ডারলিন হান্টার

মার্কিন হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়

ডারলিন হান্টার (ইংরেজি: Darlene Hunter; জন্ম: ১৬ এপ্রিল, ১৯৮২, ওয়াল্ড লেক,মিশিগান[]) একজন মার্কিন হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়।

ডারলিন হান্টার
ব্যক্তিগত তথ্য
জাতীয় দলUnited States
জন্ম (1982-04-16) ১৬ এপ্রিল ১৯৮২ (বয়স ৪২)
ক্রীড়া
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ক্রীড়ামহিলা হুইলচেয়ার বাস্কেটবল
বিভাগমহিলা হুইলচেয়ার বাস্কেটবল
সাফল্য ও খেতাব
প্যারালিম্পিক ফাইনাল২০১৬ গ্রীষ্মের প্যারালিম্পিক্স
আঞ্চলিক ফাইনাল২০১৫ প্যারাপান আমেরিকান গেমস।

খেলোয়াড় জীবন

সম্পাদনা

২০১৬ রিও গ্রীষ্মকালীন প্যারালিম্পিক মার্কিন যুক্তরাষ্ট্রকে হুইলচেয়ার বাস্কেটবল দলের প্রতিনিধিত্ব করে ডারলিন একটি স্বর্ণপদক জয় করেছিলেন।[] ২০১০ সালে, তিনি ওয়ার্ল্ড হুইলচেয়ার বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ, ২০১১ প্যারাপন মার্কিন গেমস, ২০১৪ মহিলা ওয়ার্ল্ড হুইলচেয়ার বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ এবং ২০১৫ প্যারাপন মার্কিন গেমসে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুইলচেয়ার বাস্কেটবল দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

ডারলিন ওয়াল্ড লেক ওয়েস্টার্ন হাই স্কুল, অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়, আর্লিংটনের টেক্সাস বিশ্ববিদ্যালয় এবং টেক্সাস উইমেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন।[] পরবর্তীকালে, তিনি একটি মহিলা হুইলচেয়ার বাস্কেটবল শিবির প্রতিষ্ঠা করেন।[]

আরও পড়ুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "DARLENE HUNTER WHEELCHAIR BASKETBALL"www.teamusa.org/ 
  2. "Wheelchair Basketball United States of America"www.paralympic.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৭ 
  3. "Paralympian Darlene Hunter on leveling the playing field for adaptive athletes"ESPN.com (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-১৫। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৭