ডিজনি জুনিয়র (ভারত)
ডিজনি জুনিয়র হচ্ছে একটি ভারতীয় শিশুতোষ টেলিভিশন চ্যানেল। ১৯৯৯ সালের ৩ অক্টোবরে এটির সম্প্রচার শুরু হয়।[৪] এটি ডিজনি চ্যানেলে একটি প্রোগ্রামিং ব্লক হিসেবেও উপলব্ধ।[৫] এটি যুক্তরাষ্ট্রভিত্তিক মূল ডিজনি জুনিয়রের সমতূল্য, এবং এটি ইংরেজি, হিন্দি, তামিল, এবং তেলুগু ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে।
ডিজনি জুনিয়র | |
---|---|
উদ্বোধন | ৫ জুলাই ১৯৯৭ (ব্লক) ৩ অক্টোবর ১৯৯৯ (চ্যানেল) |
নেটওয়ার্ক | ডিজনি ব্র্যান্ডেড টেলিভিশন |
মালিকানা | স্টার ইন্ডিয়া (দ্য ওয়াল্ট ডিজনি কম্পানি ইন্ডিয়া) |
চিত্রের বিন্যাস | ৪:৩ (৫৭৬আই) |
দেশ | ভারত |
ভাষা | ইংরেজি হিন্দি তামিল তেলুগু |
প্রচারের স্থান | ভারত নেপাল ভুটান[১] মালদ্বীপ[২] শ্রীলঙ্কা[৩] |
প্রধান কার্যালয় | মুম্বাই, মহারাষ্ট্র, ভারত |
পূর্বতন নাম | প্লেহাউজ ডিজনি (২০০৬-২০১১) |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | ডিজনি চ্যানেল ডিজনি ইন্টারন্যাশনাল এইচডি মার্ভেল এইচকিউ হাঙ্গামা টিভি |
ওয়েবসাইট | disneyjunior |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
ভিডিওকন ডি২এইচ | চ্যানেল ৫১৭ |
ডিশ টিভি | চ্যানেল ৯৮৫ |
টাটা স্কাই | চ্যানেল ৬২৫ |
এয়ারটেল ডিজিটাল টিভি | চ্যানেল ৪৬৩ |
ডায়ালগ টিভি (শ্রীলঙ্কা) | চ্যানেল ৫৫ |
ডিশহোম (নেপাল) | চ্যানেল ৮০৯ |
এশিয়ানেট ডিজিটাল টিভি | চ্যানেল ৩৩৮ |
ইতিহাস
সম্পাদনা২০০৬ সালের আগে ভারতে, ডিজনি চ্যানেলের একটি ব্লক হিসাবে প্লেহাউজ ডিজনি চালু করা হয়। ২০১১ সালের ৪ জুলাই ডিজনি জুনিয়র প্লেহাউসের স্থলাভিষিক্ত হয়। ২০১২ সালের ১৫ অক্টোবর ডিজনি জুনিয়র একটি চ্যানেল হিসেবে চালু হয়।
অনুষ্ঠানসমূহ
সম্পাদনাবর্তমান অনুষ্ঠানসমূহ
সম্পাদনামূল অনুষ্ঠানসমূহ
সম্পাদনা- ১০১ ড্যালমেশিয়ান স্ট্রিট
- জেক অ্যান্ড দ্য নেভার ল্যান্ড পাইরেটস
- টিওটিএস
- ডক ম্যাকস্টাফিন্স
- দ্য রকেটিয়ার
- দ্য লাইয়ন গার্ড
- পাপি ডগ প্যাল্স
- পিকউইক প্যাক
- মিকি মাউস ক্লাবহাউজ
- সিম্পেল সামোসা
- স্পাইডি অ্যান্ড হিস অ্যামেজিং ফ্রেন্ডস
- হ্যান্ডি ম্যানি
অর্জিত অনুষ্ঠানসমূহ
সম্পাদনা- আর্ট অ্যাট্যাক
- পিজে মাস্কস
- ফাইয়ারম্যান স্যাম
- ব্লুই
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "BICMA approves 56 channels for uniformity"। Kuensel Online। ২২ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২।
- ↑ "Dhiraagu TV launches four Disney channels in the Maldives"। কর্পোরেট মালডিভস। ২৯ ডিসেম্বর ২০১৭। ১১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২।
- ↑ "Sri Lanka to experience the magic of Disney Junior"। ডেইলি মিরর। ২৩ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২।
- ↑ "Walt Disney launches its 4th offering Disney Junior"। www.afaqs.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২।
- ↑ "Disney Channel to make entry into Tamil and Telugu via pre-school block"। ইন্ডিয়ান টেলিভিশন। ২৯ জুন ২০১১।