ডেন ফন নাইকার্ক

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার

ডেন ফন নাইকার্ক (ইংরেজি: Dane van Niekerk; জন্ম: ১৪ মে, ১৯৯৩) প্রিটোরিয়ায় জন্মগ্রহণকারী বিশিষ্ট দক্ষিণ আফ্রিকান প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। দক্ষিণ আফ্রিকা দলের পক্ষে টেস্ট, একদিনের আন্তর্জাতিক ও টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অংশগ্রহণ করছেন।[] দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিন বোলিং করেন তিনি।

ডেন ফন নাইকার্ক
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
ডেন ফন নাইকার্ক
জন্ম (1993-05-14) ১৪ মে ১৯৯৩ (বয়স ৩১)
প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি লেগ স্পিন
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৫৭)
১৬ নভেম্বর ২০১৪ বনাম ভারত
ওডিআই অভিষেক
(ক্যাপ ৫৩)
৮ মার্চ ২০০৯ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ওডিআই শার্ট নং৮১
টি২০আই অভিষেক
(ক্যাপ ১৮)
১১ জুন ২০০৯ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৮–বর্তমাননর্দার্নস ওম্যান
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০আই
ম্যাচ সংখ্যা ৫৩ ৪৯
রানের সংখ্যা ২২ ৭৩৫ ৯০৫
ব্যাটিং গড় ১১.০০ ২৮.২৬ ২৮.২৮
১০০/৫০ ০/০ ০/১ ০/৩
সর্বোচ্চ রান ১৫ ৫৫* ৯০*
বল করেছে ২২২ ২৩৫৪ ৮২৫
উইকেট ৭৮ ৪১
বোলিং গড় ৯০.০০ ১৬.৭৫ ১৭.২৬
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ১/৯০ ৫/১৭ ৪/১৭
ক্যাচ/স্ট্যাম্পিং ০/– ২১/- ১৫/-
উৎস: ক্রিকইনফো, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

প্রিটোরীয় নাইকার্ক সেঞ্চুরিয়ন হাই স্কুলে অধ্যয়ন করেন। ঘরোয়া ক্রিকেটে হাইভেল্ড ওম্যান এবং নর্দার্নস ওম্যানের পক্ষে খেলেন। এরফলে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০০৯ সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা জাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরূপে মনোনীত হন। এরপর থেকেই দলের নিয়মিত সদস্যের মর্যাদা পান। ২০১৩ সালের বিশ্বকাপসহ ২০০৯, ২০১০, ২০১২ ও ২০১৪ সালের আইসিসি বিশ্ব মহিলা টুয়েন্টি২০ প্রতিযোগিতায় অংশ নেন।

আন্তর্জাতিক ক্রিকেট

সম্পাদনা

নিউক্যাসলে অনুষ্ঠিত ২০১০ সালের ক্রিকেট বিশ্বকাপে মাত্র ১৫ বছর বয়সে লেগ স্পিনার হিসেবে অংশগ্রহণ করেন। সিডনিতে অনুষ্ঠিত নিজস্ব দ্বিতীয় খেলায় ৩/১১ পান। এরফলে শ্রীলঙ্কাকে পরাজিত করার মাধ্যমে দক্ষিণ আফ্রিকা প্রতিযোগিতায় সপ্তম স্থান দখল করে। কিন্তু, সাম্প্রতিককালে তিনি অল-রাউন্ডার হিসেবে নিজেকে গড়ে তুলেছেন ও টি২০ খেলায় উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নামছেন।[] জানুয়ারি, ২০১৩ সালে প্রথম দক্ষিণ আফ্রিকান মহিলা হিসেবে একদিনের আন্তর্জাতিকে হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন।[] ঐ খেলায় তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি ৫/২৮ লাভ করেন। এক মাস পর নিজের প্রথম অর্ধ-শতক করেন। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৫৫* রান তোলেন। ঐ খেলায় মারিজান কাপের সঙ্গে ৬ষ্ঠ উইকেট জুটিতে ১২৮ রান তোলেন দক্ষিণ আফ্রিকান রেকর্ড।[]

জানুয়ারি, ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট পান ৫/১৭। এরফলে প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে ওডিআইয়ে দুইবার পাঁচ উইকেট লাভ করেন।[][] ঐ বছর শেষে মহিলাদের টুয়েন্টি২০ বিশ্বকাপে একই দলের বিপক্ষে অপরাজিত ৯০* রান তোলেন যা দক্ষিণ আফ্রিকার টুয়েন্টি২০ আন্তর্জাতিকের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।[] এ সময় লিজেল লি’র সাথে মহিলাদের টুয়েন্টি২০-এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ১৬৩ রানের জুটি করেছিলেন।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Dane van Niekerk player profile"Cricinfo। সংগ্রহের তারিখ ২০ জুন ২০০৯ 
  2. "Warne has nothing on van Niekerk"। Superport। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৫ 
  3. "van Niekerk guides South Africa Women to comfortable win"। Cricinfo। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৫ 
  4. "Room-mates lift South Africa with record stand"। Cricinfo। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৫ 
  5. "Fritz, van Niekerk set up South Africa win"। Cricinfo। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৫ 
  6. "SA Women ODI - Most five-wickets-in-an-innings"। Cricinfo। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৫ 
  7. "SA Women T20 - High scores"। Cricinfo। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৫ 
  8. "Women's Twenty20 Internationals / Partnership records / Highest partnerships for any wicket"। Cricinfo। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৫ 
  9. "South Africa openers set up thumping win"। Cricinfo। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৫ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা