ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়
ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় নীলফামারী জেলার অন্যতম পুরাতন বিদ্যালয়। এটি ডোমার উপজেলা সদরের ডোমার পৌরসভার ৪ নং ওয়ার্ডে অবস্থিত। বর্তমানে এটি দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন রয়েছে।
ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
ধরন | আধা-সরকারী |
প্রতিষ্ঠাকাল | ১৯১৯/০১/০১ |
বিদ্যালয় বোর্ড | দিনাজপুর |
ইআইআইএন | ১২৪৮৩১ |
প্রধান শিক্ষক | রবিউল আলম |
শ্রেণি | ষষ্ঠ থেকে দশম |
শিক্ষার্থী সংখ্যা | প্রায় ৮৭০ জন |
শিক্ষায়তন | ৯ একর |
ইতিহাস
সম্পাদনাএটি ১৯১৯ সালে ডোমার উপজেলা সংলগ্ন চিকনমাটি মৌজায় প্রতিষ্ঠিত হয়।[১] এরপর ১৯২১ সালে তৎকালীন কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম স্বীকৃতি প্রাপ্ত হয়ে ১৯২৩ সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় অংশ গ্রহণ করে। শুরুতে বালক-বালিকাদের একত্রে শিক্ষা চালু থাকলেও ১৯৫৯ সালে বালক বালিকাদের আলাদাভাবে পাঠ দান করার জন্য দুটি শিফট চালু করা হয়।
শিক্ষা
সম্পাদনা৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ছাত্রদের পাঠদানের ব্যবস্থা রয়েছে। নবম শ্রেণী থেকে ছাত্রদের পাঠদানের জন্য বিজ্ঞান, মানবিক, ব্যাবসায় শিক্ষা তিনটি আলাদা আলাদা শাখা রয়েছে। এছাড়াও ছাত্রদের জন্য ভোকেশনাল এ পড়াশুনার সুযোগ রয়েছে।
ছাত্র-ছাত্রীর সংখ্যা
সম্পাদনা৮৬৯ জন
কৃতী ছাত্র
সম্পাদনা- ডক্টর মোঃ মাশুকুল হক (সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়)
- তুষার কান্তি রায় (ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়নের প্রাক্তন ছাত্র, জাপানের গিফু বিশ্ববিদ্যালয় থেকে ডায়াবেটিকের এর উপর পিএইচডি)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ডোমার হাইস্কুল"। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪।