ড. হোমি ভাভা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়
মুম্বাইয়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়
ড. হোমি ভাভা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় হলো মুম্বাই, মহারাষ্ট্র, ভারতে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়।[১] এটি ২০১৯ সালে একটি ক্লাস্টার বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল, যা পূর্বে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের অধীনে চারটি কলেজকে একত্রিত করে — এলফিনস্টোন কলেজ, সিডেনহাম কলেজ, সেকেন্ডারি ট্রেনিং কলেজ এবং দ্য ইনস্টিটিউট অফ সায়েন্স, পরবর্তীটি প্রধান কলেজ।[২]
ধরন | সরকারি |
---|---|
স্থাপিত | ২০১৯ |
অবস্থান | , , |
ওয়েবসাইট | https://www.hbsu.ac.in/ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "State University ,Maharashtra"। University Grants Commission। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২২।
- ↑ "Dr Homi Bhabha University: Admissions to first cluster university in state from this year"। The Indian Express। ১৬ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২২।