ডোনাল্ড পেডারসন
ডোনাল্ড পেডারসন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে এর তড়িৎ প্রকৌশলের একজন অধ্যাপক।
ডোনাল্ড পেডারসন | |
---|---|
জন্ম | সেপ্তেম্বর ৩০, ১৯২৫ হ্যালক, মিনেসোটা, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ২৫ ডিসেম্বর ২০০৪ কনকর্ড, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৭৯)
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | North Dakota Agricultural College (now North Dakota State University), স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | সার্কিট ডিজাইন, ঙ্কম্পিউটার এইডেড ডিজাইন, SPICE |
পুরস্কার | আইইইই মেডেল অব অনার (১৯৯৮) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | ইলেক্ট্রনিক প্রকৌশল |
প্রতিষ্ঠানসমূহ | ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে |
ডক্টরাল উপদেষ্টা | Joseph M. Pettit |
ডক্টরেট শিক্ষার্থী | A. Richard Newton |
জীবনী
সম্পাদনাপেডারসন নর্থ ডাকোটা অ্যাগ্রিকালচারাল কলেজ থেকে তড়িৎ প্রকৌশলে ১৯৪৮ সালে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তড়িত প্রকৌশলে ১৯৪৯ সালে মাস্টার্স এবং ১৯৫১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৩ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত বেল ল্যাবসে কর্মরত ছিলেন এবং নেওয়ার্ক কলেজ অব ইঞ্জিনিয়ারিং এ শিক্ষকতা করেন। তিনি ১৯৫৫ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে এর তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৯৮ সালে আইইইই মেডেল অব অনার লাভ করেন।