ডোরেমনের ভারতীয় সংস্করণ

ডোরেমন হচ্ছে একটি জাপানি অ্যানিমে সিরিজ যা, বিশ্বব্যাপী জনপ্রিয়। ভারতে সর্বপ্রথম ২০০৫ সালে ডোরেমন সম্প্রচার করা হয়। ভারতের 'নিকিলোডিয়ান কিড'স চয়েস অ্যাওয়ার্ড ইন্ডিয়া' এর ২০১৩ এবং ২০১৫ এর আসরে 'বেস্ট শো ফর কিডস' বিভাগটি জিতে নেয়। একই পুরস্কারের জন্য ২০১৪ , ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯ এর আসরে এটি মনোনীত হয়।[][] বর্তমানে ভারতের ডিজনি চ্যানেল এর সম্প্রচার করছে।

১৯৭৯ ও ২০০৫ এর অ্যানিমে

সম্পাদনা

ভারতে সর্বপ্রথম ডোরেমনের ১৯৭৯ এর অ্যানিমের সম্প্রচার শুরু হয়। ১৩ ফেব্রুয়ারি ২০০৫ সালে হাঙ্গামা টিভির মাধ্যমে ভারতে ডোরেমনের যাত্রা শুরু হয়।[] পরবর্তীতে ১৯ নভেম্বর ২০১০ থেকে ডিজনি চ্যানেল ডোরেমন সম্প্রচার শুরু করে। তারা ১৯৭৯ এর অ্যানিমের সেইসব পর্ব প্রচার করে যা, হাঙ্গামা টিভি পূর্বে প্রচার করেছে। ২০১৩ সালের অক্টোবরে হাঙ্গামা টিভি ও একই বছরের নভেম্বরে ডিজনি চ্যানেল ইন্ডিয়া ডোরেমন ২০০৫ এর অ্যানিমে নিউ ডোরেমন নামে সম্প্রচার শুরু করে। পরবর্তীতে ১৯৭৯ এর অ্যানিমের পর্বগুলো ক্লাসিক ডোরেমন নামক সিরিজের মাধ্যমে জানুয়ারি ২০১৭ সালে ডিজনি চ্যানেল ইন্ডিয়াতে পুনরায় যাত্রা শুরু করে। যাইহোক, ১ জানুয়ারি ২০১৮ থেকে হাঙ্গামা টিভি ডোরেমনের সকল পর্ব সম্প্রচার করা বন্ধ করে। বর্তমানে ভারতে শুধুমাত্র ডিজনি চ্যানেল ইন্ডিয়ার মাধ্যমে ডোরেমন ১৯৭৯ ও ২০০৫ এর অ্যানিমে সম্প্রচারিত হচ্ছে।

চলচ্চিত্র

সম্পাদনা

২০১০ সাল থেকে এ পর্যন্ত মোট ৩১ টি ডোরেমনের চলচ্চিত্র মুক্তি পায় । এগুলো সবই টেলিভিশনে প্রচারিত হয় । এর মাঝে ২টি চলচ্চিত্র থিয়েটারে মুক্তি দেয়া হয়।একটি নাটকীয় মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র ডোরেমন ইন নোবিতা অ্যান্ড দ্য স্টীল ট্রুপস- দ্য নিউ এইজ ৬ অক্টোবর ২০১১ যা ভারতীয় থিয়েটারে ব্যাপক হিট ছিল। দ্বিতীয় চলচ্চিত্র ডোরেমন দ্য মুভি নোবিতা অর জাদুই তাপু ২৪ মে ২০১৩ ছিল। ডোরেমন চলচ্চিত্রের তালিকা যা ভারতে মুক্তি পেয়েছে নিচে নিচে দেওয়া হল.

ভারতে এই চলচ্চিত্রগুলো পরিবেশন করে ডিজনি ইউটিভি । ভারতে মুক্তি প্রাপ্ত ডোরেমনের চলচ্চিত্রগুলোর তালিকা নিম্নোক্ত:

# ভারতীয় শিরোনাম মূল শিরোনাম মুক্তির তারিখ
মূল মুক্তি থিয়েটার ডিজনি চ্যানেল হাঙ্গামা টিভি
ডোরেমন ইন নোবিতা'স লিটেল স্পেস ওয়ার ডোরেমন: নোবিতা'স লিটেল স্টার ওয়ার্স ১৬ মার্চ ১৯৮৫ ২৬ ডিসেম্বর ২০১০ ৫ ডিসেম্বর ২০১০[]
ডোরেমন ইন নোবিতা'স গ্রেট অ্যাডভেঞ্চার ইন সাউথ সী ডোরেমন: নোবিতা'স গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সাউথ সীস ৭ মার্চ ১৯৯৮ ৫ জুন ২০১১[] ২৭ ডিসেম্বর ২০১২
ডোরেমন ইন নোবিতা অ্যান্ড দ্য স্টীল ট্রুপস- দ্য নিউ এইজ ডোরেমন: নোবিতা অ্যান্ড দ্য নিউ স্টীল ট্রুপস—উইংগড এঞ্জেলস ৫ মার্চ ২০১১ ৬ অক্টোবর ২০১১ ৬ মে ২০১২ ৩ মে ২০১৩
ডোরেমন দ্য মুভি নোবিতা'স ডাইনোসর ডোরেমন: নোবিতা'স ডাইনোসর ১৫ মার্চ ১৯৮০ ১০ জানুয়ারি ২০১৩ ২৭ নভেম্বর ২০১১ []
ডোরেমন দ্য মুভি নোবিতা'স ডোরাবিয়ান নাইটস ডোরেমন: নোবিতা'স ডোরাবিয়ান নাইট্‌স ৯ মার্চ ১৯৯১ ১ ডিসেম্বর ২০১২ ৯ ডিসেম্বর ২০১২
ডোরেমন দ্য মুভি নোবিতা'স থ্রি ম্যাজিক্যাল সোর্ডসম্যান ডোরেমন: নোবিতা'স থ্রি ভিসিওনারি সোর্ডসম্যান ১২ মার্চ ১৯৯৪ ২৩ মার্চ ২০১৩ ২৫ জুলাই ২০১২
ডোরেমন দ্য মুভি নোবিতা অর জাদুই তাপু ডোরেমন: নোবিতা অ্যান্ড দ্য আইল্যান্ড অব মীরাকেল— অ্যানিমেল অ্যাডভেঞ্চার ৩ মার্চ ২০১২ ২৪ মে ২০১৩ [] ২৯ জুন ২০১৩ ১ অক্টোবর ২০১৩
ডোরেমন দ্য মুভি নোবিতা অর খেল খিলোনা ভুল ভুলাইয়া ডোরেমন: নোবিতা অ্যান্ড দ্য টিন ল্যাবরিন্থ ৬ মার্চ ১৯৯৩ ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১২ অক্টোবর ২০১৩
ডোরেমন দ্য মুভি নোবিতা ইন জান্নাত নং. ১ ডোরেমন: নোবিতা অ্যান্ড দ্য কিংডম অব ক্লাউড্‌স ৭ মার্চ ১৯৯২ ২৫ জানুয়ারি ২০১৪ ১০ মার্চ ২০১৪
১০ ডোরেমন দ্য মুভি ইয়েহ ভি থা নোবিতা ওহ ভি থা নোবিতা-কিং অব দ্য সান ডোরেমন: নোবিতা'স দ্য লেজেন্ড অফ দ্য সান কিং ৪ মার্চ ২০০০ ২৮ জুন ২০১৪ ১ নভেম্বর ২০১৪
১১ ডোরেমন দ্য মুভি জাদু মন্তর অর জাহনুম ডোরেমন: নোবিতা'স নিউ গ্রেট অ্যাডভেঞ্চার ইন্টু দ্য আন্ডারওয়ার্ল্ড ১০ মার্চ ২০০৭ ৯ আগস্ট ২০১৪ ৭ সেপ্টেম্বর ২০১৫
১২ ডোরেমন দ্য মুভি নোবিতা দ্য এক্সপ্লোরার বও! বও! ডোরেমন: নিউ নোবিতা'স গ্রেট ডেমন—পেকো অ্যান্ড দ্য এক্সপ্লোরেশন পার্টি অব ফাইভ ৮ মার্চ ২০১৪ ১৩ ডিসেম্বর ২০১৪ ১৩ সেপ্টেম্বর ২০১৫
১৩ ডোরেমন দ্য মুভি অ্যাডভেঞ্চারস অব কয়া কয়া প্লানেট ডোরেমন: দ্য নিউ রেকর্ডস অব নোবিতা'স স্পেসব্লেজার ৭ মার্চ ২০০৯ ৫ সেপ্টেম্বর ২০১৫ ২৮ সেপ্টেম্বর ২০১৫
১৪ ডোরেমন দ্য মুভি গ্যালাক্সি সুপার এক্সপ্রেস ডোরেমন: নোবিতা অ্যান্ড দ্য গ্যালাক্সি সুপার-এক্সপ্রেস ২ মার্চ ১৯৯৬ ৩০ জানুয়ারি ২০১৬ ৩০ জানুয়ারি ২০১৬
১৫ ডোরেমন দ্য মুভি তুফানি অ্যাডভেঞ্চার ডোরেমন নোবিতা অ্যান্ড দ্য উইন্ডমাস্টার ৮ মার্চ ২০০৩ ৬ ফেব্রুয়ারি ২০১৬ ৬ ফেব্রুয়ারি ২০১৬
১৬ ডোরেমন দ্য মুভি গ্যাজেট মিউজিয়াম কা রাহাস্যা ডোরেমন: নোবিতা'স সিক্রেট গ্যাজেট মিউজিয়াম ৯ মার্চ ২০১৩ ২৬ মার্চ ২০১৬ ২৫ জুন ২০১৬
১৭ দ্য ডোরেমন মুভি স্ট্যান্ড বাই মি স্ট্যান্ড বাই মি ডোরেমন ৮ আগস্ট ২০১৪ ৬ জুলাই ২০১৬ ১৯ জুন ২০১৬
১৮ ডোরেমন দ্য মুভি নোবিতা বানা সুপারহিরো ডোরেমন: দ্য রেকর্ড অব নোবিতা'স প্যারালাল ভিজিট টু দ্য ওয়েস্ট ১২ মার্চ ১৯৮৮ ২ অক্টোবর ২০১৬ ১৪ আগস্ট ২০১৬
১৯ ডোরেমন দ্য মুভি নোবিতা ইন ইচি মেরা দোস্ত ডোরেমন: নোবিতা ইন দ্য ওয়ান-নায়ান স্পেসটাইম ওডিসি ৭ মার্চ ২০০৪ ২৮ নভেম্বর ২০১৬ ১৩ নভেম্বর ২০১৬
২০ ডোরেমন দ্য মুভি নোবিতা কি নায়ি দুনিয়া ডোরেমন: নোবিতা'স ডায়েরি অন দ্য ক্রিয়েশন অব দ্য ওয়ার্ল্ড ৪ মার্চ ১৯৯৫ ২৭ ডিসেম্বর ২০১৬ ১৮ ডিসেম্বর ২০১৬
২১ ডোরেমন দ্য মুভি নোবিতা ইন হারা হারা প্লানেট ডোরেমন: নোবিতা অ্যান্ড দ্য গ্রীন জায়েন্ট লেজেন্ড ৮ মার্চ ২০০৮ ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ৪ মার্চ ২০১৮
২২ ডোরেমন দ্য মুভি নোবিতা অর এক জলপরী ডোরেমন: নোবিতা'স গ্রেট ব্যাটেল অব দ্য মারম্যাইড কিং ৬ মার্চ ২০১০ ৪ জুন ২০১৭ ২৬ জুন ২০১৭
২৩ ডোরেমন দ্য মুভি নোবিতা অ্যান্ড জাঙ্গল মেইন দাঙ্গাল ডোরেমন: নোবিতা অ্যান্ড দ্য অ্যানিমেল প্লানেট ১০ মার্চ ১৯৯৭ ১৭ জুন ২০১৮
২৪ ডোরেমন মুভি: ইউনিভার্স যাত্রা ডোরেমন: নোবিতা ড্রিফ্টস ইন দ্য ইউনিভার্স ৬ মার্চ ১৯৯৯ ১৯ অক্টোবর ২০১৮
২৫ ডোরেমন দ্য মুভি: নোবিতা অর আন্তরিস্ক ডাকু ডোরেমন: নোবিতা'স স্পেস হিরো ৭ মার্চ ২০১৫ ৯ নভেম্বর ২০১৮
২৬ ডোরেমন: দ্য মুভি নোবিতা অ্যান্ড দ্য কিংডম অব রোবট সিঙ্ঘাম ডোরেমন: নোবিতা অ্যান্ড দ্য রোবট কিংডম ৯ মার্চ ২০০২ ১ সেপ্টেম্বর ২০১৯ ১ সেপ্টেম্বর ২০১৯
২৭ ডোরেমন দ্য মুভি: নোবিতা অর বার্ডোপিয়া কা সুলতান ডোরেমন: নোবিতা অ্যান্ড দ্য উংগড ব্রাভস ১০ মার্চ ২০০১ ৮ সেপ্টেম্বর ২০১৯ ১০ সেপ্টেম্বর ২০১৯
২৮ ডোরেমন দ্য মুভি: নোবিতা ইন গোল গোল গোলমাল ডোরেমন: নোবিতা এ্যন্ড দ্য স্পাইরাল সিটি ৪ মার্চ ১৯৯৭ ২৫ জুলাই ২০২০ ২৬ জুলাই ২০২০
২৯ ডোরেমন দ্য মুভি: ডাইনোসর যোদ্ধা ডোরেমন: নোবিতা অ্যান্ড দ্য নাইট্‌স অন ডাইনোসর্স ১৭ মার্চ ১৯৮৭ ২৭ আগস্ট ২০২০ ২৭ আগস্ট ২০২০
৩০ ডোরেমন দ্য মুভি: নোবিতা অ্যান্ড দ্য বার্থ অব জাপান ডোরেমন: নোবিতা অ্যান্ড দ্য বার্থ অব জাপান ১৮ মার্চ 1989 ১২ সেপ্টেম্বর ২০২০ ১২ সেপ্টেম্বর ২০২০
৩১ ডোরেমন দ‍্য মুভি: নোবিতা অ‍্যান্ড দ‍্য আন্ডারওয়াটার অ্যাডভেঞ্চার ডোরেমন: নোবিতা এন্ড দ্য ক্যাসেল অব দ্য আন্ডারসী ডেভিল 12 মার্চ ১৯৮৩ ১৯ সেপ্টেম্বর ২০২০ ১৯ সেপ্টেম্বর ২০২০

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Reason Behind The Cuteness Of Doraemon, Chhota Bheem and Powerpuff Girls!"Dailyhunt। জুন ১৬, ২০১৭। 
  2. "Doraemon: An Excellent Partner"PressReader। ২৮ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৯ 
  3. "Doraemon celebrates first birthday on Hungama TV on 3 September"Indian Television Dot Com। ৩ সেপ্টেম্বর ২০০৫। 
  4. "Hungama TV to premiere first Doraemon movie"Indian Television Dot Com। ডিসেম্বর ৪, ২০১০। 
  5. "Disney Channel to Bring an Adventurous, Fun-filled Weekend with the Premiere of Doraemon in Nobita?s South Seas Adventure"Indian Television Dot Com। জুন ২, ২০১১। জানুয়ারি ১১, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ২৫, ২০২০ 
  6. "Disney channel's Doraemon movie delivers best ratings ever witnessed in kids' genre"Indian Television Dot Com। ডিসেম্বর ৮, ২০১১। মার্চ ২৬, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ২৫, ২০২০ 
  7. "Doraemon The Movie | Nobita Aur Jadooi Tapu | Official Trailer" – www.youtube.com-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ

সম্পাদনা