ঢাকা-১১

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

ঢাকা-১১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৮৪নং আসন।

ঢাকা-১১
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাঢাকা জেলা
বিভাগঢাকা বিভাগ
মোট ভোটার
  • ৪,২৬,৫৫৫ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ২,১৭,২২১
  • নারী ভোটার: ২,০৯,৩৩১
  • হিজড়া ভোটার: ৩
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩

সীমানা

সম্পাদনা

ঢাকা-১১ আসনটি ঢাকা মেট্রোপলিটন এর বাড্ডা থানা,ভাটারা থানা, রামপুরা থানা, হাতিরঝিল থানার একাংশ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ২১, ২২ , ২৩ ,৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১,ও ৪২ নং ওয়ার্ড নিয়ে গঠিত।[]

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৭৩ বোরহান উদ্দিন আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৭৯ শামসুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
সীমানা পরিবর্তন
১৯৮৬ এস এ খালেক জাতীয় পার্টি[]
১৯৮৮ জাতীয় পার্টি[]
১৯৯১ হারুন রশীদ মোল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
১৯৯৩ উপ-নির্বাচন সৈয়দ মুহাম্মদ মহসিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ এস এ খালেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ কামাল আহমেদ মজুমদার বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ এস এ খালেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল
সীমানা পরিবর্তন
২০০৮ আসাদুজ্জামান খাঁন কামাল বাংলাদেশ আওয়ামী লীগ
সীমানা পরিবর্তন
২০১৪ এ.কে.এম. রহমতুল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ বাংলাদেশ আওয়ামী লীগ
[] ২০২৪ মোহাম্মদ ওয়াকিল উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে এ.কে.এম. রহমতুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[]

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: ঢাকা-১১[][১০]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আসাদুজ্জামান খাঁন কামাল ১,৩০,৪২৪ ৬১.৯ +১৮.৩
বিএনপি মোহাম্মদ শাহাব উদ্দিন ৭৩,৮৭০ ৩৫.১ -১৬.৬
বিকল্পধারা আব্দুল মান্নান ২,২৯০ ১.১ প্র/না
স্বতন্ত্র সাঈদ হোসেন চৌধুরী ১,৮৭৫ ০.৯ প্র/না
ইসলামী আন্দোলন গাজী মো. আব্দুল বাসেত ১,৬১৩ ০.৮ প্র/না
বাসদ তাহেরা বেগম জলি ২২৪ ০.১ প্র/না
জাসদ (রব) মো. কামাল উদ্দিন পাট‌োয়ারী ১৩৩ ০.১ প্র/না
বিজেপি মুহাম্মদ রহমতউল্লাহ ১১৫ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৫৬,৫৫৪ ২৬.৯ +১৮.৮
ভোটার উপস্থিতি ২,১০,৫৪৪ ৭১.০ +১১.৩
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: ঢাকা-১১[১১]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি এস. এ. খালেক ১,৯৩,৯৪৫ ৫১.৭ +১৩.৯
আওয়ামী লীগ কামাল আহমেদ মজুমদার ১,৬৩,৬৬০ ৪৩.৬ -৪.০
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট শেখ শওকত হোসেন নিলু ১৪,৩৮৪ ৩.৮ প্র/না
কমিউনিস্ট পার্টি মো. মোর্শেদ আলী ৮১৪ ০.২ প্র/না
বাংলাদেশ পিপলস কংগ্রেস মো. মোশাররফ হোসেন ৭২৪ ০.২ প্র/না
জাতীয় দেশপ্রেমিক পার্টি রাফি আহমেদ বিদ্যুৎ ৫৫১ ০.১ প্র/না
জাসদ আসিফুর রহমান বাবু ১৯৭ ০.১ প্র/না
বাংলাদেশ প্রগ্রেসিভ পার্টি মাসুম আহমেদ ১৮৮ ০.১ প্র/না
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (বাংলাদেশ) এম. এ. মঞ্জুর হোসেন শিকদার ১৭০ ০.০ প্র/না
স্বতন্ত্র মো. এবাদুল্লাহ ১৩১ ০.০ প্র/না
জাতীয় পার্টি মো. আমানত হোসেন ১১৮ ০.০ প্র/না
সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন মো. আবু সালেহ ৬২ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩০,২৮৫ ৮.১ −১.৭
ভোটার উপস্থিতি ৩,৭৪,৯৪৪ ৫৯.৭ −৭.০
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ঢাকা-১১[১১]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ কামাল আহমেদ মজুমদার ১,২৮,৭৬৬ ৪৭.৬ +১.১
বিএনপি এখলাস উদ্দিন মোল্লাহ ১,০২,৩০৭ ৩৭.৮ -১০.২
জাতীয় পার্টি মো. তৈয়বুর রহমান রহমান ২৪,৯৫৮ ৯.২
জামায়াতে ইসলামী খন্দকার এ. মান্নান ৮,৯৪৬ ৩.৩ +৪.৯
ইসলামী ঐক্য জোট মো. আবু ইউসুফ ২,২৯২ ০.৮
জাকের পার্টি মো. আব্দুল লতিফ ১,৩৭০ ০.৫
বাংলাদেশ জনতা পার্টি মো. ওয়াজেদ আলী যুক্তিবাদী ৬৮২ ০.৩
ওয়ার্কার্স পার্টি কামরুল আহসান ৪৬৯ ০.২
জন দল মো. সামশাদ ১২৯ ০.০
জাসদ (রব) খুরশিদ আলম খসরু ১১২ ০.০
বাংলাদেশ বাস্তুহারা পরিষদ এম. এ. আওয়াল ১০৫ ০.০
ন্যাপ নাসিমা হক রুবি ৭১ ০.০
বাংলাদেশ জাতীয় কংগ্রেস মো. আবু বকর সিদ্দিক ৬৬ ০.০
স্বতন্ত্র এম. সালাউদ্দিন আহমেদ ৫১ ০.০
স্বতন্ত্র মো. হেমায়েত উদ্দিন ৪৫ ০.০
স্বতন্ত্র মো. নুরুল আমিন ৪৩ ০.০
সামাজিক গণতান্ত্রিক পার্টি শেখ মোস্তাক আহমেদ ৩২ ০.০
জাতীয় জনতা পার্টি (আসাদ) মৃধা মুনিরা আক্তার ৩২ ০.০
জাতীয় দেশপ্রেমিক পার্টি রাফি আহমেদ বিদ্যুৎ ৩১ ০.০
সংখ্যাগরিষ্ঠতা ২৬,৪৫৯ ৯.৮ +৮.২
ভোটার উপস্থিতি ২,৭০,৫০৭ ৬৬.৭ +৬.৪
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে

১৯৯২ সালের নভেম্বরে হারুন রশীদ মোল্লা মৃত্যুবরণ করেন। ১৯৯৩ সালের ফেব্রুয়ারির উপ-নির্বাচনে বিএনপির সৈয়দ মুহম্মদ মশিন নির্বাচিত হন।[১২]

ঢাকা-১১ উপ-নির্বাচন, ১৯৯৩[১৩]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি সৈয়দ মুহাম্মদ মহসিন ৮০,২৭৬ ৪৮.০ +৫.২
আওয়ামী লীগ কামাল আহমেদ মজুমদার ৭৭,৬৫১ ৪৬.৫ +৫.৫
জাতীয় পার্টি বেলাল আহমেদ ৭,১৪৯ ৪.৩ -১.৩
স্বতন্ত্র ও অন্যান্য অন্যান্য ১৪ প্রার্থী ২,০৪৩ ১.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২,৬২৫ ১.৬ −০.২
ভোটার উপস্থিতি ১,৬৭,১১৯ ৬০.৩ +১২.০
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: ঢাকা-১১[১১]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি হারুন রশিদ মোল্লাহ ৪৯,৮৮৬ ৪২.৮
আওয়ামী লীগ কামাল হোসেন ৪৭,৭৫০ ৪১.০
জামায়াতে ইসলামী এ. গাফ্ফার ৮,১৯১ ৭.০
জাতীয় পার্টি মো. তৈয়বুর রহমান রহমান ৬,৫০৪ ৫.৬
জাকের পার্টি মো. আব্দুল কবির ১,৯৩২ ১.৭
স্বতন্ত্র মো. বদিউজ্জামান ৬৪৪ ০.৬
ওয়ার্কার্স পার্টি কামরুল হাসান ৪৩০ ০.৪
বিকেএ মো. জাফরুল্লাহ খান ৩১৬ ০.৩
বাংলাদেশ জাতীয় তাঁতি দল এ. সাত্তার ১৭৫ ০.২
স্বতন্ত্র সৈয়দ নাজিম উদ্দিন আহমেদ ১৬৯ ০.১
বাকশাল শফিকুল আলম ১৩৮ ০.১
স্বতন্ত্র মো. হামিদুজ্জামান ১৩৩ ০.১
বাংলাদেশ মানবতাবাদী দল মো. জুলফিকার আলী ভুট্টো ১৩০ ০.১
স্বতন্ত্র এবিএম শামসুদ্দৌলা ৯৭ ০.১
বাংলাদেশ বেকার সমাজ আফরোজা বেগম ৩৫ ০.০
জাতীয়তাবাদী গণতান্ত্রিক চাষী দল আব্দুল লতিফ ১৬ ০.০
সংখ্যাগরিষ্ঠতা ২,১৩৬ ১.৮
ভোটার উপস্থিতি ১,১৬,৫৪৬ ৪৮.৩
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ঢাকা-১১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. Dhakatimes24.com। "ঢাকা-১১ আসন: নৌকার মাঝি হলেন ওয়াকিল উদ্দিন"Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৮ 
  8. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  9. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  10. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  11. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 
  12. চৌধুরী, মাহফুযুল এইচ (২০০৩)। Democratization in South Asia: Lessons from American Institutions [দক্ষিণ এশিয়ায় গণতান্ত্রিকীকরণ: আমেরিকান প্রতিষ্ঠান থেকে শিক্ষা] (ইংরেজি ভাষায়)। অ্যাশগেট। পৃষ্ঠা ৬৬। আইএসবিএন 0-7546-3423-X 
  13. হাকিম, মোহাম্মদ এ. (আগস্ট ১৯৯৪)। "The মীরpur Parliamentary by-Election in Bangladesh" [বাংলাদেশে মিরপুর সংসদীয় উপ-নির্বাচন]। এশিয়ান সার্ভে (ইংরেজি ভাষায়)। ৩৪ (৮): ৭৪২, ৭৪৬। জেস্টোর 2645261 

বহিঃসংযোগ

সম্পাদনা