ডেফিনিশন অব ফিয়ার
২০১৫-এর চলচ্চিত্র
ডেফিনিশন অব ফিয়ার ২০১৫ সালের একটি ভৌতিক চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছেন জেমস সিম্পসন ও যেটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ।[১][২][৩][৪] চলচ্চিত্রটি ২০১৫ এর ডিসেম্বরে চতুর্থ দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হয়।[৫] চলচ্চিত্রটির ডিভিডি ২০১৮ সালের ৩০ জানুয়ারি বাজারে আসে।[৬] চলচ্চিত্রটি জ্যাকলিন ফার্নান্দেজের প্রথম ইংরেজি চলচ্চিত্র।
ডেফিনিশন অব ফিয়ার | |
---|---|
পরিচালক | জেমস সিম্পসন |
প্রযোজক | ক্রিস্টোফার ব্র্যাঞ্চ জেমস সিম্পসন ব্যারি কুক লেইটন লয়েড রবার্ট মেঞ্জিস |
রচয়িতা | জেমস সিম্পসন |
শ্রেষ্ঠাংশে | জ্যাকলিন ফার্নান্দেজ ক্যাথেরিন ব্যারেল মার্সিডিজ পাপালিয়া ব্লিথ হাবার্ড |
প্রযোজনা কোম্পানি | ডিওএফ ফিল্ম লিমিটেড |
পরিবেশক | ইউনিভারসাল পিকচার্স |
মুক্তি |
|
দেশ | যুক্তরাজ্য ভারত |
ভাষা | ইংরেজি |
কাহিনি সংক্ষেপ
সম্পাদনাচারটি মেয়ে একটি হলিডে কেবিনে ছুটি কাটাতে আসে। সেখানে আসার পর তারা উপলব্ধি করে তারা সেখানে একা বাস করছে না।
অভিনয়ে
সম্পাদনা- জ্যাকলিন ফার্নান্দেজ - সারাহ ফোর্ডিং, মনোবিজ্ঞানের ছাত্রী
- ক্যাথেরিন ব্যারেল - ভিক্টোরিয়া বার্ন্স, নৃত্যশিল্পী
- মার্সিডিজ পাপালিয়া - ফ্রাঙ্কি টমস,
ব্যক্তিগত প্রশিক্ষক
- ব্লিথ হাবার্ড - র্যাচেল মুর, গায়িকা
নির্মাণ ও মুক্তি
সম্পাদনাচলচ্চিত্রটির চিত্রগ্রহণ ২০১৪ সালের ১০ অক্টোবর কানাডায় শুরু হয়।[৭] চলচ্চিত্রটি ২০১৫ সালের ৫ ডিসেম্বর দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মত প্রদর্শিত হয়। এরপর এটি আরো কিছু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Jacqueline Fernandez offered lead role in The Definition of Fear"। Digital Spy। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৪।
- ↑ Das, Anirban। "Jacqueline Fernandez to act in James Simpson's Definition Of Fear"। Hindustan Times। ২১ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৪।
- ↑ "Archived copy"। ২২ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৪।
- ↑ "No stunt double: Jacqueline Fernandez's Definition Of (fighting) Fear?"। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৪।
- ↑ Mack, Andrew (২৫ অক্টোবর ২০১৫)। "DEFINITION OF FEAR: Jacqueline Fernandez Horror Flick To Open Delhi Film Fest"। Twitch। ৩১ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৬।
- ↑ Simpson, James, Definition of Fear (English ভাষায়), United Front Entertainment, সংগ্রহের তারিখ ২০১৮-০৩-০১
- ↑ "Wow! Jacqueline Fernandez cast in Hollywood film Definition of Fear to be shot in Canada"। News East West। ২০১৪-০৯-১৭। ২০১৪-১০-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৪।