ডেভিড জ্যাকব কোহেন

ভারতীয় রাজনীতিবিদ

ডেভিড জ্যাকব কোহেন ওবিই (মৃত্যু: ৯ ফেব্রুয়ারি ১৯৫৯) ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং কলকাতার বাগদাদী ইহুদি সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। [] তিনি বেথ-এল সিনাগগের সম্মানিত সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। [] কোহেন তৎকালীন কলকাতা ইহুদি সমিতির সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন, ১৯১২ সালে কলকাতা দক্ষিণ কেন্দ্রীয় অ-মোহামেডান আসন থেকে বেঙ্গল আইন পরিষদে ছিলেন। [] আইন পরিষদে নির্বাচিত হলো কলকাতার ইহুদীদের সর্বোচ্চ রাজনৈতিক কার্যালয়। [] ১৯২৩ সালের নির্বাচনে তিনি পরাজিত হন, তবে ১৯২৩ এবং ১৯২৬ সালে কাউন্সিলে থাকার জন্য গভর্নর মনোনীত হন। []

কোহেন ১৯৪১ সালে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার অফিসার নিযুক্ত হন। []

কোহেন ৭৫ বছর বয়সে ১৯৫৯ সালের ৯ ফেব্রুয়ারি মারা যান। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Adler, Cyrus and Henrietta Szold. The American Jewish Year Book, Vol. 62. American Jewish Committee, 1961. p. 381
  2. Roland, Joan G. The Jewish Communities of India: Identity in a Colonial Era. New Brunswick [u.a.]: Transaction Publ, 1998. p. 117
  3. The Indian Year Book, Vol. 8–9. Bennett, Coleman & Company, 1921. p. 65
  4. Roland, Joan G. The Jewish Communities of India: Identity in a Colonial Era. New Brunswick [u.a.]: Transaction Publ, 1998. p. 338
  5. Egorova, Yulia. Jews and India: Perceptions and Image. London: Routledge, 2006. pp. 92-93
  6. JTA. Retrieved 14 November 2014