ডিগার রবার্টসন

অস্ট্রেলীয় ক্রিকেটার

উইলিয়াম ডিগার রড্রিক রবার্টসন (ইংরেজি: Digger Robertson; জন্ম: ৬ অক্টোবর, ১৮৬১ - মৃত্যু: ২৪ জুন, ১৯৩৮) নিউ সাউথ ওয়েলসের ডেনিলিকুইন এলাকায় জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৮৮৫ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

ডিগার রবার্টসন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
উইলিয়াম ডিগার রড্রিক রবার্টসন
জন্ম৬ অক্টোবর, ১৮৬১
ডেনিলিকুইন, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া
মৃত্যু২৪ জুন, ১৯৩৮
ব্রাইটন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেগ ব্রেক
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ৩৮)
১ জানুয়ারি ১৮৮৫ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ১০৯
ব্যাটিং গড় ১.০০ ১৩.৬২
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ৩৩
বল করেছে ৪৪ ৯৬৫
উইকেট ১৫
বোলিং গড় ৩১.০৬
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৫/৪৬
ক্যাচ/স্ট্যাম্পিং ০/০ ৩/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৫ ডিসেম্বর ২০১৯

ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়া দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ লেগ ব্রেক বোলিং করতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিং করতেন ডিগার রবার্টসন

প্রথম-শ্রেণীর ক্রিকেট

সম্পাদনা

১৮৮৪-৮৫ মৌসুম থেকে ১৮৮৭-৮৮ মৌসুম পর্যন্ত ডিগার রবার্টসনের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ভিক্টোরিয়ার সীমান্ত এলাকায় ডেনিলিকুইনে ডিগার রবার্টসন বসবাস করতেন। ডানহাতি ব্যাটসম্যান ও লেগ ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। ভিক্টোরিয়ার পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তার।

আন্তর্জাতিক ক্রিকেট

সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন। ১ জানুয়ারি, ১৮৮৫ তারিখে মেলবোর্নে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি।

নভেম্বর, ১৮৮৪ সালে সফরকারী ইংরেজ একাদশের বিপক্ষে অনুষ্ঠিত ঐ খেলায় ৩/৩৬ ও ৫/৪৬ লাভ করেছিলেন তিনি।[] ডিসেম্বর মাসে প্রথম টেস্ট শেষে অস্ট্রেলিয়া দল দ্বিতীয় টেস্ট খেলতে অস্বীকৃতিজ্ঞাপন করে। ফলশ্রুতিতে রবার্টসনসহ আরও আটজনকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়। তবে, অভিষেক ঘটা ঐ টেস্টে তিনি কোন উইকেট লাভে সক্ষমতা দেখাননি। অস্ট্রেলিয়া খেলায় পরাভূত হয় এবং তিনিসহ আরও অপর চারজন অভিষেকধারী খেলোয়াড়কে পরবর্তীকালে আর কোন টেস্ট খেলতে দেখা যায়নি।[]

ইস্ট মেলবোর্ন দলের অধিনায়ক হ্যারি বয়েলের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে স্যান ফ্রান্সিসকোতে চলে যান। সেখানকার ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন লীগের বিভিন্ন ক্লাবে খেলেন। ১৮৯৮ সালে তার অধিনায়কত্বে বোহেমিয়ান ক্রিকেট ক্লাব ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়নশীপের শিরোপা জয় করে। ক্যালিফোর্নিয়া ক্রিকেটের ইতিহাসে সূচনালগ্নে করা সেঞ্চুরিগুলোর একটি তার ব্যাট থেকে আসে। ১৮৯৬ সালে অস্ট্রেলিয়া দলের বিপক্ষে প্রেসিডিও গ্রাউন্ডে খেলেন।[] ১৮৯৯ সালে অস্ট্রেলিয়ায় প্রত্যাবর্তন করেন। এরপর অনেকগুলো বছর মেলবোর্নভিত্তিক সেন্ট কিল্ডা ক্রিকেট ক্লাবের পক্ষে সফলতার সাথে খেলেন।[]

২৪ জুন, ১৯৩৮ তারিখে ৭৬ বছর বয়সে ভিক্টোরিয়ার ব্রাইটন এলাকায় ডিগার রবার্টসনের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Victoria v A. Shaw's XI 1884–85
  2. Australia v England, Second Test 1884–85
  3. P. David Sentance, Cricket in America 1710–2000 (McFarland: North Carolina 2006).
  4. The Oxford Companion to Australian Cricket (Oxford: Melbourne 1996) p. 452.

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা