ডোমিনিকান প্রজাতন্ত্র অলিম্পিক কমিটি

ডোমিনিকান প্রজাতন্ত্র অলিম্পিক কমিটি (স্পেনীয়: Comité Olímpico Dominicano; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড ডোম দ্বারা পরিচিত) হলো ডোমিনিকান প্রজাতন্ত্রের জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার ১৬ বছর পর ১৯৬২ সালে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[] এই সংস্থার সদর দপ্তর ডোমিনিকান প্রজাতন্ত্রের সান্তো দোমিঙ্গোতে অবস্থিত।

ডোমিনিকান প্রজাতন্ত্র অলিম্পিক কমিটি
দেশ/অঞ্চল ডোমিনিকান প্রজাতন্ত্র
কোডDOM
প্রতিষ্ঠিত১৯৪৬; ৭৯ বছর আগে (1946)
স্বীকৃত১৯৬২
মহাদেশীয়
সংস্থা
পিএএসও
সদর দপ্তরসান্তো দোমিঙ্গো, ডোমিনিকান প্রজাতন্ত্র
সভাপতিগারিবালদি বাউতিস্তা লোরেন্সো
মহাসচিবলুইস চানলাতে
ওয়েবসাইটwww.colimdo.org

বর্তমানে ডোমিনিকান প্রজাতন্ত্র অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন গারিবালদি বাউতিস্তা লোরেন্সো, যিনি ২০২২ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন লুইস চানলাতে[]

ইতিহাস

সম্পাদনা

১৯৪৬ সালে ডোমিনিকান প্রজাতন্ত্রের বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে ডোমিনিকান প্রজাতন্ত্র অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। ফ্রাঙ্ক হ্যাটন গেরেরো এই সংস্থার প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি ১৯৪৬ হতে সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।[]

প্রতিষ্ঠার প্রায় আঠারো বছর পর ডোমিনিকান প্রজাতন্ত্র ১৯৬৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Olympedia – Dominica [অলিম্পিডিয়া – ডোমিনিকান প্রজাতন্ত্র]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ 
  2. Dominica [ডোমিনিকান প্রজাতন্ত্র]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ 
  3. Olympic Countries [অলিম্পিক দেশ]। sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:প্যানাম স্পোর্টস