ডোডো
মরিশাস থেকে বিলুপ্ত বড় উড়তে অক্ষম পায়রা
ডোডো (Raphus cucullatus) একপ্রজাতির বিলুপ্ত উড্ডয়ন অক্ষম পাখি। পাখিটি ছিল মাদাগাস্কারের পূর্বে ভারত মহাসাগরে অবস্থিত মরিশাস দ্বীপে স্থানিক প্রজাতি। জিনগতভাবে আরেক বিলুপ্ত প্রজাতি রড্রিগেজ সলিটেয়ার এর নিকটতম আত্মীয়। এ দুই প্রজাতি নিয়ে কলুম্বিডি গোত্রের অন্তর্গত র্যাফিনি উপগোত্রটি গঠিত। বর্তমানে জীবিত প্রজাতিগুলোর মধ্যে নিকোবর কবুতর ডোডোর নিকটতম আত্মীয়। একসময় ধারণা ছিল রেউনিওঁ দ্বীপে একটি সাদা ডোডো বাস করে। দুঃখজনক হলেও সত্য, ধারণাটি ভুল।
Dodo সময়গত পরিসীমা: অন্ত্য হলোসিন | |
---|---|
ডোডোর কৃত্রিম কঙ্কাল ও মডেল, আধুনিক গবেষণার ফল | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পক্ষী |
বর্গ: | Columbiformes |
পরিবার: | Columbidae |
উপপরিবার: | Raphinae |
গণ: | Raphus Brisson, 1760 |
প্রজাতি: | R. cucullatus |
দ্বিপদী নাম | |
Raphus cucullatus (Linnaeus, 1758) | |
অতীত আবাস (নীল অংশ) | |
প্রতিশব্দ | |
|
চরিত্র
সম্পাদনাএই পাখি উড়তে পারতো না। ভালো সাতার কাটতে পারতো।[তথ্যসূত্র প্রয়োজন] এই পাখির মাংস ছিল সুস্বাদু। তবে কারও কারও মতে এ পাখি খেতে খুব একটা সুস্বাদু ছিল না। [১]
আকার
সম্পাদনাএই পাখি মুরগীর চেয়ে সামান্য বড় ছিল।