ডোরেমন: নোবিতা'স স্পেস হিরোজ

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত জাপানি অ্যানিমেশন চলচ্চিত্র

ডোরেমন:নোবিতা'স স্পেস হিরো রেকর্ড অফ স্পেস হিরোস্ (ドラえもん のび太の宇宙英雄記 (スペースヒーローズ) ) হল ডোরেমনের ৩৬তম চলচ্চিত্র যা ৭ মার্চ ২০১৫ সালে জাপানে মুক্তি লাভ করে। এই চলচ্চিত্রটি "'Doraemon The Superstar 2015'" নামেও পরিচিত। এই ডোরেমন মাঙ্গাঅ‍্যানিমের উপর নির্ভর করে নির্মিত হয়েছে। এই চলচ্চিত্রটি ১৯৭৯ অ‍্যানিমের ৩৫তম বর্ষ ও ২০০৫ অ‍্যানিমের দশম বর্ষ উপলক্ষে তৈরি করা হয়। এই চলচ্চিত্রটি ডোরেমনের ষষ্ঠ চলচ্চিত্রের সাথে মিল রয়েছে। এটি তোহো কর্তৃক পরিবেশিত হয়েছে।

ডোরেমন: নোবিতা'স স্পেস হিরোস্
ドラえもん のび太の宇宙英雄記 (スペースヒーローズ)
পরিচালকইয়োসিহিরো ওগুসি
রচয়িতাফুজিকো এফ. ফুজিও
উৎসফুজিকো ফুজিও কর্তৃক 
ডোরেমন
শ্রেষ্ঠাংশেঅভিনয় অনুচ্ছেদ দেখুন
সুরকারকান সাওয়াদা
প্রযোজনা
কোম্পানি
সিন আই আনিমেশন
পরিবেশকতোহো
মুক্তি
  • ৭ মার্চ ২০১৫ (2015-03-07) (জাপান)
স্থিতিকাল১০০ মিনিট[]
দেশ জাপান
ভাষাজাপানি
আয়$৩৬ মিলিয়ন[][]

কাহিনী সংক্ষেপ

সম্পাদনা

একদিন রাতে একটি মহাকাশযান বিদ্ধস্ত হয়।অন‍্যদিকে, নোবিতা ও তার বন্ধুরা ঠিক করে যে তারা মহাকাশের উপর ভিত্তি করে চলচ্চিত্র নির্মাণ করবে,যার মাঝে তারা হিরোর অভিনয় করবে। এক্ষেত্রে তারা ডোরেমনের গ‍্যাজেটের সাহায্য নেয়। বিদ্ধস্ত মহাকাশযানে থাকা একজন এলিয়েন তাদের অভিনয় দেখে সত‍্য মনে করে। সে নোবিতাদেরকে বলে যে, তাদের গ্রহে একদল ভিনগ্রহী ডাকাত এসেছে, যারা তার গ্রহের লোকজনকে ঠকিয়ে গ্রহের সকল শক্তি আত্মসাৎ করার জন্য কাজ করছে।সে নোবিতাদের কাছে সাহায্য চায়। নোবিতা ও তার বন্ধুরা ভাবে এটা চলচ্চিত্রের অংশ ৷ যাইহোক, নোবিতারা গ্রহটিতে যায় এবং ডাকাতগুলোকে হারিয়ে দেয়। পরবর্তীতে, নোবিতা তার ভিনগ্রহী বন্ধুকে জানিয়ে দেয় যে তারা সাধারণ মানুষ। তবুও সবাই কৃতজ্ঞতা প্রকাশ করে। সবশেষে নোবিতারা পৃথিবীতে ফিরে আসে।

অভিনয়ে

সম্পাদনা

অন্যান্য

সম্পাদনা

চলচ্চিত্রটি সারা বিশ্বে ৩৬ মিলিয়ন ডলার আয় করে।৯ নভেম্বর ২০১৮ সালে ভারতের ডিজনি চ‍্যানেলে এটি হিন্দিতে মুক্তি পায়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Eiga: Doraemon -- Nobita no Space Heroes"The Japan Times। ২০১৫-০৬-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৪-১৩ 
  2. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; ann নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  3. "Eiga Doraemon Nobita no Space Heroes"। সংগ্রহের তারিখ এপ্রিল ৬, ২০১৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা