | ১.৫ | |||
জামায়াতে ইসলামী | মোঃ আবু হাশেম | ১,৬৭৬ | ১.০ | |||
জাতীয় পার্টি | ওবায়দুর রহমান | ১,৩৭২ | ০.৮ | |||
জাসদ (রব) | হাফিজুর রহমান | ৩৪৮ | ০.২ | |||
এনডিপি | মোঃ আবুল হোসেন | ৩০৪ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৩১,০৭৯ | ১৮.৩ | ||||
ভোটার উপস্থিতি | ১,৬৯,৭৯৯ | ৫৮.৭ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ঢাকা-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে ঢাকা-৩