ডোনাল্ড জেমস ক্র্যাম

মার্কিন রসায়নবিদ

ডোনাল্ড জেমস ক্র্যাম মার্কিন রসায়নবিদ। তিনি ১৯৮৭ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

ডোনাল্ড জেমস ক্র্যাম
জন্মApril 22, 1919
মৃত্যুJune 17, 2001 (aged 82)
পাম ডেজার্ট, ক্যালিফোর্নিয়া[]
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনRollins College
ইউনিভার্সিটি অব নেব্রাস্কা
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণCram's rule
Host guest chemistry
phenonium ions
paracyclophanes
পুরস্কার১৯৮৭ রসায়নে নোবেল পুরস্কার
ন্যাশনাল মেডেল অব সায়েন্স
Guggenheim fellowship,1955
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্ররসায়ন
প্রতিষ্ঠানসমূহইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, Merck & Co, ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
ডক্টরাল উপদেষ্টাLouis Fieser

ক্র্যাম রোলিন্স কলেজ থেকে ১৯৪১ সালে রসায়নে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি লাভ করেন। ১৯৪২ সালে ইউনিভার্সিটি অব নেব্রাস্কা থেকে জৈব রসায়নে মাস্টার অব সায়েন্স ডিগ্রি লাভ করেন। ১৯৪৭ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জৈব রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৪৭ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস এ সহকারী অধ্যাপক নিযুক্ত হন এবং ১৯৫৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ১৯৮৭ সাল পর্যন্ত এখানে কাজ করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Donald J. Cram। "Autobiography"The Nobel Foundation