ডোরেমন: নোবিতা'স স্পেস হিরোজ
ডোরেমন:নোবিতা'স স্পেস হিরো রেকর্ড অফ স্পেস হিরোস্ (ドラえもん のび太の
ডোরেমন: নোবিতা'স স্পেস হিরোস্ | |
---|---|
ドラえもん のび太の | |
পরিচালক | ইয়োসিহিরো ওগুসি |
রচয়িতা | ফুজিকো এফ. ফুজিও |
উৎস | ফুজিকো ফুজিও কর্তৃক ডোরেমন |
শ্রেষ্ঠাংশে | অভিনয় অনুচ্ছেদ দেখুন |
সুরকার | কান সাওয়াদা |
প্রযোজনা কোম্পানি | সিন আই আনিমেশন |
পরিবেশক | তোহো |
মুক্তি |
|
স্থিতিকাল | ১০০ মিনিট[১] |
দেশ | জাপান |
ভাষা | জাপানি |
আয় | $৩৬ মিলিয়ন[২][৩] |
কাহিনী সংক্ষেপ
সম্পাদনাএকদিন রাতে একটি মহাকাশযান বিদ্ধস্ত হয়।অন্যদিকে, নোবিতা ও তার বন্ধুরা ঠিক করে যে তারা মহাকাশের উপর ভিত্তি করে চলচ্চিত্র নির্মাণ করবে,যার মাঝে তারা হিরোর অভিনয় করবে। এক্ষেত্রে তারা ডোরেমনের গ্যাজেটের সাহায্য নেয়। বিদ্ধস্ত মহাকাশযানে থাকা একজন এলিয়েন তাদের অভিনয় দেখে সত্য মনে করে। সে নোবিতাদেরকে বলে যে, তাদের গ্রহে একদল ভিনগ্রহী ডাকাত এসেছে, যারা তার গ্রহের লোকজনকে ঠকিয়ে গ্রহের সকল শক্তি আত্মসাৎ করার জন্য কাজ করছে।সে নোবিতাদের কাছে সাহায্য চায়। নোবিতা ও তার বন্ধুরা ভাবে এটা চলচ্চিত্রের অংশ ৷ যাইহোক, নোবিতারা গ্রহটিতে যায় এবং ডাকাতগুলোকে হারিয়ে দেয়। পরবর্তীতে, নোবিতা তার ভিনগ্রহী বন্ধুকে জানিয়ে দেয় যে তারা সাধারণ মানুষ। তবুও সবাই কৃতজ্ঞতা প্রকাশ করে। সবশেষে নোবিতারা পৃথিবীতে ফিরে আসে।
অভিনয়ে
সম্পাদনা- ডোরেমন-ওয়াসাবি মিজুতা
- নোবিতা নোবি-মেগুমি ওহারা
- শিজুকা মিনামোতো-ইউমি কাকাজু
- তাকেশি জিয়ান গৌদা-সুবারু কিমুরা
- সুনিও হোনেকাওয়া-তোমোকাজু সেকি
অন্যান্য
সম্পাদনাচলচ্চিত্রটি সারা বিশ্বে ৩৬ মিলিয়ন ডলার আয় করে।৯ নভেম্বর ২০১৮ সালে ভারতের ডিজনি চ্যানেলে এটি হিন্দিতে মুক্তি পায়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Eiga: Doraemon -- Nobita no Space Heroes"। The Japan Times। ২০১৫-০৬-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৪-১৩।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;ann
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "Eiga Doraemon Nobita no Space Heroes"। সংগ্রহের তারিখ এপ্রিল ৬, ২০১৬।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (জাপানি ভাষায়)
- আনিমে নিউজ নেটওয়ার্ক বিশ্বকোষে ডোরেমন: নোবিতা'স স্পেস হিরোজ (আনিমে)
- ドラえもん映画祭2015
- DORAEMON BLUE PROJECT
- 映画ドラえもん × タワーレコード キャンペーン
- のび太の宇宙英雄記(スペースヒーローズ)フェア
- ドラえもん&藤子・F・不二雄公式ファンブック Fライフ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ মে ২০১৫ তারিখে