ড্যানিয়েল ব্ল্যাক

ইংরেজ ফুটবলার

ড্যানিয়েল ব্ল্যাক (ইংরেজি: Daniel Black; ১৬ এপ্রিল ১৯১১ – ১৯৯৩) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়[][] তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় ম্যান্সফিল্ড টাউনের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেছেন।

ড্যানিয়েল ব্ল্যাক
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ড্যানিয়েল ব্ল্যাক[]
জন্ম ১৬ এপ্রিল ১৯১১[]
জন্ম স্থান ওয়াইটহ্যাভেন, ইংল্যান্ড[]
মৃত্যু ১৯৭৮ (বয়স ৬৬–৬৭)[]
মাঠে অবস্থান গোলরক্ষক
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৩২–১৯৩৩ কেলস
১৯৩৩–১৯৩৫ কার্লাইল ইউনাইটেড ২১ (০)
১৯৩৫ রদারাম ইউনাইটেড (০)
১৯৩৫–১৯৩৮ ম্যান্সফিল্ড টাউন ৪৬ (০)
১৯৩৮ পিটারবোরো ইউনাইটেড
মোট ৬৭ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

১৯৩২–৩৩ মৌসুমে, ইংরেজ ফুটবল ক্লাব কেলসের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেন। কেলসের হয়ে ১ মৌসুম খেলার পর, পরবর্তী মৌসুমে তিনি কার্লাইল ইউনাইটেডে যোগদান করেন, যেখানে তিনি ২ মৌসুমে ২১টি ম্যাচে অংশগ্রহণ করেছেন। অতঃপর তিনি রদারাম ইউনাইটেডে যোগদান করেন, যেখানে তিনি একটিও ম্যাচ না খেলে একই মৌসুমে ম্যান্সফিল্ড টাউনে যোগদান করেন। সর্বশেষ ১৯৩৮–৩৯ মৌসুমে, তিনি ম্যান্সফিল্ড টাউন হতে পিটারবোরো ইউনাইটেডে যোগদান করেছিলেন, যেখানে তিনি ১ মৌসুম অতিবাহিত করে অবসর গ্রহণ করেছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ড্যানিয়েল ব্ল্যাক at the English National Football Archive (সদস্যতা প্রয়োজনীয়)
  2. Joyce, Michael (২০০৪)। Football League Players' Records 1888 to 1939। SoccerData। আইএসবিএন 1-899468-67-6