ডায়ানা নাইঅ্যাড

মার্কিন সাংবাদিক

ডায়ানা নাইঅ্যাড (ইংরেজি: Diana Nyad /ˈnˌæd/; জন্ম: স্নিড, ২২ আগস্ট ১৯৪৯) একজন মার্কিন লেখিকা, সাংবাদিক, প্রেরণাদায়ী বক্তা ও দূর-পাল্লার সাঁতারু।[] নাইঅ্যাড ১৯৭৫ সালে ম্যানহাটনের চতুর্পাশে (২৮ মাইল বা ৪৫ কিমি) সাঁতার কেটে রেকর্ড গড়লে এবং ১৯৭৯ সালে বাহামাসের বিমিনি থেকে ফ্লোরিডার জুনো সৈকত পর্যন্ত সাঁতার কাটার পর তিনি জাতীয় পর্যায়ে সকলের নজরে আসেন।

ডায়ানা নাইঅ্যাড
Diana Nyad
২০১৬ সালে নাইঅ্যাড
জন্ম
ডায়ানা স্নিড

(1949-08-22) ২২ আগস্ট ১৯৪৯ (বয়স ৭৫)
শিক্ষালেক ফরেস্ট কলেজ (বিএ)
নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়
পেশালেখিকা, সাংবাদিক, সাঁতারু
পরিচিতির কারণচ্যাম্পিয়নশিপ সাঁতার, দূর-পাল্লার সাঁতার, সাংবাদিকতা, প্রেরণাদায়ী বক্তৃতা
ওয়েবসাইটdiananyad.com

২০১৩ সালে তিনি ৬৪ বছর বয়সে পঞ্চম প্রচেষ্টায় কিউবার হাভানা থেকে ফ্লোরিডার কি ওয়েস্ট পর্যন্ত ১১০ মাইল সাঁতার কাটেন, যা ১৯৭৮ সালে ওয়াল্টার পোয়েনিশ ও ১৯৯৭ সালে সুজি মারোনির পর সাঁতার কেটে তৃতীয় ফ্লোরিডা প্রণালী প্রদক্ষিণ। আগের দুইবারের প্রচেষ্টায় হাঙ্গরের খাঁচা ব্যবহৃত হয়েছিল এবং পোয়েনিশের ক্ষেত্রে পাখার ব্যবহার ও তার সহকারী যানে কয়েকবার স্বল্প বিশ্রামের ব্যবস্থা ছিল।[] নাইঅ্যাড নিরাপত্তামূলক জেলিফিশ স্যুট, হাঙ্গর ডুবুরি, ও বৈদ্যুতিক হাঙ্গর বিতাড়ক যন্ত্র ব্যবহার করেন।[][] কিউবা থেকে ফ্লোরিডা পর্যন্ত তার প্রদক্ষিণ অসম্পূর্ণ নথি, তার দলের পরস্পরবিরোধী প্রতিবেদন ও তার সাঁতারের সময়ে কোন সংস্থার আইনকানুন না থাকার কারণে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি।[] গিনেস বিশ্ব রেকর্ড নাইঅ্যাডের এই অর্জন নাকচ করে।[]

তার ২০১৩ সালের সাঁতার ও বনি স্টলের সাথে তার সম্পর্ক ২০২৩ সালের নাইঅ্যাড চলচ্চিত্রে চিত্রায়িত করা হয়েছে, এতে তার চরিত্রে অভিনয় করেছেন অ্যানেট বেনিং ও বনির চরিত্রে অভিনয় করেছেন জোডি ফস্টার[][]

প্রারম্ভিক জীবন ও শিক্ষা

সম্পাদনা

নাইঅ্যাড ১৯৪৯ সালের ২২শে আগস্ট নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তার মাতা লুসি উইনস্লো কার্টিস (১৯২৫-২০০৭)[] এবং পিতা উইলিয়াম এল. স্নিড জুনিয়র একজন স্টকব্রোকার ছিলেন। ১৮৪৯ থেকে ১৯৩০-এর দশক পর্যন্ত প্রস্তুতকৃত জনপ্রিয় মরফিন-ভিত্তিক শিশুদের দাঁতের ঔষধ মিসেস উইনস্লোস সুদিং সিরাপের উদ্ভাবক শার্লট এন. উইনস্লো ছিলেন তার মায়ের প্র-পিতামহী।[১০]

১৯৫২ সালে লুসি ও উইলিয়ামের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর লুসি অ্যারিস্টটল জেড. নাইঅ্যাডকে বিয়ে করেন, পরবর্তীকালে আবিষ্কৃত হয় তার আসল নাম অ্যারিস নোটারাস, যার একাধিক ছদ্মনাম ছিল।[১১][১২] নোটারাসের বিরুদ্ধে চোরাকারবারিসহ একাধিক আইনি ঝামেলা ছিল। তিনি লুসিকে বিয়ের পর ডায়ানাকে দত্তক নেন।[১৩][১৪][১৫][১৬] তারা সপরিবারে ফ্লোরিডার ফোর্ট লডারডেলে চলে যান এবং সেখানে ডায়ানা সপ্তম শ্রেণি থেকে সাঁতার শুরু করেন।

১৯৬০-এর দশকের মাঝামাঝি সময়ে তিনি বেসরকারি পাইন ক্রেস্ট স্কুলে ভর্তি হন এবং সেখানে অলিম্পিয়ান ও হল অব ফেম কোচ জ্যাক নেলসনের তদারকিতে সাঁতার শিখেন। ডায়ানা বলেন প্রশিক্ষণের শুরুতে যখন তার বয়স ১৪ ছিল, নেলসন তাকে যৌন নিপীড়ন করতেন এবং তিনি হাই স্কুল শেষ করা পর্যন্ত তা চালিয়ে যান।[১০][১৭] তিনি ১০০ গজের চিৎসাতারে তিনবার ফ্লোরিডা স্টেট হাই স্কুল চ্যাম্পিয়নশিপ জিতেন।[১৮] তিনি ১৯৬৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতারের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু ১৯৬৬ সালে তিনি হৃদপিণ্ডে সংক্রমণকারী রোগ এন্ডোকার্ডিটিসের আক্রান্ত হয়ে তিন মাস বিছানায় কাটান।[১৯] তিনি পুনরায় সাঁতার শুরু করলে তার গতি কমে গিয়েছিল।

১৯৬৭ সালে পাইন ক্রেস্ট স্কুল থেকে পাশ করার পর তিনি এমরি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, কিন্তু ডর্মিটরির চতুর্থ তলার জানালা থেকে প্যারাশ্যুট পরে লাফ দেওয়ার জন্য তাকে বহিস্কার করা হয়।[২০] এরপর তিনি ইলিনয়ের লেক ফরেস্ট কলেজে ভর্তি হন, সেখানে তিনি সাঁতার চালিয়ে যান এবং দূর-পাল্লার সাঁতারে মনোযোগী হন।[২১]

কর্মজীবন

সম্পাদনা

নাইঅ্যাড চারটি বই লিখেছেন,[২২] সেগুলো হল তার জীবনী ও দূর-পাল্লার সাঁতার নিয়ে আদার শোরস (১৯৭৮), বেসিক ট্রেইনিং ফর উইমেন (১৯৮১), এনএফএল ওয়াইড রিসিভার কেশন জনসন সম্পর্কে বস অব মি: দ্য কেশন জনসন স্টোরি (১৯৯৯), এবং ফাইন্ড এ ওয়ে (২০১৫)। তিনি দ্য নিউ ইয়র্ক টাইমস, এনপিআরের "অল থিংস কনসিডারড", নিউজউইক ও অন্যান্য প্রকাশনার জন্য লিখেছেন। নাইঅ্যাড ও সাবেক পেশাদার রেকেটবল খেলোয়াড় বনি স্টল ব্রাভাবডি নামে একটি কোম্পানি চালু করেন, যার উদ্দেশ্য হল চল্লিশোর্ধ্ব নারীদের অনলাইনে ব্যায়ামের পরামর্শ দেওয়া।[২৩]

নাইঅ্যাড পূর্বে বেতার অনুষ্ঠান "দ্য স্যাভি ট্রাভেলার" সঞ্চালনা করতেন।[২৪] ২০০৬ থেকে তিনি দীর্ঘদিন ন্যাশনাল পাবলিক রেডিওর বিকালের সংবাদ অনুষ্ঠান অল থিংস কনসিডারডের সাপ্তাহিক (প্রতি বৃহস্পতিবার) অবদানকারী ছিলেন এবং আমেরিকান পাবলিক মিডিয়ার বেতার অনুষ্ঠান মার্কেটপ্লেস বিজনেস নিউজের "বিজনেস অব স্পোর্ট" ভাষ্যকার ছিলেন। এছাড়া তিনি সিবিএস নিউজ টেলিভিশনের অনুষ্ঠান সানডে মর্নিং-এর নিয়মিত অবদানকারী ছিলেন।

স্কোয়াশ

সম্পাদনা

নাইঅ্যাড ১৯৭৯ মহিলা বিশ্ব ওপেন স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে খেলেন, সেখানে তিনি প্রথম রাউন্ডে সুয়েডীয় খেলোয়াড় কাতারিনা দু-বোয়ের কাছে পরাজিত হন। একই বছর তিনি বিশ্ব দলগত চ্যাম্পিয়নশিপে মার্কিন জাতীয় দলে খেলেন। তারা কোন ম্যাচ না জয় লাভ করে ষষ্ঠ স্থান নিয়ে আসর শেষ করেন।[২৫][২৬]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. গার্সিয়া, অ্যান-ম্যারি (২ সেপ্টেম্বর ২০১৩)। "Diana Nyad completes Cuba-Florida swim"ইউএসএ টুডে। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৪ 
  2. গাম, লরি (৪ নভেম্বর ২০১৬)। "Lost at Sea: Walter Poenisch, his Cuba-to-Florida swim, and his stolen honor"৬১৪ নাউ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৪ 
  3. আলভারেজ, লিজেত (২ সেপ্টেম্বর ২০২৩)। "Nyad Completes Cuba-to-Florida Swim"দ্য নিউ ইয়র্ক টাইমস। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৪ 
  4. ভ্লাস্তো, টিমা। "The Diana Nyad Cuba-Florida Swim 2013 Report"ওয়ার্ল্ড ওপেন ওয়াটার সুইমিং অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৪ 
  5. "WOWSA Advisory Board's Decision on Diana Nyad's 2013 Cuba to Florida Swim"ওয়ার্ল্ড ওপেন ওয়াটার সুইমিং অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৪ 
  6. ""Nyad" on Netflix: The Swim, The Scandal, The Silence"ওয়ার্ল্ড ওপেন ওয়াটার সুইমিং অ্যাসোসিয়েশন। ৮ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৪ 
  7. ওয়েল্ক, ব্রায়ান (৪ মার্চ ২০২১)। "Annette Bening to Star as Cuba-to-Florida Swimmer Diana Nyad in Biopic From 'Free Solo' Directors"দ্যর‍্যাপ। মে ১৫, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৪ 
  8. কিট, বরিস (২০ জানুয়ারি ২০২২)। "Jodie Foster Joins Annette Bening in Biopic 'Nyad' for Black Bear, Netflix (Exclusive)"দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৪ 
  9. U.S. Social Security Death Index, accessed online on 16 February 2014
  10. Ariel Levy (১০ ফেব্রুয়ারি ২০১৪)। "Breaking the Waves"দ্য নিউ ইয়র্কার। পৃষ্ঠা ২৯। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৪ 
  11. "Unsympathetic Police Bag Alleged Air Hero"। ডেইলি নিউজ। লস অ্যাঞ্জেলেস। ১৪ জানুয়ারি ১৯৪৩। 
  12. কলিভাস, F. (২৮ মে ২০১৫)। "1948: Η ανώμαλη προσγείωση ενός αεροπλάνου στη Γύρα Και η αποκάλυψη μιας υπόθεσης λαθρεμπορίου χρυσού και συναλλάγματος που συγκλόνισε το πανελλήνιο" [1948: The Rough Landing of an Airplane in Gyra And the Revelation of a Smuggling Case of Gold and Currency that Shocked the Nation]। Λευκαδίτικα Νέα (গ্রিক ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৪ 
  13. "Greeks Try 26 for Smuggling"। দ্য স্টারস অ্যান্ড স্ট্রাইপস। ২৮ জানুয়ারি ১৯৪৯। পৃষ্ঠা ৩। 
  14. "Greek Court Levies $2,450,000 in Fines on 25 Smugglers"। দ্য স্টারস অ্যান্ড স্ট্রাইপস। ৩ ফেব্রুয়ারি ১৯৪৯। 
  15. "Aris Z. Nyad and Mrs. Sneed Wed in Arizona"। দ্য পাম বিচ পোস্ট। ৩ ডিসেম্বর ১৯৫৩। পৃষ্ঠা ২০। 
  16. ডানকান, জয়েস (২০০২)। "Diana Sneed Nyad"। Ahead of Their Time: A Biographical Dictionary of Risk-Taking women। ওয়েস্টপোস্ট: গ্রিনউড পাবলিশিং। পৃষ্ঠা ২৪৫–৪৭। আইএসবিএন 978-1-280-90869-9। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৪ 
  17. নাইঅ্যাড, ডায়ানা (৯ নভেম্বর ২০১৭)। "Opinion | Diana Nyad: My Life After Sexual Assault"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৪ 
  18. "Jack and Diana"ব্রোওয়ার্ড-পাম বিচ নিউ টাইমস। ১৪ জুন ২০০৪। অক্টোবর ২৬, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৪ 
  19. ওসিন্‌স্কি, অ্যালিসন। "Diana Nyad, 1949–" (পিডিএফ)অ্যাকুয়াটিক কনসাল্টিং সার্ভিসেস। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৪ 
  20. "Al Shoenfield Media Award - 2002 Diana Nyad"ইন্টারন্যাশনাল সুইমিং হল অব ফেম। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৪ 
  21. থুমা, সিন্থিয়া এ. (২০০৭)। "Diana Nyad"। Sport Lauderdale: Big Names and Big Games: A Sports Enthusiast's Guide to Broward County, Florida। চার্লসটন: দ্য হিস্ট্রি প্রেস। পৃষ্ঠা ৬২। আইএসবিএন 9781596291454 
  22. হার্নিক, ক্রিস (৪ মার্চ ২০১৪)। "Diana Nyad on Dancing With the Stars: Will Swimming With Sharks Prepare Her for the Dance Floor?"। ইঅনলাইন। এপ্রিল ৯, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৪ 
  23. "Find A Way – Diana Nyad"। Conacher Rosenfeld। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৪ 
  24. "Say hello to Savvy Traveler host Diana Nyad..."। পাবলিক রেডিও। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৪ 
  25. "$4,750 Women's Pretty Polly World Open 1979, Abbeydale Park Squash Club, Sheffield, England"। স্কোয়াশ ইনফো। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৪ 
  26. "Women's Prodorite World Team Championship 1979, Edgbaston Priory Club, Birmingham, England"। স্কোয়াশ ইনফো। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা